চট্টগ্রামের মিরসরাইয়ে ভারী বর্ষণে সৃষ্ট পাহাড়ি ঢলের তোড়ে ধসে পড়েছে বেইলি সেতু। আজ শনিবার বেলা সাড়ে তিনটায় মিরসরাই পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে মিরসরাই চাঁদপুর গোভানিয়া-ফটিকছড়ি সড়কে গোভানিয়া ছড়ার ওপর নির্মিত সেতুটির এক পাশ ধসে পড়ে। এর পর থেকে মিরসরাই পৌরসভা থেকে ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট বাজারকে সংযুক্ত করা গুরুত্বপূর্ণ এই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। কিছুদিন আগে সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সাইনবোর্ড ঝুলিয়েছিল মিরসরাই পৌরসভা কর্তৃপক্ষ।

আজ বিকেল চারটায় সরেজমিনে দেখা যায়, গোভানিয়া ছড়ার তীব্র স্রোতে বেইলি সেতুর উত্তর পাশের অংশের গোড়ায় মাটি সরে গেছে। এর ফলে সেতুর ওই অংশ ছড়ায় ধসে পড়েছে। ধসে পড়া সেতুটি দেখতে দুই পাশে ভিড় করছেন উৎসুক মানুষ। ঝুঁকিপূর্ণ হলেও কেউ কেউ হেঁটে যাচ্ছেন কাত হয়ে যাওয়া সেতুর ওপর দিয়ে।

সেতু এলাকায় কথা হয় মিরসরাই পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো.

মনিরুল ইসলামের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, মিরসরাই চাঁদপুর গোভানিয়া-ফটিকছড়ি সড়কের গোভানিয়া ছড়ার ওপর এই বেইলি সেতুটি বেশ গুরুত্বপূর্ণ। ফটিকছড়ি উপজেলার সঙ্গে মিরসরাই উপজেলার মানুষের যোগাযোগের প্রধান সড়ক এটি। এই সড়ক পথে যাত্রী পরিবহন ছাড়াও পাহাড়ি বাঁশ-কাঠ, লেবু, মৌসুমি ফল ও সবজি আনা–নেওয়া করা হয়। বেইলি সেতুটি ভেঙে গাড়ি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আম–কাঁঠাল ও আনারস পাকার এই মৌসুমে বাগানমালিক ও ফল ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে মিরসরাই পৌরসভার প্রশাসক মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘মিরসরাই পৌরসভা এলাকায় গোভানিয়া ছড়ার ওপর বেইলি সেতুটি ধসে পড়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি জেনেছি। মিরসরাই চাঁদপুর গোভানিয়া-ফটিকছড়ি সড়কটি সড়ক ও জনপদ বিভাগের আওতাধীন। বেইলি সেতু ধসে পড়ার বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে।’

এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগ চট্টগ্রাম জেলার উপবিভাগীয় প্রকৌশলী (সীতাকুণ্ড) মোহাম্মদ ফারহান প্রথম আলোকে বলেন, ‘মিরসরাই চাঁদপুর গোভানিয়া-ফটিকছড়ি সড়কের মিরসরাই পৌরসভা এলাকায় গোভানিয়া ছড়ার ওপর বেইলি সেতুটি ছড়ায় ধসে পড়ার খবর পেয়েছি। আগামীকাল সকাল থেকে সেতুটি মেরামতের কাজ শুরু হবে।’

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম রসর ই প রসভ ম রসর ই চ উপজ ল

এছাড়াও পড়ুন:

ঢাকাসহ ১৫ জেলায় নতুন ডিসি

ঢাকা, খুলনা, গাজীপুর, বগুড়া, নোয়াখালীসহ ১৫ জেলায় নতুন জেলা প্রশাসককে (ডিসি) দায়িত্ব দেওয়া হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন শনিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় ছয়জন ডিসিকে অন্য জেলায় বদলি এবং উপ সচিব পদ মর্যাদার নয়জন কর্মকর্তাকে নয়টি জেলায় ডিসির দায়িত্ব দিয়ে আদেশ জারি করেছে।

যে ছয় জেলার ডিসিকে অন্য জেলায় বদলি করা হয়েছে তাঁরা হলেন- বরগুনার ডিসি মোহাম্মদ শফিউল আলমকে ঢাকায়, বাগেরহাটের ডিসি আহমেদ কামরুল হাসানকে নোয়াখালীতে, কুষ্টিয়ার আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে হবিগঞ্জে, ভোলার মো. আজাদ জাহানকে গাজীপুরে, সিরাজগঞ্জের মুহাম্মদ নজরুল ইসলামকে গাইবান্ধায় এবং খুলনার মো. তৌফিকুর রহমানকে বগুড়ার ডিসি করা হয়েছে।

এ ছাড়া সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহকে বরগুনার, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সচিব (উপসচিব) মো. আমিনুল ইসলামকে সিরাজগঞ্জের, বাণিজ্য উপদেষ্টার একান্ত সচিব মো. আব্দুল্লাহ আল মাহমুদকে মাগুরার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবু সাঈদকে পিরোজপুরের, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পাবনা জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা আফরোজা আখতারকে সাতক্ষীরার, স্থানীয় সরকার ফেনীর উপপরিচালক (উপসচিব) গোলাম মো. বাতেনকে বাগেরহাটের, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) একান্ত সচিব স. ম. জামশেদ খোন্দকারকে খুলনার, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক মো. ইকবাল হোসেনকে কুষ্টিয়ার এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব শামীম রহমানকে ভোলার জেলা প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে।

অপরদিকে হবিগঞ্জের জেলা প্রশাসক ফরিদুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব, মাগুরার জেলা প্রশাসক ওহিদুল ইসলামকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদকে খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদকে স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব, পিরোজপুরের মোহাম্মদ আশরাফুল আলম খানকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব, বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজাকে বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব, ঢাকার জেলা প্রশাসক তানভীর আহমেদকে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ