বন্দরে ২ নারী মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪
Published: 5th, August 2025 GMT
বন্দরে ১০৯ পিছ ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রি নগদ ১৫ হাজার ৭৮০ টাকাসহ ২ নারী মাদক কারবারিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো বন্দর থানার মাহামুদনগর এলাকার মৃত নাসির উদ্দিন মিয়ার ২ মেয়ে নিঝুম (২৬) ও জেরিন (২৪) একই থানার সোনাকান্দা বেপারীপাড়া এলাকার সোবহান মিয়ার ছেলে নয়ন (২২) ও মদনগঞ্জ সৈয়ালবাড়ী ঘাট এলাকার শাহজাহান মিয়ার ছেলে রাজু (২৩)।
ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও মাদক বিক্রি নগদ টাকা জব্দের ঘটনায় বন্দর থানার উপ পরিদর্শক কামরুজ্জামান বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং- ৬(৮)২৫।
গ্রেপ্তারকৃতদের উল্লেখিত মামলায় মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত সোমবার (৪ আগস্ট) রাত সাড়ে ১২টায় বন্দর থানার মাহামুদনগর এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘ দিন ধরে উল্লেখিত এলাকায় অবাধে ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তারকৃত আসামী নিঝুমের বসত ঘরে অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবাসহ এদেরকে গ্রেপ্তার করা হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ গ র প ত রক ত
এছাড়াও পড়ুন:
বন্দরে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৩
বন্দরে এক নারী মাদক কারবারিসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১৫৭ পিছ ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো বন্দর থানার ২০ নং ওয়ার্ডের মাহমুদনগরস্থ কেএনসেন রোড এলাকার শাহজাহান মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী নূরে আলম (৪৫) একই এলাকার ইসমাঈল ওরফে ইসমা মিয়ার ছেলে শাহাবুদ্দিন (৪২) ও একই এলাকার বিল্লাল মিয়ার স্ত্রী রত্না আক্তার (৩০)।
বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপ পরিদর্শক খাইরুল বাশার বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করে ধৃতদের মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করে।
এর আগে গত সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার মাহমুদনগর এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘ দিন ধরে উল্লেখিত এলাকায় অবাধে বিভিন্ন রকমের মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে মাহমুদনগর কেএনসেন রোড এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার মাদকদ্রব্যসহ উল্লেখিত মাদক কারবারিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।