রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) নবম কমিশন সভা আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

আজ বুধবার ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) শরিফুল আলম এ তথ্য জানান।

শরিফুল আলম বলেন, ইসির নবম কমিশন সভা বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা ১১টায় ইসির সভাকক্ষে অনুষ্ঠিত হবে। সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সভাপতিত্ব করবেন।

সভার আলোচ্যসূচিতে রয়েছে—রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এবং বিবিধ বিষয়।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নতুন দিনে সত্যই সাহস

হেমন্তের এই আলোকিত সকালে আপনারা আমাদের অভিবাদন গ্রহণ করুন। ৪ নভেম্বর ২০২৫ প্রথম আলোর ২৭ বছর পূর্ণ হলো। প্রথম আলোকে আপনারা ভালোবেসে গ্রহণ করেছেন। সুসময়ে ও দুঃসময়ে আমাদের পাশে থেকেছেন। প্রতিষ্ঠার সাড়ে তিন বছরের মধ্যে প্রথম আলোকে আপনারা দিয়েছেন দেশের সর্বাধিক পঠিত দৈনিকের সম্মান। আজও তা অব্যাহত আছে। ২০২৫ সালের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপে দেখা যাচ্ছে, দেশের সংবাদপত্র পাঠকদের ৫৭ শতাংশ প্রথম আলো ছাপা কাগজ ও অনলাইন পাঠ করে থাকেন।

এল বিশ্বস্বীকৃতি

দেশের মানুষদের ভালোবাসার পাশাপাশি ২০২৫-এ প্রথম আলো অর্জন করেছে বিশ্বস্বীকৃতি। গত মাসে জার্মানির মিউনিখে বিশ্বের ১২০টি দেশের সংবাদ প্রকাশকদের সংগঠন ‘ওয়ান-ইফরা’র (ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব নিউজ পাবলিশার্স) বিশ্বমঞ্চে দুটি ক্যাটাগরিতে প্রথম আলো পেয়েছে বিশ্বসেরার পুরস্কার; ১. ‘নেক্সট জেন রিডার এনগেজমেন্ট’ অ্যাওয়ার্ড (নতুন প্রজন্মের পাঠক সম্পৃক্ততা পুরস্কার), এবং ২. প্রিন্ট অ্যাডভারটাইজিং ক্রিয়েটিভিটি অ্যাওয়ার্ড (ছাপা পত্রিকায় আঞ্চলিক বিজ্ঞাপনে সৃজনশীলতা পুরস্কার)।

বিশ্বের এক শর বেশি দেশের এক হাজারের বেশি সংবাদমাধ্যম নিয়ে গঠিত আরেক সংগঠন ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশন বা ‘ইনমা’। এ বছর মে মাসে যুক্তরাষ্ট্রে বসেছিল ইনমা গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫-এর আসর। সেখানে বিশ্বের ৬টি অঞ্চলে সেরা সংবাদমাধ্যমের সর্বোচ্চ সম্মাননা দেওয়া হয় ৬টি প্রতিষ্ঠানকে। প্রথম আলো তাতে অর্জন করে দক্ষিণ এশিয়া অঞ্চলের সেরা হওয়ার গৌরব। জুলাই গণ-অভ্যুত্থানের ওপর ভিত্তি করে ‘প্রতিবাদের প্রতিধ্বনি: সত্য ও দৃঢ়তায় প্রজন্মকে প্রেরণা’ উদ্যোগের জন্য এই স্বীকৃতি পায় প্রথম আলো।

সাসটেইনিবিলিটি এবং প্রিন্ট ইনোভেশন অ্যাওয়ার্ডসে প্রথম আলোর পক্ষ থেকে দুটি পুরস্কার গ্রহণ করছেন সম্পাদক মতিউর রহমান, পাশে ওয়ান-ইফরার ওয়ার্ল্ড প্রিন্টার্স ফোরামের পরিচালক ইঙ্গি রাফন ওলাফসন ও অ্যাওয়ার্ডের প্রধান জুরি গুন্ডুলা উল্লাহ (ডানে)। গত মাসে জার্মানির মিউনিখ শহরে

সম্পর্কিত নিবন্ধ

  • শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না ওয়াইম্যাক্স ইলেকট্রোডস
  • তালেবান এই ‘সুযোগ’ কেন হাতছাড়া করল
  • আজ টিভিতে যা দেখবেন (৫ নভেম্বর ২০২৫)
  • ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগে মাস্টার্স, শূন্য আসনে ভর্তি
  • নিফাক শব্দের অর্থ কী এবং মুনাফিকের লক্ষণগুলো কী
  • বৈষম্যের খাঁচা আদৌ কি আমরা ভাঙতে চাই
  • নতুন দিনে সত্যই সাহস
  • হবিগঞ্জে কনসার্টে বিশৃঙ্খলার পর নারীদের হেনস্তা ও ছিনতাইয়ের অভিযোগ
  • পৃথিবীর দিকে ধেয়ে আসা ভিনগ্রহের বস্তু নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ইলন মাস্ক
  • অতিরিক্ত মোটা হওয়ায় যাত্রীকে তুলতে অস্বীকৃতি উবার চালকের