প্রতিটি দাম্পত্য জীবনে উত্থান-পতন থাকে। এমনকি সবচেয়ে প্রেমময় সম্পর্কেও কখনো কখনো অভিমান দানা বাঁধে। কিন্তু এই মুহূর্তগুলো কীভাবে সামলানো যায়, তা আমরা শিখতে পারি আমাদের প্রিয় মহানবী (সা.) এবং তাঁর স্ত্রী আয়েশা (রা.)-এর জীবন থেকে।

আয়েশা (রা.) ছিলেন রাসুল (সা.)-এর প্রিয় স্ত্রী এবং ইসলামের একজন মহান শিক্ষয়িত্রী, তিনিও মাঝেমধ্যে তাঁর স্বামীর প্রতি রাগ বা মন খারাপ অনুভব করতেন। কিন্তু তিনি কীভাবে তা প্রকাশ করতেন? আর রাসুল (সা.

) কীভাবে তাঁর সেই আবেগের মুখোমুখি হতেন?

আয়েশার (রা.) রাগের প্রকাশ

আয়েশা (রা.) ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী, প্রাণবন্ত ও স্পষ্টভাষী। একটি হাদিসে আয়েশা (রা.) নিজেই বর্ণনা করেছেন, রাসুল (সা.) তাঁর মেজাজ বুঝতে পারতেন। তিনি বলেন, ‘রাসুল(সা.) আমাকে বলতেন, ‘আমি জানি তুমি আমার ওপর খুশি আছ নাকি রাগ করেছ।’

আমি জিজ্ঞেস করতাম, ‘আপনি তা কীভাবে বোঝেন?’ তিনি বলতেন, ‘যখন তুমি খুশি থাকো, তখন বলো, “মুহাম্মাদের রবের কসম”, আর যখন রাগ করো, তখন বলো, “ইব্রাহিমের রবের কসম”।’ (সহিহ মুসলিম, হাদিস: ২,৪৪০)

এটি একটি দাম্পত্য সম্পর্কের কোমল মুহূর্ত। আয়েশা (রা.)-এর এই হালকা রাগের প্রকাশ ছিল সূক্ষ্ম কিন্তু মানবিক। তিনি রাসুলের (সা.)নাম এড়িয়ে ইব্রাহিম (আ.)-এর নাম ব্যবহার করতেন, যা তাঁর রাগের একটি নিরীহ প্রকাশ। বোঝা গেলো, রাগ বা মন খারাপ প্রকাশ করা স্বাভাবিক, কিন্তু তা হওয়া উচিত সম্মান ও সীমার মধ্যে।

আয়েশা (রা.) নিজেই বর্ণনা করেছেন, রাসুল (সা.) তাঁর মেজাজ বুঝতে পারতেন। তিনি বলেন, ‘রাসুল(সা.) আমাকে বলতেন, ‘আমি জানি তুমি আমার ওপর খুশি আছ নাকি রাগ করেছ।’আরও পড়ুনকীভাবে মহানবী (সা.)-কে ভালোবাসব২৭ এপ্রিল ২০২৫

নবীজির (সা.) অপূর্ব ধৈর্য

নবীজির (সা.) আচরণ ছিল এই গল্পের প্রকৃত শিক্ষা। তিনি স্ত্রীর রাগকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করতেন, কিন্তু কখনো তাঁকে তিরস্কার বা অপমান করতেন না। পরিবর্তে, তিনি তাঁর আবেগ বুঝতেন এবং কোমলভাবে তা সামাল দিতেন। রাসুল (সা.)–এর এই আচরণ আমাদের শেখায় কীভাবে দাম্পত্য জীবনে ধৈর্য ও সহানুভূতি বজায় রাখতে হয়।

একটি ঘটনায় আয়েশা (রা.) নবীজির (সা.)অন্য স্ত্রী সাফিয়া (রা.)-এর উচ্চতা নিয়ে হালকা মন্তব্য করেছিলেন। এটি ছিল একটি মানবিক দুর্বলতার প্রকাশ, কিন্তু নবীজি (সা.)তাঁকে কঠোরভাবে তিরস্কার করেননি। তিনি শুধু বলেছিলেন, ‘তুমি এমন কথা বলেছ, যা সমুদ্রের পানিতে মিশলে তা বিষাক্ত করে দিত।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৪,৮৮২)

এ কথায় তিনি আয়েশা (রা.)-কে তাঁর ভুলটুকু বুঝিয়ে দিয়েছিলেন, কিন্তু তাঁর সম্মান বজায় রেখেছিলেন।

আয়েশা (রা.) ২ হাজার ২১০টি হাদিস বর্ণনা করেছেন, যা তাঁর অগাধ জ্ঞান ও বুদ্ধির পরিচয় দেয়। তিনি তাফসির, ফিকহ, আরবি সাহিত্য এবং ইতিহাসে পারদর্শী ছিলেন।

ঈর্ষার মুহূর্তে রাসুলের (সা.)কোমলতা

আরেকটি ঘটনায় আয়েশা (রা.) নবীজির (সা.) অন্য স্ত্রীর পাঠানো খাবারের থালা ভেঙে ফেলেছিলেন ঈর্ষার বশে। এটি ছিল একটি বিব্রতকর মুহূর্ত, কারণ সাহাবিরা উপস্থিত ছিলেন।

কিন্তু নবীজি (সা.) কী করলেন? তিনি রাগ করেননি বা আয়েশা (রা.)-কে অপমান করেননি। পরিবর্তে তিনি শান্তভাবে ভাঙা থালার টুকরো সংগ্রহ করলেন এবং নিজের থালা দিয়ে খাবার পাঠিয়ে দিলেন। এরপর তিনি আয়েশা (রা.)-এর দিকে ইঙ্গিত করে হেসে বললেন, ‘তোমাদের মা ঈর্ষান্বিত হয়েছেন।’ (সহিহ বুখারি, হাদিস: ৫,২২৫)

এ ঘটনা আমাদের শেখায়, রাগ বা ঈর্ষার মুহূর্তে কীভাবে শান্ত থাকতে হয়। নবীজি (সা.) তাঁর স্ত্রীর আবেগকে মেনে নিয়েছিলেন। তিনি তাঁর আচরণ দিয়ে দেখিয়েছেন, একটি সম্পর্কে ভালোবাসা ও বোঝাপড়া কতটা গুরুত্বপূর্ণ।

আরও পড়ুনকঠিন সময়ে মহানবী (সা.)-এর জয়ের কৌশল১১ মে ২০২৫

আয়েশার শিক্ষা ও রাসুলের প্রভাব

হজরত আয়েশা (রা.) ছিলেন একজন অসাধারণ নারী। তিনি ২ হাজার ২১০টি হাদিস বর্ণনা করেছেন, যা তাঁর অগাধ জ্ঞান ও বুদ্ধির পরিচয় দেয়। তিনি তাফসির, ফিকহ, আরবি সাহিত্য এবং ইতিহাসে পারদর্শী ছিলেন।

সাহাবিরাও তাঁর কাছে পরামর্শ নিতেন। কিন্তু তাঁর এই মানবিক দিক—রাগ, ঈর্ষা বা মন খারাপ—তাঁকে আমাদের কাছে আরও কাছের করে তোলে। তিনি আমাদের দেখান, আবেগ প্রকাশ করা স্বাভাবিক, কিন্তু তা নিয়ন্ত্রণ করা শিক্ষার বিষয়।

রাসুল (সা.) তাঁকে এই শিক্ষা দিয়েছিলেন। তিনি তাঁর তরুণ মনকে বুঝতেন এবং তাঁর ভুলগুলো সংশোধন করতেন কোমলভাবে। যখন আয়েশা (রা.) কিছু ইহুদির প্রতি অভিশাপ দিয়েছিলেন তাঁদের অভিবাদনের ভুলের জন্য, নবীজি (সা.) তাঁকে বলেছিলেন, ‘তুমি কেন তাদের অভিশাপ দিলে? আমি তো শুধু তাদের অভিবাদন ফিরিয়ে দিয়েছি।’ (সহিহ বুখারি, হাদিস: ৬০৪৪)

মহানবী (সা.) ছিলেন সবার জন্য রহমত এবং তাঁর দাম্পত্য জীবন আমাদের জন্য একটি আলোকবর্তিকা। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে একজন রাসুল (সা.), যিনি তোমাদের কষ্টে ব্যথিত হন, তোমাদের কল্যাণের জন্য আগ্রহী এবং মুমিনদের প্রতি স্নেহশীল ও দয়ালু।’ (সুরা তাওবা, আয়াত: ১২৮)

আরও পড়ুনমহানবী (সা.) যেভাবে সমালোচনা মোকাবেলা করতেন০৯ মে ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কর ছ ন র প রক প রক শ আম দ র র জন য র গ কর করত ন

এছাড়াও পড়ুন:

সিরিজের শেষ ম্যাচে নেই স্টোকস, দায়িত্বে পোপ

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি ঘিরে উত্তেজনা এখন চূড়ান্তে। ২-১ ব্যবধানে সিরিজে ইংল্যান্ড এগিয়ে থাকলেও পঞ্চম ও শেষ টেস্টটি একটি পরিণতির লড়াই হিসেবে সমাসন্ন। তবে ঠিক এই সময়েই বড় দুঃসংবাদ এসে আঘাত হেনেছে ইংলিশ ড্রেসিংরুমে। ইনজুরিতে পড়ে সিরিজ নির্ধারণী ওভাল টেস্ট থেকে ছিটকে গেছেন অধিনায়ক বেন স্টোকস।

বুধবার (৩০ জুলাই) ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আনুষ্ঠানিকভাবে জানায়, ওভালে মাঠে নামা হচ্ছে না স্টোকসের। ম্যানচেস্টারে চতুর্থ টেস্টে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের মাধ্যমে ম্যাচসেরা হয়েছিলেন তিনি। ব্যাটে-বলে সমান পারদর্শী স্টোকস ছিলেন দলের ভারসাম্য ধরে রাখার অন্যতম স্তম্ভ। তার অনুপস্থিতি তাই শুধু একজন খেলোয়াড়কে হারানো নয়, বরং একটি জয়ের প্রত্যয়ের বড় চ্যাপ্টারও হারানো।

এই ম্যাচে অধিনায়কের দায়িত্ব সামলাবেন ওলি পোপ। যিনি প্রথমবারের মতো সিরিজ নির্ধারণী ম্যাচে নেতৃত্ব দেবেন জাতীয় দলের।

আরো পড়ুন:

শেষ ম্যাচের আগে ভারতের শিবিরে ধাক্কা, বিশ্রামে বুমরাহ

ওভাল টেস্টের ইংল্যান্ড দল ঘোষণা, ওভারটনের প্রত্যাবর্তন

স্টোকস ছাড়াও ওভাল টেস্টে দেখা যাবে না জোফরা আর্চার, ব্রাইডন কার্স ও লিয়াম ডসনকে। চোট ও ফিটনেস ইস্যুর কারণে তারা বাদ পড়েছেন স্কোয়াড থেকে।

অবশ্য একাদশে ফিরেছেন দুই পরিচিত মুখ জশ টাঙ ও জেমি ওভারটন। বিশেষ নজর কেড়েছেন গাস অ্যাটকিনসন। যিনি জিম্বাবুয়ের বিপক্ষে মে মাসে খেলার পর হ্যামস্ট্রিংয়ের চোটে ছিলেন মাঠের বাইরে। সারে কাউন্টির হয়ে ফের মাঠে ফিরে জায়গা পেয়েছেন জাতীয় দলে। ইংল্যান্ডের পেস বিভাগে তার উপস্থিতি বাড়াবে গতি ও ধার।

চলতি সিরিজে ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ উইকেট নিয়েছেন বেন স্টোকস। চার ম্যাচে তার ঝুলিতে ১৭ উইকেট। ম্যানচেস্টার টেস্টে ভারতের প্রথম ইনিংসে ৫ উইকেট শিকার ও ব্যাটে সেঞ্চুরি করে একাই ম্যাচের মোড় ঘুরিয়েছিলেন। লর্ডসেও দুই ইনিংস মিলিয়ে রান করেছেন ৭৭, নিয়েছেন আরও পাঁচ উইকেট।

তাই ইংলিশ শিবির শুধু একজন ব্যাটার বা একজন বোলার হারায়নি, তারা হারিয়েছে একজন পূর্ণাঙ্গ ম্যাচ উইনারকে। স্টোকসের মতো একজন অলরাউন্ডার যিনি প্রয়োজনের সময় ছায়ার মতো আক্রমণে নেতৃত্ব দেন এবং ব্যাট হাতে গড়েন ম্যাচের ভিত, তার অভাব যে দলকে নাড়া দেবে, তা বলার অপেক্ষা রাখে না।

শেষ ম্যাচে ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ:
জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, ওলি পোপ (অধিনায়ক), জো রুট, হ্যারি ব্রুক, জ্যাকব বেথেল, জেমি স্মিথ (উইকেটকিপার), ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, জেমি ওভারটন ও জশ টাঙ।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • রাবিতে আ.লীগ ট্যাগ দিয়ে চিকিৎসা কর্মীকে বিবস্ত্র করে মারধর
  • শিক্ষার গতিপথ ও উন্নয়ন নিয়ে ঢাবিতে সেমিনার
  • ইরানের সঙ্গে সংঘাত: ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা দিতে সৌদি সরকারকে অনুরোধ করেছিল যুক্তরাষ্ট্র
  • সিরিজের শেষ ম্যাচে নেই স্টোকস, দায়িত্বে পোপ
  • শিশু ছাত্রীকে যৌন নির্যাতন, মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা 
  • ‘আমি কী অপরাধ করেছি’— সবাই জানেন শিরোনামটা...
  • নারীদের নিয়ে বারে ‘অগ্রহণযোগ্য’ আচরণ, আমিরাতের ক্ষোভে রাষ্ট্রদূতকে ফেরত নিচ্ছে ইসরায়েল
  • অফিসে প্রেম করার আগে জেনে রাখুন
  • টিনএজ সিনড্রোম: ভবিষ্যৎ প্রজন্মের এক নীরব সংকট
  • যে ৬টি সীমারেখা একজন পুরুষকে নারীর কাছে আকর্ষণীয় করে তোলে