অবসরে যাচ্ছেন অতিরিক্ত আইজিপি মতিউর রহমান শেখ
Published: 29th, May 2025 GMT
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি-প্রশাসন, গ্রেড-১) মো. মতিউর রহমান শেখ প্রায় ৩৪ বছরের বর্ণিল কর্মজীবন শেষে অবসরে যাচ্ছেন। বৃহস্পতিবার তাঁর শেষ কর্মদিবসে পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে তাঁকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মতিউর রহমান শেখের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। সভায় অতিরিক্ত আইজিপি, ঢাকায় পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান ও পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, বাংলাদেশ পুলিশে বিভিন্ন পদে দায়িত্ব পালনকালে মতিউর রহমান শেখ অত্যন্ত সুনামের সঙ্গে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। পুলিশের উন্নয়নে তিনি প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। আইজিপি বিদায়ী কর্মকর্তার সুস্থ ও সুন্দর জীবন কামনা করেন।
বিদায়ী অতিরিক্ত আইজিপি মতিউর রহমান শেখ তাঁর বক্তব্যে পেশাগত দায়িত্ব পালনকালে সব সহকর্মীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তারা অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার পেশাগত ও ব্যক্তিজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর স্মৃতিচারণা করেন।
মো.
সন্ধ্যায় যোগাযোগ করা হলে পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) ইনামুল হক সাগর প্রথম আলোকে বলেন, আগামী শনিবার অতিরিক্ত আইজিপির (মতিউর রহমান শেখের) চাকরির মেয়াদ ৫৯ বছর পূর্ণ হচ্ছে। ওই দিন সাপ্তাহিক ছুটি থাকায় বৃহস্পতিবার তাঁর শেষ কর্মদিবস হিসেবে তাঁকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: কর মকর ত র
এছাড়াও পড়ুন:
বাধ্যতামূলক অবসরে পুলিশের ৪ ডিআইজি
পুলিশের চার উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার।
সোমবার (২৮ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত পৃথক চারটি প্রজ্ঞাপনে অবসরের আদেশ জারি করা হয়।
বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন—শিল্পাঞ্চল পুলিশে সংযুক্ত ডিআইজি মনির হোসেন, রেলওয়ে পুলিশে সংযুক্ত ডিআইজি মাহবুব আলম, ঢাকা রেঞ্জে সংযুক্ত ডিআইজি আতিক ইসলাম এবং পুলিশ টেলিকমে সংযুক্ত ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম।
আরো পড়ুন:
কুষ্টিয়ার সাবেক এসপি তানভীর আরেক হত্যা মামলায় গ্রেপ্তার
মেহেরপুরে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
ঢাকা/এমআর/রফিক