চবি শিক্ষার্থীর ওপর স্থানীয়দের হামলা, প্রধান ফটকে তালা
Published: 8th, August 2025 GMT
ভাড়া করা দোকানের চাঁদা দিতে অস্বীকার করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই শিক্ষার্থীকে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শুক্রবার (৮ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।
চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের কয়েকজন শিক্ষার্থী চবির প্রধান ফটকের বাইরে স্টেশনের পাশে একটি খাবারের দোকান ভাড়া নেন। কয়েকদিন আগে স্থানীয়দের কয়েকজন তাদের কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে দুই শিক্ষার্থী আহত হন।
আরো পড়ুন:
চাঁদাবাজির সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার
সিলেটে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ছাত্রলীগের হামলা, আহত ১৪
আহতরা হলেন- বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী আতিকুল ইসলাম ও জুবায়ের আহমেদ জিহান।
আহত আতিকুল ইসলামের অভিযোগ, “কয়েকদিন আগে আমাদের কাছে দোকানের জন্য চাঁদা দাবি করা হয়। আমরা চাঁদা দিতে অস্বীকার করায় আজ সকালে তারা আমাদের ওপর হামলা চালায়। পুলিশ উপস্থিত থাকলেও কোনো ব্যবস্থা নেয়নি।”
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.
চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তফা কামাল বলেন, “উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে তালা দেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
ঢাকা/রেজাউল/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর অভ য গ র ওপর
এছাড়াও পড়ুন:
সোনারগাঁয়ে ৪ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক
সোনারগাঁয়ে ৪ কেজি গাঁজাসহ লামিয়া আক্তার (২২) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত লামিয়া কুমিল্লা জেলার মুরাদনগর থানার দাররা এলাকার ওসমান গনির মেয়ে।
শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।
এর আগে বৃহস্পতিবার সন্ধায় সোনারগাঁ থানার এসআই (নিঃ) মো. শরীফিল ইসলাম সংগীয় ফোর্সসহ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের আষারঢ়িয়ারচর সাকিনস্থ মেঘনা টোল প্লাজার পুলিশ চেকপোস্টের সামনে থেকে তাকে আটক করেন।
পুলিশ জানায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধারের জন্য সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশিকালে “মিয়ামি” নামীয় যাত্রীবাহী পরিবহনে তল্লাশিকালে লামিয়া আক্তারকে ওই গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।