জুলাই অভ্যূত্থান গণতন্ত্র, সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতিক : ডিসি
Published: 5th, August 2025 GMT
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা বলেন, ২০২৪ এর অভ্যূত্থান কেবল একটি রাজনৈতিক পরিবর্তন নয়, নয় একটি স্বৈরাচারের পতন।
এই অভূত্থান তরুন সমাজের অদম্য সাহস, ছাত্র-জনতার অপ্রতিরোধ্য আন্দোলন এবং দেশপ্রেমের যে কাব্য রচনা করেছিলো সেই বীর শহীদদের আত্মত্যাগের এক ভয়ঙ্কর বিস্ফোরন। এই অভ্যূত্থান গণতন্ত্র, সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতিক।
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে সম্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মিলন অনুষ্ঠিত হয়। কুরআন তেলাওয়াত ও বিভিন্ন ধর্মীয় গ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এতে অভ্যুত্থানে অংশ নেওয়া আন্দোলনকারীরা ও শহীদ পরিবারের সদস্যরা ২৪ জুলাইয়ের স্মৃতি ও অভিজ্ঞতা তুলে ধরেন।
এ সময় মো.
এই ঐক্য যদি না থাকে তাহলে যারা শহীদ হয়েছিলো তাদের পরিবারের কাছে আমরা কি জবাব দিবো। তাই নতুন নতুন বাংলাদেশ গড়তে আপনাদের সকলের মাঝে ইস্পাত কঠিন ঐক্য চাই। ’
তিনি বলেন, ১৯৫২, ১৯৭১, ১৯৮৯ ও সর্বশেষ ২০২৪ সালে রক্ত ঝরেছে আমাদের। আর কত রক্ত ঝরবে, আর কত মায়ের বুক খালি হবে। আমরা সেই রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাই যা ছিলো আমাদের শহীদ ভাইদের কাঙ্ক্ষিত চাওয়া।
বক্তব্য শেষে শহীদ পরিবারের মাঝে সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করেন অতিথিবৃন্দ। এর পূর্বে জুলাই স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় জুলাই অভ্যুত্থানে নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থ্যতা কামনায় দোয়া পরিচালনা করেন কোর্ট মসজিদের পেশ ইমাম মাওলানা হাসানুজ্জামান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আলমগীর হোসেন, সিভিল সার্জন ডাঃ মশিউর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা জামায়াতের সাবেক আমীর মাইনুদ্দিন আহমেদ, মহানগর জামায়াতের আমীর আব্দুল জব্বার, ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ পর ব র র অন ষ ঠ
এছাড়াও পড়ুন:
শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিলো পপুলার লাইফ ইন্স্যুরেন্স
পুঁজিবাজারের বিমা খাতে তালিকাভুক্ত পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের পাঠানো হয়েছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ বিতরণ করেছে কোম্পানিটি।
মঙ্গলবার (৪ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।
কোম্পানির ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ২ টাকা নগদ লভ্যাংশ পায়েছেন শেয়ারহোল্ডারা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে তা অনুমোদন করা হয়।
ঢাকা/এনটি/ইভা