যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে আশাবাদী ভারত
Published: 11th, June 2025 GMT
ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক নিয়ে চার দিনের রুদ্ধদ্বার আলোচনা শেষ হয়েছে। ভারতের সরকারি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কিছু কৃষিপণ্য ও শিল্পসামগ্রী যাতে ভারতের বাজারে ঢুকতে পারে, তার জন্য শুল্ক কমানো নিয়ে কথা হয়েছে। এ ছাড়া শুল্কের বাইরে অন্য বাধা শিথিল করা নিয়েই মূলত আলোচনা হয়েছে দুই দেশের।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ৯ জুলাই পারস্পরিক শুল্ক আরোপের ৯০ দিনের বিরতি শেষ হওয়ার আগেই দিল্লি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্যচুক্তিতে পৌঁছানোর বিষয়ে ‘আশাবাদী’। মঙ্গলবার ফরাসি দৈনিক লে ফিগারোকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। চার দিনের বেলজিয়াম ও ফ্রান্স সফরে রয়েছেন জয়শঙ্কর।
রয়টার্স জানায়, দুই দেশের স্বার্থে একটি চুক্তির কাজে এই আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। এ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছে ভারত। দুই দেশের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের এই বৈঠক ছিল রুদ্ধদ্বার। ভারতীয় দলের নেতৃত্বে ছিলেন রাজেশ আগরওয়াল, তাঁর সঙ্গে ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের পক্ষে বাণিজ্য দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন। দু’পক্ষই কাস্টমস ব্যবস্থায় উন্নতি ও বাণিজ্য সহযোগিতার ওপর জোর দিয়েছে।
সূত্র জানিয়েছে, শুল্ক নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলবে। যত তাড়াতাড়ি সম্ভব দ্বিপক্ষীয় বাণিজ্যচুক্তি করা হবে। এই মাসের শেষের মধ্যে দুই দেশ অন্তর্বর্তী চুক্তি করতে চাচ্ছে। ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এখন সুইজারল্যান্ডে আছেন। সেখানে তিনি ইউরোপীয় দেশগুলোর সঙ্গে বাণিজ্য নিয়ে কথা বলছেন।
পীযূষ জানিয়েছেন, ভারত আগে যে সব সমস্যা অপেক্ষাকৃত সরল, তা মেটাতে চাচ্ছে। তার পর জটিল সমস্যা নিয়ে আলোচনা হবে। সেপ্টেম্বর বা অক্টোবরে দ্বিপক্ষীয় বাণিজ্যচুক্তির সম্ভাবনা রয়েছে।
ভারত অনুরোধ করেছিল, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ১০ শতাংশ প্রাথমিক শুল্ক বসিয়েছেন, তা প্রত্যাহার করে নিতে। কিন্তু যুক্তরাষ্ট্র জানিয়ে দিয়েছে, যুক্তরাজ্যের সঙ্গে সম্প্রতি যে চুক্তি হয়েছে, তাতেও ১০ শতাংশ শুল্ক রাখা হয়েছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: য ক তর ষ ট র য ক তর ষ ট র র
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫