দেশের প্রধান সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে
Published: 10th, June 2025 GMT
দেশের প্রধান সব নদ ও নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ১১৬টি পর্যবেক্ষণাধীন পানি সমতল স্টেশনের মধ্যে ৯৭টির পানি কমেছে।
এছাড়া ১৭টি স্টেশনের পানি বেড়েছে। অপরিবর্তিত রয়েছে ২টি নদীর পানি। অববাহিকাভিত্তিক নদ-নদীর পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীতে পানির স্বাভাবিক জোয়ার বইছে।
আরো পড়ুন:
নড়াইলে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
হবিগঞ্জে নদীর পানি বিপৎসীমার উপরে, বাঁধে ধস
দেশের আবহাওয়া অধিদফতর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাসমূহের তথ্যানুযায়ী আগামী ৩ দিন বঙ্গোপসাগরে কোনো লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা নেই। এ সময় নদীর স্বাভাবিক জোয়ার থাকতে পারে।
এদিকে, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি কমছে, যা আগামী ৫ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। পরবর্তী ৪ দিন স্থিতিশীল থাকতে পারে। একইভাবে পদ্মা নদীর পানি হ্রাস পাচ্ছে এবং ৫দিন পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে।
অন্যদিকে, সুরমা ও কুশিয়ারা নদীর পানি কমছে, যা তিনদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া এসব নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।
ঢাকা/হাসান/সাইফ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প ন বন দ নদ ব পৎস ম র নদ র প ন
এছাড়াও পড়ুন:
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।
মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।