নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজামের ঘনিষ্ঠ সহচর যুবলীগ নেতা তারেক হাসান শুভ বর্তমানে এনায়েতনগর ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার এই হঠাৎ রূপান্তর নিয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।

সূত্র জানায়, একসময় আওয়ামী যুবলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত তারেক হাসান শুভ জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলনে সরাসরি হামলার সঙ্গে যুক্ত ছিলেন। ক্ষমতার পালাবদলের পর হঠাৎ করেই নিজের রাজনৈতিক অবস্থান পাল্টে তিনি হয়ে ওঠেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের ঘনিষ্ঠ কর্মী।

জাকির খানের মুক্তির আগে শুভ এলাকায় তার মুক্তির দাবিতে একাধিক সভা করেন। পরবর্তীতে জাকির মুক্তি পেলে শুভ তার সঙ্গে দেখা করে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন এবং নিজেকে জাকির খানের অনুসারী হিসেবে উপস্থাপন করতে থাকেন। ফলে আওয়ামী লীগের ছাপ মুছে গিয়ে তিনি হয়ে ওঠেন বিএনপি ঘরানার কর্মী।

এছাড়াও জানা গেছে, তারেক হাসান শুভ একসময় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সদস্য ও ১৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান মনিরের পিএস হিসেবে কাজ করতেন। এ সময়ে শুভ ছিলেন ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা ইমরান হোসেন জিসানের ঘনিষ্ঠ বন্ধু ও সহচর।

জিসান পূর্বে কৃষক শ্রমিক জনতা লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও পরে ফতুল্লা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আঃ মান্নানের মাধ্যমে শুভসহ ছাত্রলীগে যোগ দেন।

সূত্র মতে, ছাত্রলীগে যোগদানের পর জিসান কাউন্সিলর মনিরুজ্জামান মনিরের পিএস পদে আসীন হন। এ সুযোগে সরকারি গরীব মানুষের জন্য বরাদ্দ টিসিবি পণ্য শুভের মাধ্যমে বাজারে বিক্রির অভিযোগও রয়েছে।

তারেক হাসান শুভর এভাবে একাধিক রাজনৈতিক পরিচয় বদলে গুরুত্বপূর্ণ পদে আসীন হওয়া নিয়ে স্থানীয় রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এতে করে জনগণের মধ্যে রাজনৈতিক দলের প্রতি আস্থা দুর্বল হতে পারে।

উল্লেখ্য, তারেক হাসান শুভকে সভাপতি, সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং সাজ্জাদ হোসেন হৃদয়কে সাংগাঠনিক সম্পাদক মনোনীত করে এনায়েতনগর ইউনিয়ন মৎস্য জীবী দলের ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: য বল গ ব এনপ ন র য়ণগঞ জ র জন ত ক আওয় ম

এছাড়াও পড়ুন:

সোনারগাঁয়ের কাইকারটেক হাটে নির্বাচনী প্রচারণায় মামুন মাহমুদ 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের কাইকারটেক রোববার (২ নভেম্বর) সাপ্তাহিক হাটে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা করেছেন জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ। এই হাট শত বছরের পুরনো এবং হাটের দিন কয়েক হাজার মানুষের সমাগম ঘটে।
প্রচারণার সময়ে তাঁর সঙ্গে ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জামাল উদ্দিন, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন,  ৯ নং ওয়ার্ড গাজী নুরুজ মিয়া, সাধারন সম্পাদক সিরাজ উদ্দিন, কৃষক দলের সোনারগাঁ উপজেলার যুগ্ম আহবায়ক কাজী সিরাজুল ইসলাম, কৃষক দল নেতা দুলাল, কাজী এনামুল হক রবিন, নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক কাজী তারেক আহমেদ লিওন, সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স কলেজের অধ্যাপক মাহবুবুর রহমান, প্রভাষক রোমানা জাহান বন্যা, রোজিনা আক্তার, ফরিদা আক্তার, মহসিন সরকার প্রমূখ।


দুপুর আড়াইটায় জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অসুস্থ হাবিবুর রহমান হাবিব এর দলদার গ্রামের বাসভবনে গিয়ে অধ্যাপক মামুন মাহমুদ কুশল বিনিময় এবং পরিবারের খোঁজ খবর নেন। এসময়ে জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল ও অধ্যাপক মাহবুবুর রহমান অধ্যাপক মামুন মাহমুদ এর সঙ্গে ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ

  • ভবিষ্যৎ দেখতে চাই তারুণ্যের আয়নায়: হানিফ সংকেত
  • বাবুল’র উদ্যোগে ৩০০ শয্যা হাসপাতালের পরিচ্ছন্ন কার্যক্রম চলমান
  • আড়াইহাজারবাসী ও বিএনপির নেতাকর্মীদের আজাদের বিশেষ বার্তা
  • যে কারণে নারায়ণগঞ্জ-৪ খালি রাখলো বিএনপি
  • ফুটবলার থেকে রাজনীতিক: বিএনপির মনোনয়ন পেলেন আমিনুল হক
  • বিএনপি কৃষকদের ফারমার্স কার্ড দিবে : সাখাওয়াত
  • তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বন্দরে মহানগর বিএনপির কৃষক সভা
  • ১১২ টাকায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনে চাকরি পেলেন ১৪ জন
  • কৃষি বিবর্তনের গল্প বলে যে জাদুঘর
  • সোনারগাঁয়ের কাইকারটেক হাটে নির্বাচনী প্রচারণায় মামুন মাহমুদ