দেশে টয়োটার গ্রাহকসেবায় নতুন উদ্যোগ
Published: 30th, June 2025 GMT
আজ থেকে উন্নত গ্রাহকসেবা এবং পরিচালনায় দক্ষতা নিশ্চিত করতে টয়োটা টুসো করপোরেশন ব্যবসায়িক কার্যক্রম চালু করেছে। অটোমোবাইল খাতের দ্রুত পরিবর্তনশীলতার সঙ্গে সামঞ্জস্য রেখে টয়োটা নতুন কার্যক্রম নিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা ও চট্টগ্রামের দুটি ওয়ার্কশপ থেকে গ্রাহকেরা সেবা নিতে পারবেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ থেকে বিক্রয়োত্তর সেবা, মেরামত ও ওয়ারেন্টি–সংক্রান্ত যেকোনো বিষয়ে গ্রাহকেরা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রাজধানীর ভাটারার (অ্যাপোলো হাসপাতালের পাশে) কন্টিনেন্টাল ওয়ার্কস লিমিটেড এবং চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার কারবয় প্রাইভেট লিমিটেডে সেবা নিতে পারবেন।
এ ছাড়া গ্রাহকেরা বিক্রয়োত্তর সেবা যেন দ্রুততম সময়ে এবং কোনো রকম জটিলতা ছাড়াই পান, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যেকোনো তথ্য পাওয়ার জন্য www.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ন্যাশনাল হাউজিংয়ের করপোরেট উদ্যোক্তার শেয়ার বিক্রি সম্পন্ন
পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস পিএলসির করপোরেট উদ্যোক্তা ওয়ালেস বাংলাদেশ লিমিটেড পূর্বঘোষণা অনুযায়ী কোম্পানিটির শেয়ার বিক্রি সম্পন্ন করেছে। এই করপোরেট উদ্যোক্তা কোম্পানিটির ৮ লাখ শেয়ার বিক্রি করেছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানিটির করপোরেট উদ্যোক্তা ওয়ালেস বাংলাদেশ লিমিটেডের হাতে ২৫ লাখ ৮৮ হাজার ৯১০টি শেয়ার রয়েছে। এর মধ্যে কোম্পানিটি ৮ লাখ শেয়ার বিক্রি করেছে। ঘোষণা দেওয়ার ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক ও ব্লক মার্কেটে বর্তমান বাজার মূল্যে উল্লিখিত পরিমাণ শেয়ার বিক্রি সম্পন্ন করা হয়েছে।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস পিএলসির করপোরেট উদ্যোক্তা ওয়ালেস বাংলাদেশ লিমিটেড ৮ লাখ শেয়ার বিক্রি করার ঘোষণা দেয়।
ঢাকা/এনটি/ইভা