গাজীপুরের গাছা থানায় দায়ের করা তিনটি হত্যা মামলায় সাবেক শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে গাজীপুর আদালতে নেওয়া হয়েছে। 

রবিবার (২২ জুন) সকাল ১০টায় গাজীপুর মেট্রোপলিটন আদালত-৩ এ হাজির করা হয় তাদের। পরে আদালতের বিচারক ওমর হায়দার তাদের নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানের সময় গাজীপুরের গাছা এলাকায় ছয় জন নিহত হন। এ ঘটনায় মেট্রোপলিটন গাছা থানায় আলাদা আলাদা তিনটি হত্যা মামলা দায়ের করা হয়।

ওই থানায় দায়ের করা অপর একটি মামলায় গ্রেপ্তার দেখাতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রবিবার সকালে কারাগার থেকে পুলিশ প্রিজন ভ্যানে করে কড়া নিরাপত্তার আদালতে হাজির করা হয়। 

গাজীপুর মেট্রোপলিটন আদালতের পরিদর্শক আহসান উল্লাহ চৌধুরী বলেন, “সকালে তাদের কারাগার থেকে গাজীপুর আদালতে নিয়ে আসা হয়। পরে তাদের সকাল দশটায় বিচারকের কাছে হাজির করা হলে গাজীপুর মহানগরীর গাছা থানায় দায়ের করা নতুন একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।”

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.

আমিনুল ইসলাম বলেন, “আদালতের শুনানি শেষে আসামিদের ফের পুলিশের নিরাপত্তায় কারাগারে পাঠানো হয়েছে।”

ঢাকা/রেজাউল/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

শিবচরে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

মাদারীপুরের শিবচরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মমিনউদ্দীন খান (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (৮ আগস্ট) উপজেলা বন্দরখোলা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মমিনউদ্দীন খান উপজেলার চর বাচামারা এলাকার মৃত সোনামদ্দিন খানের ছেলে। শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মমিন উদ্দিন বন্দরখোলা বাসস্ট্যান্ড এলাকা দিয়ে এক্সপ্রেসওয়ে পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।

আরো পড়ুন:

কুড়িগ্রামে ট্রাকচাপায় ওষুধ ব্যবসায়ী নিহত

চাঁদপুরে পিকআপ চাপায় ২ বন্ধু নিহত

স্থানীয় বাসিন্দাদের সহায়তায় হাইওয়ে পুলিশ আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ঘাতক বাসটি আটক করে নিজেদের হেফাজতে নিয়েছে।

ঢাকা/বেলাল/রাজীব

সম্পর্কিত নিবন্ধ