আড়াইহাজার অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমান আদালতের অভিযান
Published: 26th, July 2025 GMT
আড়াইহাজার বাজারকে যানজট নিরসনে ফুটপাত ও সড়কে অবৈধ হকার উচ্ছেদে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার সকাল ১০ টা থেকে শুরু হয়ে ১টা পর্যন্ত দুপুর পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলে।
সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নঈম উদ্দিন অভিযানে নেতৃত্ব দেন। এসময় অর্ধশতাধিক ফুটপাত দখলকারীকে সড়ক থেকে উচ্ছেদ করা হয়। সাথে আরও অর্ধশতাধিক দোকানীকে সতর্ক করা হয়। অভিযানে আরও অংশগ্রহণ করেন পুলিশ ও আনসার সদস্যরা।
সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নঈম উদ্দিন জানান, রাস্তার দুপাশ দিয়ে যানবাহন চলাচলের সুবিধার্থে এবং রাস্তার যানজট নিরসনের লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে।
আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মো: সাজ্জাত হোসেন জানান, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
গণতন্ত্রের পথে সংকট দেখছেন তারেক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে জনমনে সংশয় গণতন্ত্রের পথে সংকট তৈরি করতে পারে। নির্বাচনে অপপ্রচার ও অপকৌশল দৃশ্যমান হচ্ছে। দল ক্ষতিগ্রস্ত হলেও গণতন্ত্রের স্বার্থে ছাড় দিতে বিএনপি প্রস্তুত। ৩০০ আসনে দলীয় প্রার্থী মনোনয়ন প্রায় চূড়ান্ত। নারী ও শিশুদের নিরাপত্তাহীনতার বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন কার্যক্রমের অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।