ফেনীতে সিএনজিচালিত অটোরিকশায় ট্রেনের ধাক্কায় হাফিজুল ইসলাম (৪২) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুইজন। তাদের মধ্যে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

শনিবার (২৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের গোডাউন কোয়ার্টার রেলগেট এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।

মারা যাওয়া হাফিজুল ইসলাম ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পাঠানগড় গ্রামের মিয়াজী বাড়ির হারেস আহম্মেদের ছেলে। তিনি একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করতেন।

আরো পড়ুন:

গাজীপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

মাগুরায় প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

আহতরা হলেন- নিহত শিক্ষকের মা ফাতেমাতুজ জোহরা (৬২) ও অটোরিকশা চালক। তার নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি রেলগেট অতিক্রম করার সময় যানজটে আটকে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এ ঘটনায় অটোরিকশায় থাকা যাত্রীরা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক হাফিজুলকে মৃত ঘোষণা করেন। তার মাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

গেটম্যান বাবু বলেন, “গেট বন্ধ করলেও বিপরীত দিক থেকে গাড়ি আসায় যানজট হয়। একটি সিএনজিচালিত অটোরিকশা রেললাইনে আটকে গেলে সেটিকে সরানোর চেষ্টা করি। ট্রেন থামাতে লাল সিগনাল দিলেও দুর্ঘটনা ঠেকানো সম্ভব হয়নি।”

ফেনী মডেল থানার ওসি মো.

শামসুজ্জামান বলেন, ‍“দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে।”

ঢাকা/সাহাব/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন হত দ র ঘটন আহত

এছাড়াও পড়ুন:

‘ভাষা আন্দোলনের তাত্ত্বিক বিষয় আমাকে আকর্ষণ করেছিল’

ছবি: প্রথম আলো

সম্পর্কিত নিবন্ধ