চুয়াডাঙ্গায় যৌথ অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া যুবদল নেতা মিলন আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি চুয়াডাঙ্গা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। গতকাল সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো জাতীয়তাবাদী যুবদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মিলন আলীকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। সিদ্ধান্তটিতে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সই করেছেন। বহিষ্কৃত নেতার কোনো অপকর্মের দায় দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সেনাবাহিনীর চুয়াডাঙ্গা ক্যাম্প ও সদর থানা-পুলিশ গত শনিবার ভোরে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়ার এতিমখানা রোডের বাসা থেকে মিলন আলীকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি ৯ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন, একটি গুলি, চারটি চাপাতি, একটি চায়নিজ ছুরি, একটি রামদা ও পাঁচটি মুঠোফোন সেট উদ্ধার করা হয়।

মিলন আলী চুয়াডাঙ্গা পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল হোসেনের ছেলে। তাঁকে অস্ত্র আইনে করা মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান বলেন, মিলন আলীর বিরুদ্ধে অস্ত্র আইনের মামলার পাশাপাশি সরকারি কাজে বাধা ও চাঁদাবাজির অভিযোগে থানায় আরও দুটি মামলা রয়েছে। ঢাকার বংশাল থানায় তাঁর নামে আরও একটি মামলা আছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: য বদল

এছাড়াও পড়ুন:

রাজধানীতে বিইভিএমএক্স ২০২৫ প্রদর্শনী অনুষ্ঠিত

সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের আয়োজনে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী ‘বিইভিএমএক্স ২০২৫ এবং বিমেক্স ২০২৫’ শীর্ষক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বিইভিএমএক্স ২০২৫ প্রদর্শনীতে ছিল দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলোর ইলেকট্রিক গাড়ি, বাইক, স্কুটার, চার্জিং সলিউশন, স্মার্ট মোবিলিটি, এনার্জি স্টোরেজ, ব্যাটারি প্রযুক্তি, গ্রিন প্রযুক্তি এবং বিমেক্স ২০২৫ প্রদর্শনীতে থাকছে মেডিকেল প্রযুক্তি, হাসপাতাল সরঞ্জাম, ল্যাব ইকুইপমেন্ট, বায়োটেকনোলজি, ডায়াগনস্টিক, ফার্মাসি, হাসপাতাল অবকাঠামো, স্বাস্থ্যসেবা, আইটি সরঞ্জামসহ আরও অনেক কিছু।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. খোরশেদ আলম, সভাপতি, বাংলাদেশ-চীন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মো. শেখ আমিনুদ্দিন, প্রধান নির্বাহী কর্মকর্তা, আকিজ মোটরস, মো. শরীফ উদ্দিন আহমেদ, সভাপতি, বাংলাদেশ মেডিকেল ইনস্ট্রুমেন্টস অ্যান্ড হসপিটাল ইকুইপমেন্ট ডিলারস অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিএমআইএইচইডিএমএ), মো. মাহফুজ হাসান, সহসভাপতি, বাংলাদেশ মেডিকেল ইকুইপমেন্ট ইম্পোর্টার্স অ্যান্ড সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশন (বিএমইআইএসএ), লি শিয়াও, পরিচালক, ইউনান কমার্শিয়াল রিপ্রেজেন্টেটিভ অফিস ইন বাংলাদেশ এবং মো. ফায়জুল আলম, ব্যবস্থাপনা পরিচালক, সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড।

প্রদর্শনীতে সেমিনার ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়েছে, যেখানে বাংলাদেশের এবং আন্তর্জাতিক মেরিটাইম শিল্পের শীর্ষ ব্যক্তিরা অংশ নেন। এই প্রদর্শনী ৬ থেকে ৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সব দর্শকের জন্য উন্মুক্ত ছিল। বিজ্ঞপ্তি

সম্পর্কিত নিবন্ধ