পঞ্চগড়ে যুব মহিলা লীগ নেত্রীর খাবার বিতরণের ছবি ফেসবুকে, প্রতিবাদে বিক্ষোভ
Published: 25th, June 2025 GMT
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়-১ (তেঁতুলিয়া-সদর-আটোয়ারী) আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়ার স্ত্রী কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য মেজর (অব.) কাজী মৌসুমীর পাথরশ্রমিকদের মধ্যে খাবার বিতরণের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে তেঁতুলিয়া মডেল থানার প্রধান ফটকের সামনে অবস্থান ও বিক্ষোভ করেছেন উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর উপজেলা যুবদল-ছাত্রদলের নেতৃত্বে উপজেলার ভজনপুর বাজার থেকে একটি মোটরসাইকেল মিছিল বের হয়। মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানার মূল ফটকের সামনে গিয়ে শেষ হয়। সেখানে আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তারের দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন নেতা-কর্মীরা। পরে পুলিশ তদন্ত করে দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে রাত আড়াইটার দিকে বিক্ষোভকারীরা চলে যান।
বিক্ষোভে তেঁতুলিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুল হাসান, সদস্যসচিব জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুজ্জামান, সদস্যসচিব আবু বক্কর সিদ্দিকসহ ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার ইংরেজিতে ‘আওয়ামী লীগ নিউজ’ নামের একটি ফেসবুক পেজে কাজী মৌসুমীর খাবার বিতরণের ১৩টি ছবি পোস্ট করা হয়। ছবিতে জেলা যুব মহিলা লীগের সভাপতি নিলুফার ইয়াসমিনকেও দেখা যায়। ছবির ক্যাপশনে লেখা হয়, ‘আজ ২৩ শে জুন আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড় করতোয়া নদী থেকে পাথর উত্তোলনকারী শ্রমিকদের মাঝে খাবার বিতরণ করছেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য অবসরপ্রাপ্ত মেজর কাজী মৌসুমী ও পঞ্চগড় জেলা যুব মহিলা লীগের সভাপতি নিলুফার ইয়াসমিন।’ ফেসবুকে এসব ছবি ছড়িয়ে পড়লে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্রতিবাদ জানান।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুজ্জামান বলেন, ‘আমরা রাত ১১টার পর ফেসবুকে এসব ছবি দেখতে পাই। যেখানে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ, সেখানে তারা এসব কাজ কীভাবে করছে? সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা আমাদের কাছে প্রশ্নবিদ্ধ মনে হচ্ছে। তেঁতুলিয়া উপজেলার যুবলীগ-ছাত্রলীগের অনেক নেতা-কর্মী এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অন্যদিকে পঞ্চগড়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার একটা ভিডিও রাতে ফেসবুকে দেখা গেছে। আমরা মূলত এই দোসরদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছি।’
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুল হাসান বলেন, কাজী মৌসুমীর স্বামী নাঈমুজ্জামান ভূঁইয়াসহ পরিবারের সবাই মামলার আসামি। তাঁরা সবাই পলাতক। এখন মৌসুমীকে তাঁরা মাঠে নামিয়ে দিয়েছেন। এ জন্য তাঁরা তাঁদের গ্রেপ্তারের দাবি জানিয়ে থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। পুলিশ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তাঁরা সেখান থেকে চলে আসেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: খ ব র ব তরণ ছ ত রদল র অবস থ ন উপজ ল র কর ম র ফ সব ক র স মন য বদল আওয় ম সদস য
এছাড়াও পড়ুন:
অবশেষে দুই হাত না থাকা জসিমকে জাতীয় পরিচয়পত্র দেওয়ার প্রক্রিয়া শুরু
ছবি: প্রথম আলো