লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী রেলস্টেশন এলাকা থেকে ছয় ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার দুপুরে বুড়িমারী রেলস্টেশন থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৬১ বিজিবি ব্যাটালিয়নের (তিস্তা- ২) বুড়িমারী স্থলবন্দরের বিজিবি সদস্যরা তাদের আটক করেন। এদের মধ্যে চারজন পুরুষ, দুজন নারী। তারা সকলেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের শিকার বলে জানা গেছে। তাদের বাড়ি ভারতের আসাম রাজ্যে।

আটক ভারতীয় ব্যক্তিরা হলেন, আসাম রাজ্যের জামগুড়ি (গোলাঘাট) গ্রামের মৃত সেলিম উদ্দিন আহমেদের ছেলে মো.

নিজাম আহমেদ (৪৮),  একই রাজ্যের ইসলামপুরের মেরাপানি, গোলাঘাট গ্রামের মজিবেতের ছেলে মো: আব্দুল গফুর (৫৬), একই গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে হাফিজা বেগম (৩৫), আমীর আলীর মেয়ে নুরেজা বেগম (৪৫),  আসামের দলগাও (দরং) নৌহাটি গ্রামের মৃত নবী হোসেনের ছেলে মো. কিসমত আলী (৬৩) ও একই গ্রামের নুরনবী হোসেনের ছেলে মো. রহমত আলী (৩৫)।

বিজিবির জানায়, গত ২৮ মে রাতে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের আওতায় হাতীবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্তের ওপারে ভারতের ৭৮ বিএসএফের গীতলদহ বিএসএফ ক্যাম্পের সদস্যরা ওই ছয় ব্যক্তিকে সীমান্ত পিলার ৯০৮/এস এর নিকটবর্তী এলাকা দিয়ে বাংলাদেশে পুশইন করেছিল। পরে তারা ওই ছয় জন স্থানীয় এক ব্যক্তির অধীনে থাকার পর শুক্রবার দুপুরের দিকে উপজেলার বুড়িমারী রেলস্টেশন এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা করছিল। এ সময় বিজিবি গোপন সংবাদের মাধ্যমে ওই ছয় ভারতীয় নাগরিককে আটক করে।

এ বিষয়ে ভারতীয় নাগরিক কিসমত আলী (৬৩) বলেন, ‘আমার জন্মস্থান ভারতের আসামের নৌহাটি। ভারতীয় নাগরিক হিসেবে আমার আইডি কার্ড, প্যান কার্ড, আধার কার্ডসহ সকল কাগজ-পত্র আছে। বাড়ি-ঘর আছে। তবুও আমাকে জোর করে বাংলাদেশি বানানো হয়েছে। দুই বছর জেল খেটেছি।’

এ ঘটনায় ৬১ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী স্থলবন্দর ক্যাম্পের কমান্ডার সুবেদার আবুল কাশেম সমকালকে বলেন, ‘বুড়িমারী স্থলবন্দরের শূন্যরেখায় কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক করা হয়েছে। আমরা আটক ভারতীয়দের সকল ডকুমেন্ট সংগ্রহ করে বিএসএফকে দিয়েছি। তার জানিয়েছে ভারতীয় পুলিশের মাধ্যমে তথ্য নিয়ে শনিবার জানাবে। যদি ভারতীয় হয় তাহলে তারা ফেরত নেবে।’

উৎস: Samakal

কীওয়ার্ড: আস ম র

এছাড়াও পড়ুন:

বাংলাদেশে ঠেলে পাঠানো দুই ভারতীয়কে ফেরত দিল বিজিবি

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার চাপসার সীমান্তে জোর করে ঠেলে দেওয়া দুই ভারতীয় নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সন্ধ্যায় সীমান্তের ৩৪৯/৫ এস পিলার এলাকায় বিজিবি-বিএসএফের কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে দুই ভারতীয় দুই নাগরিককে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

তারা হলেন, পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা জেলার বাগদা থানার হরিহারপুর গ্রামের তাহাজুর মন্ডলের ছেলে ফজলে মন্ডল ও ফজলে মন্ডলের স্ত্রী তাছলিমা মন্ডল। তারা জানান, বিএসএফ জোর করে হুমকি দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দিয়েছে। আমরা ভারতীয় নাগরিক বারবার বলার পরেও কোনো কথা শোনেনি।

দিনাজপুর ৪২ বিজিবি জানায়, শনিবার ভোরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার চাপসার সীমান্তে নারী, শিশুসহ ২৩ জনকে পুশইন করে বিএসএফ। এর মধ্যে ১২ জন নারী, ৭ জন শিশু ও ৪ জন পুরুষ। পরে তারা বাংলাদেশ প্রবেশ করলে বিজিবি তাদের আটক করে। তাদের পরিচয় যাচাই-বাছাই করে দেখা যায়, ২৩ জনের মধ্যে ২ জন ভারতীয় নাগরিক। তারা স্বামী-স্ত্রী। এ কারণে বিএসএফের সাথে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত পাঠানো হয়েছে। বাকি ২১ বাংলাদেশিকে থানায় সোপর্দ করা হয়েছে।
 

সম্পর্কিত নিবন্ধ

  • বাংলাদেশি কিশোরকে ফেরত দিল বিএসএফ
  • বৃষ্টির মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে ঠেলে পাঠাল বিএসএফ
  • বৃষ্টির মধ্যেই মাসুদপুর সীমান্ত দিয়ে ২০ জনকে ঠেলে পাঠাল বিএসএফ
  • চাঁপাইনবাবগঞ্জ দিয়ে আরও ২০ জনকে ঠেলে দিল বিএসএফ
  • সীমান্তে ‘টিকটক’ করে জেলহাজতে দুই কলেজছাত্র
  • সীমান্তে টিকটক করে জেলহাজতে দুই কলেজছাত্র
  • বাংলাদেশে ঠেলে পাঠানো দুই ভারতীয়কে ফেরত দিল বিজিবি
  • সোনামসজিদ বন্দরে আমদানি কার্যক্রম স্বাভাবিক
  • ঈদের ছুটি শেষ হলেও সোনামসজিদ স্থলবন্দরে আসেনি আমদানি পণ্য
  • ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু