সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন পোর্টালে “আড়াইহাজারে বিএনপি নেতা আজাদের অনুরোধে ওয়ারেন্টভূক্ত ডাকাত সাইফুলকে ছেড়ে দিল পুলিশ” শিরোনামে প্রকাশিত সংবাদটি নিয়ে ভিন্নমত প্রকাশ করেছেন আড়াইহাজার থানার এএসআই আমিনুল ইসলাম। 

তিনি বলেন, সংবাদটি বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত । আমি সংবাদের উল্লিখিত সময়ে কোনো আসামি গ্রেপ্তার করিনি। ফলে বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদ জোর করে আসামি ছিনিয়ে নেওয়া কিম্বা অনুরোধের ঘটনা ঘটেনি। আমি এধরনের বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

এদিকে এ বিষয়ে বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির রাজনীতি করি।

আমার সাথে হাজার হাজার বিএনপি প্রেমী মানুষজন আসেন। হাজারো মানুষের ভিড়ে কে ডাকাত তা আমার পক্ষে সনাক্ত করা সম্ভব নয়। এই বিষয়ে আমি আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে অনুরোধ করার প্রশ্নই উঠে না।

বিরোধী পক্ষ আমাকে জড়িয়ে একটি ছবি সুপার এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন পোর্টালে অপপ্রচার চালাচ্ছে।

এধরনের মিথ্যা, ভিত্তিহীন, হীন উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে আমার ও জাতীয়তাবাদী দলের সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টার বিরুদ্ধে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

অপপ্রচারকারীদের সতর্ক করে দিয়ে বলতে চাই ভবিষ্যতে এধরনের মিথ্যা প্রচারণা চালানো হলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবো।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ব এনপ

এছাড়াও পড়ুন:

শেরপুরে মাদক মামলার আসামিকে ধরতে গিয়ে হামলায় এএসআইসহ আহত ৩

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে গিয়ে পুলিশের দুই সদস্যসহ তিনজন হামলার শিকার হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ওমর ফারুক, কনস্টেবল নাজমুল আহসান ও স্থানীয় বাসিন্দা শাহীন মিয়া।

এদিকে হামলার ঘটনায় করা মামলায় গতকাল মঙ্গলবার রাতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকার হাবিবুর রহমান (৫৫) ও জোহরা বেগম (৪৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বুরুঙ্গা পোড়াবাড়ি গ্রামের মাজম আলীর (৪০) বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে। গতকাল বিকেল গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করতে যায় নালিতাবাড়ী থানা-পুলিশের একটি দল। এ সময় মাজম আলীসহ কয়েকজন পোড়াবাড়ি এলাকায় একটি পরিত্যক্ত বাড়ির রান্নাঘরে বসে ইয়াবা কেনাবেচা করছিলেন। তখন দলটি অভিযানে গেলে আসামির স্বজনেরা লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালান। এতে ওই এএসআই ও কনস্টেবল আহত হন। আসামির স্বজনদের ঠেকাতে গিয়ে হামলার শিকার হন স্থানীয় বাসিন্দা শাহীন মিয়া। পরে তাঁদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাঁদের চিকিৎসা দেওয়া হয়েছে। আজ বুধবার সকাল পর্যন্ত সেখানে চিকিৎসা নিচ্ছেন ওমর ফারুক ও শাহীন মিয়া।

পুলিশ জানায়, হামলার ঘটনার পর গত রাতেই অভিযান চালিয়ে জড়িত সন্দেহে হাবিবুর ও জোহরাকে আটক করা হয়। পরে রাতে মামলার পর তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, এ ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

সম্পর্কিত নিবন্ধ

  • গোপালগঞ্জে ট্রাক-কাভার্ড ভ্যান সংঘর্ষ, নিহত ১
  • শেরপুরে মাদক মামলার আসামিকে ধরতে গিয়ে হামলায় এএসআইসহ আহত ৩