ভারতে ক্রিকেট আর বলিউড যেন হাত–ধরাধরি করে চলে। ক্রিকেট আর বলিউড অভিনেত্রীর প্রেম এখানে সাধারণ ঘটনা। একটা সময় অভিনেত্রী এশা গুপ্ত ও ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার প্রেম নিয়ে বিস্তর চর্চা চলছে। কিন্তু সত্যিই কি তাঁদের মধ্যে বিশেষ সম্পর্ক তৈরি হয়েছিল? সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের ইউটিউব চ্যানেলে এসে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন অভিনেত্রী।

শুরুতেই এশা স্বীকার করে নেন যে হার্দিকের সঙ্গে একটা সময় তাঁর যোগাযোগ ছিল। তিনি বলেন, ‘হ্যাঁ, বেশ কিছুদিন ধরেই আমরা কথা বলছিলাম। আমি মনে করি না আমরা ডেটিং করছিলাম, কিন্তু হ্যাঁ, আমরা কয়েক মাস ধরে কথা বলছিলাম।’

এশা গুপ্ত। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

হয়রানির অভিযোগে দক্ষিণ বনশ্রীতে প্লটমালিকদের মানববন্ধন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিরুদ্ধে বৈধ প্লট ও বাড়ির মালিকদের হয়রানির অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে দক্ষিণ বনশ্রী প্লট মালিক কল্যাণ সমিতি। বুধবার দুপুরে দক্ষিণ বনশ্রী মেইন রোডে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কিছু অসাধু কর্মকর্তা বৈধভাবে ক্রয়কৃত জমি ও বাড়ির মালিকদের হয়রানি করছেন এবং নির্মাণকাজে বাধা দিচ্ছেন। তাঁরা দাবি করেন, খাল দখলের যে অভিযোগ সিটি করপোরেশন করছে, তা সঠিক নয়। কারণ, প্রায় ২৫ বছর আগে ইস্টার্ন হাউজিং জেলা প্রশাসকের সঙ্গে দলিল বিনিময়ের মাধ্যমে খালটি গ্রহণ করে প্লট তৈরি করে মালিকদের কাছে বিক্রি করে।

বক্তারা বলেন, রাজউক অনুমোদিত মাস্টারপ্ল্যান অনুযায়ী তৈরি বাড়িগুলো অবৈধ হতে পারে না। এ ছাড়া অবৈধ অনুপ্রবেশকারীরা ইস্টার্ন হাউজিংয়ের ভেতরে ব্যক্তিগত মালিকানাধীন প্লটকে রাস্তা দাবি করছে। অথচ সিটি করপোরেশন ওই দাবি যাচাই না করেই রাজউক নির্ধারিত সীমানাপ্রাচীর ভাঙার চেষ্টা করছে।

প্রতিবাদ সমাবেশে দক্ষিণ বনশ্রী প্লট মালিক কল্যাণ সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ হানিফ, সাধারণ সম্পাদক রফিজ উদ্দিন ভূঁইয়া প্রমুখ বক্তব্য দেন।

সম্পর্কিত নিবন্ধ