বৃহৎ শিল্পের পরিবেশবিধ্বংসী রূপ দেখেছিলেন রবীন্দ্রনাথ
Published: 8th, August 2025 GMT
বেগম আকতার কামাল আরও বলেন, ‘রবীন্দ্রনাথের পরিবেশভাবনার আলোকে আমরা এখনো আমাদের সমাজ ও দেশের পরিবেশকে বিশুদ্ধ, নিরাপদ এবং মানুষের বসবাসযোগ্য করে তুলতে পারি। সবশেষে মানবের জয়ই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের সব রচনার মূল বক্তব্য।’
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক রহমান হাবিব বলেন, ‘নববর্ষ’ প্রবন্ধে রবীন্দ্রনাথ উদ্ভিদ ও প্রাণিচিন্তার সঙ্গে মানুষের সম্পর্কের কথা মিলিয়েছেন। একই সঙ্গে মানুষের দায়ের চেতনাকে রবীন্দ্রনাথ কীভাবে উদ্বুদ্ধ করেছেন, সেসব প্রসঙ্গে আলোচনা করেন এ আলোচক।
কবি ও লেখক মাহবুব হাসান বলেন, ‘রবীন্দ্রনাথ যদি এই সময়ের সভ্যতার সংকট নিয়ে লিখতেন, তবে তাঁর রচনায় এমন আরও অনেক প্রসঙ্গ উঠে আসত, যা তখন অনুপস্থিত ছিল।’
স্বাগত বক্তব্যে বাংলা একাডেমির সচিব মো.
অনুষ্ঠানের সভাপতি বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, ‘রবীন্দ্রনাথ বিষয়ে আলোচনা ও চর্চা অনবরত হচ্ছে। আজকের প্রবন্ধে রবীন্দ্রনাথের পরিবেশ-প্রসঙ্গকে গুরুত্ব দেওয়া হয়েছিল। আমাদের মনে রাখতে হবে, রবীন্দ্রনাথ কোনো বিষয়েই নির্দিষ্টতাবাদী নন বরং সর্বতোবাদী। ফলে পরিবেশের প্রসঙ্গ যখন আসে, তখন শুধু গাছপালা বা জলবায়ুর কথাই আসে না; বরং দার্শনিকভাবে তা আরও বৃহৎ বিষয়কে ধারণ করে। রবীন্দ্রচিন্তায় পরিবেশকে সম্যকভাবে বুঝতে তাঁর এ–সংক্রান্ত প্রবন্ধ থেকে শুরু করে কবিতা-গান-কথাসাহিত্যের মতো সৃজনশীল সৃষ্টির কাছেও আমাদের যেতে হবে।’
আলোচনা শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: র পর ব শ প রসঙ গ আম দ র
এছাড়াও পড়ুন:
জাহানারার যৌন হয়রানির অভিযোগ: তিন সদস্যের তদন্ত কমিটি গঠন
বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে জাতীয় নারী দলের ক্রিকেটার জাহানারা আলমের আনা যৌন হয়রানির অভিযোগ তদন্তে কমিটি গঠনের সিদ্ধান্ত গত বৃহস্পতিবার রাতেই জানিয়েছিল বিসিবি। জানানো হয়েছিল, কমিটি ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে। দুদিন পর আজ রাতে তিন সদস্যের কমিটির নাম ঘোষণা করেছে বিসিবি।
আরও পড়ুনজাহানারার অভিযোগ নিয়ে কী বলছেন মঞ্জুরুল২২ ঘণ্টা আগেতিন সদস্যের কমিটির আহ্বায়ক সুপ্রিম কোর্টের আপিলেট ডিভিশনের অবসরপ্রাপ্ত বিচারক তারিক উল হাকিম। কমিটির অন্য দুই সদস্য বিসিবির একমাত্র নারী পরিচালক রুবাবা দৌলা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। ব্যারিস্টার সারওয়াত বাংলাদেশ উইমেন্স স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভানেত্রীও।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড