গাজীপুরে চাঁদাবাজির সংবাদ সংগ্রহে গিয়ে স্থানীয় এক সংবাদকর্মী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার (৭ আগস্ট) বিকেলে মহানগরীর সাহাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিকের নাম আনোয়ার হোসেন সৌরভ (৩৫)। তিনি দৈনিক বাংলাদেশের আলো পত্রিকায় গাজীপুরে স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত।

এ ঘটনায় ভুক্তভোগীর মা আনোয়ারা সুলতানা গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

আরো পড়ুন:

সিলেটে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ছাত্রলীগের হামলা, আহত ১৪

হামলার পর সাঁওতালপাড়া ফাঁকা

অভিযোগ সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরীর সাহাপাড়া এলাকায় অটোরিকশা-সিএনজি থেকে প্রতিদিন ৩০ থেকে ৪০ টাকা চাঁদা উত্তোলন করা হয় বলে স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে সংবাদ সংগ্রহে যায় সৌরভ। এ সময় চাঁদাবাজ রক্তিম, সৌরভ, ফরিদসহ অন্তত ১৫ জন তার ওপর হামলা চালায়।

সৌরভকে খুন করার উদ্দেশে একটি চায়ের দোকানের পেছনে নিয়ে ইট দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করা হয়। এরপর দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এ সময় তার দুটি মোবাইল ও নগদ ২৬ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ও স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, ‘‘এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেয়েছি। ভিডিও ফুটেজ দেখে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’’

ঢাকা/রেজাউল/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

কোচ গার্দিওলার ১০০০তম ম্যাচের আগে যা জানতে পারেন

রোববার লিভারপুলের বিপক্ষে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি। আর এই ম্যাচেই কোচ হিসেবে এক অনন্য মাইলফলক ছুঁয়ে ফেলবেন পেপ গার্দিওলা—এটাই হবে তাঁর কোচিং ক্যারিয়ারের হাজারতম ম্যাচ।

২০০৭ সালে বার্সেলোনা ‘বি’ দলের দায়িত্ব নিয়ে কোচিং শুরু করেছিলেন গার্দিওলা। এর পর থেকে এখন পর্যন্ত তিনি পরিচালনা করেছেন ৯৯৯টি ম্যাচ। এর মধ্যে জয় এসেছে ৭১৫টিতে, হার মাত্র ১২৮টিতে।

বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার সিটির হয়ে কোচ হিসেবে গার্দিওলা জিতেছেন ১২টি লিগ শিরোপা ও ৩টি চ্যাম্পিয়নস লিগ ট্রফি। এ ছাড়া তাঁর গৌরবময় ক্যারিয়ারে আছে আরও ১৪টি ঘরোয়া কাপ শিরোপা।

আরও পড়ুনরেকর্ড গড়ার পর গার্দিওলা বললেন, ‘ফার্গুসন–ওয়েঙ্গারকে ডিনারের আমন্ত্রণ জানাব’০৬ অক্টোবর ২০২৫

বিবিসি স্পোর্ট তাঁকে জিজ্ঞাসা করেছিল, কত ম্যাচ জিতেছেন, জানেন কি না। গার্দিওলা হেসে বলেছিলেন, ‘অবশ্যই জানি, অনেক। সংখ্যাগুলো সত্যিই অবিশ্বাস্য। আমি সংখ্যাগুলো নিয়ে ভাবি না। কিন্তু যখন এমন মাইলফলক আসে এবং আমি করেছি তা লেখা হয়, শুধু প্রিমিয়ার লিগ নয়, চ্যাম্পিয়নস লিগেও—তখন বোঝা যায় বার্সেলোনা, বায়ার্ন আর এখানেও অসাধারণ কিছু অর্জন করেছি।’

গার্দিওলা আরও বলেন, ‘এমন স্তরে পৌঁছানো খুব কঠিন। যদি আবার শুরু করতাম, হয়তো কখনোই এত দূর যেতে পারতাম না। এটা অনেক বড় পথ। প্রায় ১০০০ ম্যাচের মধ্যে অল্প কিছু ম্যাচে হেরেছি। আশা করি, রোববারও আমরা জয়ের ধারাটা ধরে রাখতে পারব।’

গার্দিওলার এই মাইলফলককে শুভেচ্ছা জানিয়েছেন কিংবদন্তি স্যার অ্যালেক্স ফার্গুসন। ক্যারিয়ারে দুই হাজারের বেশি ম্যাচ পরিচালনা করা ফার্গুসন বলেছেন, ‘পেপ! আমি অত্যন্ত আনন্দিত যে আপনাকে লিগ ম্যানেজারস অ্যাসোসিয়েশনের (এলএমএ) হল অব ফেমের ১০০০ ক্লাবে স্বাগত জানানোর সুযোগ পাচ্ছি।

খেলার প্রতি আপনার ভালোবাসা ও আবেগ সব সময় স্পষ্টভাবে দেখা যায়। আপনি যেভাবে বিশ্বের ফুটবলে অবিস্মরণীয় প্রভাব রেখে যাচ্ছেন, তা নিয়ে আপনার গর্বিত হওয়া উচিত। ১০০০টি ম্যাচে পৌঁছানো এবং ফুটবলে এমন দীর্ঘস্থায়িত্ব অর্জন করা এক গুরুত্বপূর্ণ মাইলফলক।’

সম্পর্কিত নিবন্ধ