Risingbd:
2025-07-03@01:36:36 GMT

অভিনয়ে মোহনলালের কন্যা

Published: 2nd, July 2025 GMT

অভিনয়ে মোহনলালের কন্যা

অভিনয়ে পা রাখতে যাচ্ছেন মালায়ালাম সিনেমার সুপারস্টার মোহনলালের কন্যা বিস্মায়া মোহনলাল। ‘টুডাককাম’ সিনেমার মাধ্যমে অভিনেত্রী হিসেবে বড় পর্দায় তার অভিষেক হবে। সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার শেয়ার করে এই ঘোষণা দেন মোহনলাল।  

বুধবার (২ জুলাই) মাইক্রোব্লগিং সাইট এক্সে একটি পোস্ট দিয়েছেন মোহনলাল। তাতে এই অভিনেতা লেখেন, “প্রিয় মায়াকুট্টি, ‘টুডাককাম’ দিয়ে সিনেমার সঙ্গে তোমার আজীবন প্রেমের প্রথম দাপ হোক।” 

ইন্ডিয়া টুডে জানিয়েছে, ‘টুডাককাম’ সিনেমা রচনা ও পরিচালনা করছেন জুড অ্যান্থনি জোসেফ। আশীর্বাদ সিনেমার ব্যানারে অ্যান্থনি পেরুম্বাভুর এটি প্রযোজনা করেছেন।  

আরো পড়ুন:

দ্বিগুণ পারিশ্রমিক চাইছেন শ্রীলীলা

প্রাক্তন অভিনেত্রী সানা খানের মা মারা গেছেন

ভারতের দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা মোহনলাল। অভিনয় ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। স্বীকৃতিস্বরূপ পেয়েছেন পাঁচবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পদ্মশ্রী পুরস্কারেও ভূষিত হয়েছেন এই শিল্পী।  

ব্যক্তিগত জীবনে সুচিত্রা মোহনলালের সঙ্গে সংসার বেঁধেছেন মোহনলাল। এ সংসারে প্রণব মোহনলাল (পুত্র) ও বিস্মায়া মোহনলাল (কন্যা) নামে দুটি সন্তান রয়েছে। এরই মধ্যে পুত্র প্রণব চলচ্চিত্রে পা রেখেছেন। বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তবে কয়েক বছর আগে বিস্মায়া সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে কাজ শুরু করেন। এবারই প্রথম অভিনয়ে যাত্রা শুরু করতে যাচ্ছেন।  

আগে থেকেই সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত বিস্মায়া। ছবি আঁকা ও লেখালেখি করতে ভালোবাসেন। ‘গ্রেইনস অব স্টারডাস্ট’ নামে তার একটি কবিতার বই প্রকাশিত হয়েছে। তাছাড়া মার্শাল আর্টে প্রশিক্ষণ নিয়েছেন বিস্মায়া। 

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র চলচ চ ত র ম হনল ল

এছাড়াও পড়ুন:

পলাতক আ.লীগ নেতার মাকে কুপিয়ে স্বর্ণালংকার-টাকা লুট

নোয়াখালীর কবিরহাটে বাড়িতে ঢুকে হোসনে আরা বেগম (৭০) নামের এক নারীকে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জগদানন্দ গ্রামে এ ঘটনা ঘটে। ওই নারীর ছেলে মোহাম্মদ কামাল খান উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

মোহাম্মদ কামাল খান স্থানীয়ভাবে কামাল কোম্পানি হিসেবে পরিচিত। আওয়ামী লীগের এই নেতা ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে। তাঁর ভাই মাইন উদ্দিন বলেন, মঙ্গলবার সন্ধ্যার দিকে তাঁর মা বসতঘরে একাই ছিলেন। তিনি স্ত্রীকে ডাক্তার দেখাতে গিয়েছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে তাঁর মায়ের মাথায় ধারালো অস্ত্র দিয়ে তিনটি কোপ দেয়। পরে দুটি কান ছিঁড়ে শরীরে থাকা প্রায় চার ভরি স্বর্ণালংকার ও ঘরে বিছানার নিচে রাখা সাড়ে তিন লাখ টাকা লুটে নেয়।

হোসনে আরাকে কিছুক্ষণ পর রক্তাক্ত অবস্থায় ঘরের সামনের কক্ষে অচেতন হয়ে পড়ে থাকতে দেখেন তাঁর নাতি সালমান। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে ওই নারীকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য রাতেই তাঁকে ঢাকায় নেওয়া হয়। মাইন উদ্দিনের অভিযোগ, এটি নিছক চুরির ঘটনা নয়, এটি দুর্ধর্ষ ডাকাতি।

কবিরহাট থানার ওসি শাহীন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই নারী শরীরে সব সময় স্বর্ণালংকার পরতেন। তাদের ধারণা, চুরি করতে আসা দুর্বৃত্তদের চিনে ফেলায় তাঁকে কোপানো হয়। পুলিশ এ ঘটনার রহস্য উদ্ঘাটনে চেষ্টা চালাচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ