আরপিও সংশোধন নিয়ে ইসির নবম কমিশন সভা বৃহস্পতিবার
Published: 6th, August 2025 GMT
রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) নবম কমিশন সভা আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
আজ বুধবার ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) শরিফুল আলম এ তথ্য জানান।
শরিফুল আলম বলেন, ইসির নবম কমিশন সভা বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা ১১টায় ইসির সভাকক্ষে অনুষ্ঠিত হবে। সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সভাপতিত্ব করবেন।
সভার আলোচ্যসূচিতে রয়েছে—রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এবং বিবিধ বিষয়।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকার সম্মানে ‘রেভফেস্ট-২০২৫’ কনসার্ট
জুলাই গণ-অভ্যুত্থানে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মত্যাগকে সম্মান জানাতে ‘রেভফেস্ট-২০২৫’ কনসার্টের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে আলোকি কনভেনশন সেন্টারে এ কনসার্টের আয়োজন করা হয়। চলে রাত ১১টা পর্যন্ত।
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এ আয়োজন করে। কনসার্টে ওয়ারফেজ, অ্যাভয়েড রাফা, সন্ধি, সভ্যতা, লেভেল ফাইভ, রকসল্ট, ইডেনস গার্ডেনসহ আরও অনেকে গান পরিবেশন করে।
আয়োজন নিয়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ প্রথম আলোকে বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে ধন্যবাদ প্রাপ্য, আমার কাছে মনে হয়েছে সঠিকভাবে হয়তো তাঁদেরকে এটা প্রদান করা হয়নি। সেই জায়গা থেকে তাঁদের শিক্ষক হিসেবে, তাঁদের সহযোদ্ধা হিসেবে আজকে এই অনুষ্ঠানটা আমার তরফ থেকে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ।’
নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী ফেরদৌস নাভিদ প্রথম আলোকে বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে যারা ৫ আগস্টের গণ–অভ্যুত্থানে অবদান রেখেছিল, তাদের অবদানকে স্মরণে রেখে আমাদের শিক্ষক ববি হাজ্জাজ স্যার এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, এটি তাঁর পক্ষ থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের জন্য একটি উপহার। সে জন্য আমরা স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’