২০০৫ সালে পরিবারের সঙ্গে যখন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান, নাভেদ পারভেজের বয়স তখন মোটে ১৩ বছর। দেশ থেকে যুক্তরাষ্ট্র সম্পর্কে যেমনটা শুনে গিয়েছিলেন, সেখানে গিয়ে দেখেন উল্টো। টিকে থাকতে তাঁর পরিবারকে অনেক সংগ্রাম করতে হয়েছে। পড়াশোনার পাশাপাশি বন্ধুদের সঙ্গে হিপহপ, র‌্যাপ ইত্যাদি ধারার পশ্চিমা সংগীত শুনতেন। তবে তাঁর মন পড়ে ছিল বাংলাদেশের গানে। হাবিব ওয়াহিদের কৃষ্ণ, মায়া এবং ফুয়াদ আল মুক্তাদিরের রি/ইভল্যুশন, ভেরিয়েশন নং.

২৫ অ্যালবামে নিজের ভালো লাগা খুঁজে পান নাভেদ। অ্যালবামের গানগুলো তাঁকে সংগীত পরিচালক হওয়ার স্বপ্ন দেখায়। বড় ভাইয়ের কাছে কি-বোর্ডের বায়না ধরেন। ছোট ভাইয়ের মধ্যে সংগীতের তুমুল আগ্রহ দেখে বড় ভাই কিনেও দেন।

স্টুডিওতে নাভেদ পারভেজ

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নোয়াখালীতে আগুনে পুড়ল ১১টি দোকান ও একটি কারখানা

নোয়াখালীর সেনবাগে একটি কাঠের আসবাবপত্র তৈরির কারখানা, গোডাউনসহ অন্তত ১১টি দোকান আগুনে পুড়ে গেছে। শনিবার (৯ আগস্ট) রাত ১টার দিকে উপজেলার সেবারহাট বাজারে ঘটনাটি ঘটে। 

ফায়ার সার্ভিসের সেনবাগ, চৌমুহনী ও মাইজদীর পাঁচটি ইউনিট প্রায় সাড়ে ৬ ঘণ্টা চেষ্টা চালিয়ে রবিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয়রা জানায়, শনিবার রাত ১টার দিকে সেবারহাটে একটি আসবাবপত্র তৈরির কারখানা থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন আশপাশের ১১টি দোকানে ছড়িয়ে পড়ে। আজ সকাল সাড়ে ৭টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। 

আরো পড়ুন:

নেত্রকোণার ধলাই নদীতে বাল্কহেড ডুবে ২ শ্রমিক নিখোঁজ

মানিকগঞ্জে প্লাস্টিক কারখানার আগুন, ৬০ কোটি টাকার ক্ষতি

আগুনে আসবাবপত্র তৈরির কারখানা, মেশিনারিজ সামগ্রী, থাই অ্যালুমিনিয়াম পণ্য বিক্রির দোকানসহ অন্তত ১১টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে ভুক্তভোগী ব্যবসায়ীদের ৩৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।  

সেনবাগ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো.সাব্বির হোসেন বলেন, ‍“পাঁচটি ইউনিট প্রায় সাড়ে ৬ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতি ও অগ্নিকাণ্ডের কারণ তদন্ত শেষে বলা যাবে।” 

ঢাকা/সুজন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ