চাকরি–৮ (অ্যাপ্রুভ)
সেকশন: নিয়োগ, চাকরি
ট্যাগ: চাকরি বাকরি, চাকরির খবর, চাকরির পরামর্শ, সরকারি চাকরি, নিয়োগ, নিয়োগ পরীক্ষা
ছবি: আছে
মেটা ও এক্সসার্প্ট: ৮টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানে অফিসার পদের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন: ৪৯তম বিসিএসের সিলেবাস প্রকাশ, পদ ৬৮৩
আরও পড়ুন:  কৃষি গবেষণা ইনস্টিটিউটে নবমসহ বিভিন্ন গ্রেডে নিয়োগ, পদ ৯৭
আরও পড়ুন: বাংলাদেশ ব্যাংকের টাকা জাদুঘর-এ খণ্ডকালীন নিয়োগ, অফিস ৫ ঘণ্টা
আরও পড়ুন: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে চাকরি, ৬২ পদ

রুয়েটে বিভিন্ন গ্রেডে ১২৭ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী পদে নিয়োগ, করুন আবেদন (অ্যাপ্রুভ)
নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) জনবল নিয়োগে আবেদন চলছে। দেশের অন্যতম এই শিক্ষাপ্রতিষ্ঠান বিভিন্ন গ্রেডে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে। গত ৩০ জুন প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রুয়েটে নানা পদে মোট ১২৭ জন নিয়োগ পাবেন। ওই দিনই আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ২৭ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

 ১.

পদের নাম: নির্বাহী প্রকৌশলী

 পদসংখ্যা: ১টি

 বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা;

 ২. পদের নাম: সহকারী পরিচালক

 পদসংখ্যা: ২টি

 বেতন স্কেল: ২৯,০০০-৬৩,৪১০ টাকা;

 ৩. পদের নাম: সহকারী পরিচালক (পুর)

 পদসংখ্যা: ১টি;

 বেতন স্কেল: ২৯,০০০-৬৩,৪১০ টাকা;

 ৪. পদের নাম: পিএস টু ভিসি;

 পদসংখ্যা: ১টি;

 বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা;

৫. পদের নাম: সেকশন অফিসার;

 পদসংখ্যা: ৩টি;

 বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা;

 ৬. পদের নাম: ফিজিক্যাল ইনস্ট্রাক্টর;

 পদসংখ্যা: ১টি;

 বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা;

 ৭. পদের নাম: প্রকিউরমেন্ট অফিসার;

 পদসংখ্যা: ১টি;

 বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা;

 ৮. পদের নাম: স্টেট অফিসার;

 পদসংখ্যা: ১টি;

 বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা;

 ৯. পদের নাম: মেডিকেল অফিসার;

 পদসংখ্যা: ১টি;

 বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা;

 ১০. পদের নাম: সহকারী প্রোগ্রামার;

 পদসংখ্যা: ২টি;

 বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা;

 ১১. পদের নাম: টেকনিক্যাল অফিসার;

 পদসংখ্যা: ৭টি;

 বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা;

 ১২. পদের নাম: ইমাম;

 পদসংখ্যা: ৩টি;

 বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা;

 ১৩. পদের নাম: সহকারী টেকনিক্যাল অফিসার;

 পদসংখ্যা: ৮টি;

 বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা;

 ১৪. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (ড্রাফটিং);

 পদসংখ্যা: ৩টি;

 বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা;

 ১৫. পদের নাম: জুনিয়র ইনস্ট্রুমেন্ট ইঞ্জিনিয়ার;

 পদসংখ্যা: ৪টি;

 বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা;

 ১৬. পদের নাম: উপসহকারী প্রকৌশলী;

 পদসংখ্যা: ২টি;

 বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা;

 ১৭. পদের নাম: সিকিউরিটি ইন্সপেক্টর;

 পদসংখ্যা: ১টি;

 বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা;

 ১৮. পদের নাম: পিএ টু ভিসি;

 পদসংখ্যা: ১টি;

 বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা;

 ১৯. পদের নাম: ক্যাশিয়ার;

 পদসংখ্যা: ১টি;

 বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা;

 ২০. পদের নাম: সিনিয়র ডাটা প্রসেসর;

 পদসংখ্যা: ১টি;

 বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা;

 ২১. পদের নাম: ইলেকট্রিশিয়ান;

 পদসংখ্যা: ৪টি;

 বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা;

 ২২. পদের নাম: জেনারেটর অপারেটর;

 পদসংখ্যা: ২টি;

 বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা;

 ২৩. পদের নাম: টেকনিশিয়ান (ইসিজি);

 পদসংখ্যা: ১টি;

 বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা;

 ২৪. পদের নাম: হিসাব সহকারী;

 পদসংখ্যা: ২টি;

 বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা;

 ২৫. পদের নাম: ইনস্ট্রুমেন্ট টেকনিশিয়ান;

 পদসংখ্যা: ১টি;

 বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা;

২৬. পদের নাম: হার্ডওয়্যার/নেটওয়ার্ক টেকনিশিয়ান (আইটি সেল);

 পদসংখ্যা: ১টি;

 বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা;

 ২৭. পদের নাম: টেকনিশিয়ান (কেন্দ্রীয় কম্পিউটার সেন্টার);

 পদসংখ্যা: ১টি;

 বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা;

 ২৮. পদের নাম: ল্যাব টেকনিশিয়ান;

 পদসংখ্যা: ৯টি;

 বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা;

 ২৯. পদের নাম: স্টোর কিপার;

 পদসংখ্যা: ৪টি;

 বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা;

 ৩০. পদের নাম: ডাটা প্রসেসর;

 পদসংখ্যা: ৩টি;

 বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা;

 ৩১. পদের নাম: অটোমেকানিক;

 পদসংখ্যা: ১টি;

 বেতন স্কেল: ৯, ৭০০-২৩,৪৯০ টাকা;

আরও পড়ুন৪৯তম বিসিএসের সিলেবাস প্রকাশ, পদ ৬৮৩২৪ জুলাই ২০২৫

৩২. পদের নাম: ড্রাইভার;

 পদসংখ্যা: ৪টি;

 বেতন স্কেল: ৯, ৭০০-২৩,৪৯০ টাকা;

 ৩৩. পদের নাম: ল্যাব অ্যাসিস্ট্যান্ট;

 পদসংখ্যা: ৩টি;

 বেতন স্কেল: ৯, ৭০০-২৩,৪৯০ টাকা;

 ৩৪. পদের নাম: প্ল্যাম্বার;

 পদসংখ্যা: ৪টি;

 বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা;

 ৩৫. পদের নাম: মুয়াজ্জিন;

 পদসংখ্যা: ৩টি;

 বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা;

 ৩৬. পদের নাম: ম্যাসন;

 পদসংখ্যা: ১টি;

 বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা;

 ৩৭. পদের নাম: মিটার রিডার;

 পদসংখ্যা: ১টি;

 বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা;

 ৩৮. পদের নাম: ল্যাব অ্যাটেনডেন্ট;

 পদসংখ্যা: ১০টি;

 বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা;

৩৯. পদের নাম: অ্যাটেনডেন্ট;

 পদসংখ্যা: ১টি;

 বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা;

 ৪০. পদের নাম: কুক;

 পদসংখ্যা: ৩টি;

 বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা;

 ৪১. পদের নাম: গ্রাউন্ডসম্যান;

 পদসংখ্যা: ১টি;

 বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা;

 ৪২. পদের নাম: সহকারী কুক;

 পদসংখ্যা: ৪টি;

 বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা;

 ৪৩. পদের নাম: লাইনম্যান হেলপার (পিএবিএক্স);

 পদসংখ্যা: ১টি;

 বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা;

 ৪৪. পদের নাম: মালি;

 পদসংখ্যা: ২টি;

 বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা;

 ৪৫. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী;

 পদসংখ্যা: ১৫টি;

 বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা;

আরও পড়ুনকৃষি গবেষণা ইনস্টিটিউটে নবমসহ বিভিন্ন গ্রেডে নিয়োগ, পদ ৯৭২৪ জুলাই ২০২৫

আবেদন যেভাবে—

 আগ্রহী প্রার্থীদের আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। এ লিংক থেকে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন আগ্রহীরা।

আবেদন ফি—

 আবেদন ফি বাবদ ১ থেকে ১১ নম্বর কর্মকর্তা পদের জন্য ৬০০ টাকা, ১২ থেকে ১৬ নম্বর পদের জন্য ৫০০ টাকা এবং ১ থেকে ২ নম্বর কর্মচারী পদের জন্য ৩০০ টাকা, ৩ থেকে ২১ নম্বর পদের জন্য ২০০ টাকা, ২২ থেকে ২৯ নম্বর পদের জন্য ১০০ টাকা এসএসএল পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পাঠাতে হবে।

 আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

 অনলাইনে পূরণ করা আবেদনপত্র দরকারি কাগজপত্রসহ সংস্থাপন শাখা, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) বরাবর পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।

 আবেদনের শেষ সময়: আগ্রহী ব্যক্তিরা ২৭ জুলাই ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

আরও পড়ুনবাংলাদেশ ব্যাংকের টাকা জাদুঘর–এ খণ্ডকালীন নিয়োগ, অফিস ৫ ঘণ্টা২৪ জুলাই ২০২৫আরও পড়ুনশ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে চাকরি, ৬২ পদ২৪ জুলাই ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কর মকর ত পদ র ন ম পদস খ য প রক শ র পদ র অফ স র ন করত ইনস ট সহক র

এছাড়াও পড়ুন:

গাজীপুরে বকেয়া বেতন ও কারখানা চালুর দাবিতে ঢাকায় শ্রমিকদের ‘ভুখা মিছিল’

গাজীপুরে বন্ধ হয়ে যাওয়া উইনটেক্স গ্লোভস কারখানা পুনরায় চালু ও শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে আন্দোলনের ১৭তম দিনে রাজধানীতে ভুখা মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শ্রমিকেরা।

মঙ্গলবার বেলা ১১টায় বিজয়নগরের শ্রম ভবনের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি পল্টন, প্রেসক্লাব, বিজয়নগর হয়ে পুনরায় শ্রম ভবনের সামনে এসে শেষ হয়। পরে সেখানে অবস্থান কর্মসূচিতে অংশ নেন আন্দোলনরত শ্রমিকেরা।

জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কাজী মো. রুহুল আমিন বলেন, ১৫ জুন বেআইনিভাবে কারখানা বন্ধ করা হয়। পরদিন ১৬ জুন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ডিআইজি, জেলা প্রশাসক এবং পরে শ্রম উপদেষ্টা ও শ্রমসচিবকে দুইবার লিখিতভাবে বিষয়টি জানিয়ে প্রতিকার চাওয়া হয়। আজ (বুধবার) ১৭তম দিন যাবৎ শ্রম ভবনের সামনে অবস্থান আন্দোলনের পর অদ্যাবধি তাঁরা কোনো উদ্যোগ নেননি, এমনকি শ্রমিকদের সাথে কথাও বলেননি, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

কাজী মো. রুহুল আমিন আরও বলেন, শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে শ্রমিকদের সুসম্পর্কের পরিবর্তে মুখোমুখি দাঁড়ানো কারও জন্যই মঙ্গল বয়ে আনবে না।

সমাবেশে অন্য বক্তারা বলেন, অতীতের সরকারগুলোর মতো বর্তমান সরকার যদি মালিক পুষে শ্রমিক মারার পথ অনুসরণ করে, তাহলে এর পরিণতি হবে ভয়াবহ।

সমাবেশে সভাপতিত্ব করেন উইনটেক্স গ্লোভস শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. তুহিন এবং সঞ্চালনা করেন শ্রমিকনেতা জালাল হাওলাদার। আরও বক্তব্য দেন শ্রমিকনেতা মুর্শিকুল ইসলাম শিমুল, সেকেন্দার হায়াত, আমিনুল ইসলাম প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ