নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক এক নেতাকে ছাড়াতে গিয়ে ছোড়া গুলিতে যুবদল কর্মী নিহতের ঘটনায় অভিযুক্ত জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম ওরফে বাবুকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। আজ বুধবার দুপুরে ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী জাহিদুল ইসলামকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীদের প্রতি জাহিদুলের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

গতকাল মঙ্গলবার দুপুরে রূপগঞ্জের মাঝিপাড়া এলাকায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ভুলতা ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন ওরফে খোকাকে আটক করেন এলাকাবাসী। সেখানে ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক বাদল ভূঁইয়ার অনুসারী কর্মী-সমর্থকেরাও উপস্থিত ছিলেন। ওই ছাত্রলীগ নেতাকে বাদলের বাড়ির দিকে নিয়ে যাওয়ার সময় অনুসারীদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম। তখন জাহিদুল প্রভাব বিস্তার করে সাব্বিরকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে বাদলের অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষ শেষে এলাকা ছাড়ার সময় মাঝিপাড়া এলাকায় যুবদল কর্মী মামুন ভূঁইয়াকে গুলি করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে মামুন মারা যান। এ ঘটনায় ছাত্রলীগ নেতা সাব্বিরকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

আরও পড়ুনমৃত্যুর আগে স্ত্রী-সন্তানের থেকে বিদায় নিয়েছিলেন মামুন, স্ত্রী বোঝেননি শেষবিদায়২ ঘণ্টা আগে

এদিকে যুবদল কর্মীর মৃত্যুর ঘটনায় বাদল ভূঁইয়া বাদী হয়ে রাতে রূপগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলায় জাহিদুল ও সাব্বির হোসেনসহ ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৩ জনকে আসামি করা হয়। জাহিদুল মামুনকে একা পেয়ে লোকজন নিয়ে নিজ হাতে গুলি করেছে বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর থেকে জাহিদুল অভিযোগ অস্বীকার করে আসছেন।

আজ বুধবার বিকেলে মাঝিনা এলাকায় জানাজা শেষে মাঝিনা গোরস্তানে মামুন ভূঁইয়াকে দাফন করা হয়েছে। বিএনপি, যুবদল, ছাত্রদলসহ রাজনৈতিক নেতা-কর্মী ও স্থানীয় লোকজন জানাজায় অংশ নেন। এ সময় স্থানীয় বিএনপির নেতারা মামুন হত্যার বিচার দাবির পাশাপাশি আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধে দলীয় হস্তক্ষেপ কামনা করেন।

আরও পড়ুনছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নেওয়ার সময় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলিতে যুবদলকর্মী নিহত৬ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ছ ত রদল র ল ইসল ম য বদল

এছাড়াও পড়ুন:

গাজীপুরে বকেয়া বেতন ও কারখানা চালুর দাবিতে ঢাকায় শ্রমিকদের ‘ভুখা মিছিল’

গাজীপুরে বন্ধ হয়ে যাওয়া উইনটেক্স গ্লোভস কারখানা পুনরায় চালু ও শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে আন্দোলনের ১৭তম দিনে রাজধানীতে ভুখা মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শ্রমিকেরা।

মঙ্গলবার বেলা ১১টায় বিজয়নগরের শ্রম ভবনের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি পল্টন, প্রেসক্লাব, বিজয়নগর হয়ে পুনরায় শ্রম ভবনের সামনে এসে শেষ হয়। পরে সেখানে অবস্থান কর্মসূচিতে অংশ নেন আন্দোলনরত শ্রমিকেরা।

জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কাজী মো. রুহুল আমিন বলেন, ১৫ জুন বেআইনিভাবে কারখানা বন্ধ করা হয়। পরদিন ১৬ জুন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ডিআইজি, জেলা প্রশাসক এবং পরে শ্রম উপদেষ্টা ও শ্রমসচিবকে দুইবার লিখিতভাবে বিষয়টি জানিয়ে প্রতিকার চাওয়া হয়। আজ (বুধবার) ১৭তম দিন যাবৎ শ্রম ভবনের সামনে অবস্থান আন্দোলনের পর অদ্যাবধি তাঁরা কোনো উদ্যোগ নেননি, এমনকি শ্রমিকদের সাথে কথাও বলেননি, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

কাজী মো. রুহুল আমিন আরও বলেন, শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে শ্রমিকদের সুসম্পর্কের পরিবর্তে মুখোমুখি দাঁড়ানো কারও জন্যই মঙ্গল বয়ে আনবে না।

সমাবেশে অন্য বক্তারা বলেন, অতীতের সরকারগুলোর মতো বর্তমান সরকার যদি মালিক পুষে শ্রমিক মারার পথ অনুসরণ করে, তাহলে এর পরিণতি হবে ভয়াবহ।

সমাবেশে সভাপতিত্ব করেন উইনটেক্স গ্লোভস শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. তুহিন এবং সঞ্চালনা করেন শ্রমিকনেতা জালাল হাওলাদার। আরও বক্তব্য দেন শ্রমিকনেতা মুর্শিকুল ইসলাম শিমুল, সেকেন্দার হায়াত, আমিনুল ইসলাম প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ