সাধারণ একটি দুর্বল পাসওয়ার্ড অনুমান করে সাইবার হামলা চালিয়েছে ‘আকিরা’ নামে একটি হ্যাকার চক্র। লক্ষ্য ছিল যুক্তরাজ্যের ১৫৮ বছরের পুরোনো পরিবহন প্রতিষ্ঠান কেএনপি। হামলার পর প্রতিষ্ঠানটি সব কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয়, ফলে চাকরি হারান প্রায় ৭০০ কর্মী।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, নর্থাম্পটনশায়ারভিত্তিক কেএনপি পরিবহন খাতের একটি সুপ্রতিষ্ঠিত নাম। নাইটস অব ওল্ড ব্র্যান্ডের অধীনে তারা প্রায় ৫০০ লরি পরিচালনা করত। প্রতিষ্ঠানের তথ্যপ্রযুক্তি অবকাঠামো শিল্পমান অনুযায়ী নিরাপদ থাকলেও এক কর্মীর দুর্বল পাসওয়ার্ড অনুমান করে চক্রটি সিস্টেমে ঢুকে পড়ে। সিস্টেমে প্রবেশ করে হ্যাকাররা প্রতিষ্ঠানের সব তথ্য এনক্রিপ্ট করে ফেলে এবং অভ্যন্তরীণ সার্ভার লক করে দেয়। ফলে কর্মীরা গুরুত্বপূর্ণ কোনো তথ্য বা সেবা ব্যবস্থাপনায় প্রবেশ করতে পারেননি। হামলার পর প্রতিষ্ঠানটির সার্ভারে একটি নোট রেখে যায় হ্যাকার চক্র। সেখানে লেখা ছিল, ‘আপনার প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কাঠামো আংশিক বা পুরোপুরি অচল হয়ে গেছে…।’ মুক্তিপণের নির্দিষ্ট অঙ্ক উল্লেখ না করা হলেও সাইবার নিরাপত্তা বিশ্লেষকেরা ধারণা করছেন, চক্রটি প্রায় ৫০ লাখ পাউন্ড দাবি করেছিল। কেএনপি সেই অর্থ দিতে না পারায় সব ডেটা হারিয়ে যায় এবং শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়।

সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যে একের পর এক সাইবার হামলার ঘটনা ঘটছে। এম অ্যান্ড এস, কো-অপ, হ্যারডসের মতো খ্যাতনামা প্রতিষ্ঠানও হ্যাকারদের লক্ষ্যবস্তু হয়েছে। চলতি বছরের মে মাসে সাইবার হামলার শিকার হয় ব্রিটিশ খুচরা বিপণন প্রতিষ্ঠান মার্কস অ্যান্ড স্পেনসার। এতে তাদের অনলাইন কার্যক্রম ব্যাহত হয় এবং প্রায় ৩০ কোটি পাউন্ড লোকসানের আশঙ্কা তৈরি হয়। বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে এম অ্যান্ড এস জানায়, গ্রাহকদের ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে এবং অনলাইন কেনাকাটা সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘ফ্যাশন, হোম ও বিউটি বিভাগে অনলাইন বিক্রি এবং মুনাফা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অফলাইন স্টোরগুলোর কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।’ প্রতিষ্ঠানটি আশঙ্কা করছে, জুন-জুলাই মাসজুড়ে ধাপে ধাপে অনলাইন কার্যক্রম পুনরায় চালু করায় ক্ষতির প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।

মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ