ভাড়া করা দোকানের চাঁদা দিতে অস্বীকার করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই শিক্ষার্থীকে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শুক্রবার (৮ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।

চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের কয়েকজন শিক্ষার্থী চবির প্রধান ফটকের বাইরে স্টেশনের পাশে একটি খাবারের দোকান ভাড়া নেন। কয়েকদিন আগে স্থানীয়দের কয়েকজন তাদের কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে দুই শিক্ষার্থী আহত হন।

আরো পড়ুন:

চাঁদাবাজির সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার

সিলেটে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ছাত্রলীগের হামলা, আহত ১৪

আহতরা হলেন- বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী আতিকুল ইসলাম ও জুবায়ের আহমেদ জিহান।

আহত আতিকুল ইসলামের অভিযোগ, “কয়েকদিন আগে আমাদের কাছে দোকানের জন্য চাঁদা দাবি করা হয়। আমরা চাঁদা দিতে অস্বীকার করায় আজ সকালে তারা আমাদের ওপর হামলা চালায়। পুলিশ উপস্থিত থাকলেও কোনো ব্যবস্থা নেয়নি।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.

তানভীর হায়দার জানান, শিক্ষার্থীদের ওপর হামলার খবর পেয়ে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। গেটের তালা খুলে দেওয়া হয়েছে।

চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তফা কামাল বলেন, ‍“উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে তালা দেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

ঢাকা/রেজাউল/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অভ য গ র ওপর

এছাড়াও পড়ুন:

আরও অনেক দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে: ফ্রান্সের দূত

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর ইসরায়েল–ফিলিস্তিনবিষয়ক বিশেষ দূত ওফার ব্রনসটাইন বলেছেন, আরও কয়েকটি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে যাচ্ছে। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশও থাকতে পারে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের চলমান অধিবেশনে যোগ দেওয়া ফ্রান্সের প্রতিনিধিদলের সঙ্গে রয়েছেন ওফার ব্রনসটাইন। সেখানে আল–জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ওফার ব্রনসটাইন বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েল সরকার অনেক বিবৃতি দিচ্ছে। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পর এবং হামাসের হাতে থাকা বন্দীদের মুক্তি দেওয়ার পর কী হবে, সে বিষয়ে দুই পক্ষের কেউই কোনো বাস্তবসম্মত প্রস্তাব দিচ্ছে না।

ফরাসি প্রেসিডেন্টের এই দূত বলেন, ‘ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সমাধান একমাত্র কূটনৈতিক এবং রাজনৈতিকভাবে করতে হবে। আমরা দেখেছি, সহিংসতা ও যুদ্ধ কোনো সমাধান নয়। এভাবে কোনো সমাধান হবে না।’

ওফার ব্রনসটাইন বলেন, ফ্রান্সকে অনুসরণ করে যুদ্ধের পর ইউরোপের দেশগুলোসহ আরও অনেকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।

ফরাসি প্রেসিডেন্টের এই দূত বলেন, ইসরায়েল পশ্চিম তীরে ফিলিস্তিনি ভূখণ্ড দখল করেছে। কিন্তু তারা এটি স্বীকার করতে চায় না। বরং উল্টো ওই অঞ্চলটিকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার হুমকি দিচ্ছে। তিনি বলেন, ‘ফ্রান্স সরকার যদি মনে করে, ইসরায়েল ভূমি যুক্ত করার বা অন্য কোনো বড় আগ্রাসী পদক্ষেপ নিচ্ছে, তাহলে আমরা ইসরায়েলের সঙ্গে একই আচরণ করব, যেমন আচরণ রাশিয়ার সঙ্গে ইউক্রেনের জন্য করছি।’

আরও পড়ুনফিলিস্তিনকে আরও ছয় দেশের স্বীকৃতি, সংঘাত বন্ধ চান ট্রাম্প ২২ ঘণ্টা আগে

ওফার ব্রনসটাইন আরও বলেন, ইসরায়েল সরকার দেশের জনগণের স্বার্থে কাজ করছে না। বরং দেশটিকে বিচ্ছিন্ন করে ফেলছে। তিনি হামাসকে তাদের কাছে থাকা সব বন্দীকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। তারা যদি এটি না করে, তাহলে এই ভয়াবহ যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য এটিকে অজুহাত হিসেবে ব্যবহার করবে ইসরায়েল।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগের দিন সোমবার নিউইয়র্কে এক বিশেষ সম্মেলনে ফ্রান্সসহ নতুন ছয় দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। রোববার ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল। সব মিলিয়ে দুই দিনে ১০টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।

সম্পর্কিত নিবন্ধ