এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের নতুন চমকে সাজানো দল ঘোষণা
Published: 24th, June 2025 GMT
আগামী মার্চে অস্ট্রেলিয়ায় বসতে চলেছে নারী এশিয়ান কাপের ২১তম আসর। তার আগেই শুরু হচ্ছে বাছাইপর্ব। যেখানে বাংলাদেশের মেয়েরা লড়বে ‘সি’ গ্রুপে। এই লক্ষ্যে তৈরি হয়েছে নতুন চেহারার নারী জাতীয় ফুটবল দল। যেখানে জায়গা পেয়েছেন অভিজ্ঞরাও। আবার ফিরেছেন পুরনো মুখ।
আজ মঙ্গলবার (২৪ জুন) রাতে মিয়ানমারের উদ্দেশে রওনা দেওয়ার আগে দুপুরেই ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে বাফুফে (বাংলাদেশ ফুটবল ফেডারেশন)। এই দলে তিনটি পরিবর্তন এনে কিছু চমকও রেখেছেন কোচ পিটার বাটলার।
দল থেকে বাদ পড়েছেন গোলকিপার মেঘলা রানী ও ফেরদৌসী আক্তার এবং মিডফিল্ডার শান্তি মার্ডি। তাদের জায়গায় দলে ঢুকেছেন মিলি আক্তার, স্বর্ণা রানী এবং ডিফেন্ডার নিলুফা ইয়াসমিন।
আরো পড়ুন:
কোচ কাবরেরার পদত্যাগ দাবি, অনিশ্চয়তায় ভবিষ্যৎ
হামজা-শমিত-ফাহমিদুলকে রেখে বাংলাদেশের দল ঘোষণা
ডিফেন্সকে শক্তিশালী করতে মিডফিল্ড থেকে একজন কমিয়ে নেয়া হয়েছে নিলুফাকে। যিনি আগে দলে থাকলেও খেলার সুযোগ পাননি। এবার দীর্ঘ বিরতি শেষে ফিরলেন জাতীয় দলে।
গোলকিপার মিলি আক্তার সর্বশেষ খেলেছিলেন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। আর স্বর্ণা রানী ফিরেছেন ২০২২ সালের এশিয়ান গেমসের অভিজ্ঞতা নিয়ে। অভিজ্ঞতা ও কার্যকর ভূমিকায় বিশ্বাস রেখেই তাদের দলে নেওয়া হয়েছে।
‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ তিনটি দেশ— বাহরাইন, স্বাগতিক মিয়ানমার ও তুর্কমেনিস্তান। বাংলাদেশের ম্যাচ শুরু হবে ২৯ জুন। যেখানে প্রথম প্রতিপক্ষ বাহরাইন। এরপর ২ জুলাই মিয়ানমারের বিপক্ষে মাঠে নামবে দলটি। আর ৫ জুলাই মুখোমুখি হবে তুর্কমেনিস্তানের।
সরাসরি চূড়ান্ত পর্বে অংশ নিচ্ছে আয়োজক অস্ট্রেলিয়া ছাড়াও গত আসরের তিন সেরা দল— চীন, দক্ষিণ কোরিয়া ও জাপান। বাকি আটটি দল নির্ধারিত হবে আট গ্রুপের চ্যাম্পিয়নদের মাধ্যমে।
বাংলাদেশের স্কোয়াড:
গোলরক্ষক: রুপনা চাকমা, মিলি আক্তার ও স্বর্ণা রানী।
ডিফেন্ডার: শিউলি আজিম, শামসুন্নাহার (সিনিয়র), আফঈদা খন্দকার, জয়নব বিবি ও নিলুফা ইয়াসমিন।
মিডফিল্ডার: মনিকা চাকমা, মারিয়া মান্ডা, মুনকি আক্তার, স্বপ্না রানী, কোহাতি কিসকু ও হালিমা আক্তার।
ফরোয়ার্ড: ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার (জুনিয়র), মোসাম্মত সাগরিকা, শাহেদা আক্তার, সুরভী আকন্দ, মোসাম্মত সুলতানা, নবীরণ খাতুন ও উমেলা মারমা।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
লক্ষ্মীপুরে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার
লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র, ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিন যুবকের মধ্যে দুজন ভাই। তাঁরা হলেন পশ্চিম লক্ষ্মীপুর এলাকার মনির হোসেনের ছেলে আহম্মদ ফারুক ও আহম্মদ আল আরেফিন। গ্রেপ্তার অপরজন হলেন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বাঞ্ছানগর এলাকার তোফায়েল আহম্মদের ছেলে আহসান আহম্মেদ।
পুলিশ জানায়, অভিযানে ওই বাসা থেকে ২টি এলজি, ৩টি রামদা, ৫টি চাকু, ১টি পিস্তলের ম্যাগাজিন, ২দুটি গুলি, ৮৩টি ইয়াবা বড়ি, সেনাবাহিনীর ইউনিফর্ম ও ৩৬ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া ৪টি খাতা উদ্ধার করা হয়েছে। এসব খাতায় মাদক ব্যবসার হিসাব রাখা হতো।
জানতে চাইলে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ প্রথম আলোকে বলেন, এ ঘটনায় লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক সোহেল রানা বাদী হয়ে মামলা করেছেন। অভিযানে আটক তিনজনকে মামলাটিতে গ্রেপ্তার দেখানো হয়েছে।