বগুড়ার শাজাহানপুরে বাস ও ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশায় থাকা পাঁচ জনের এক নিহত হয়েছেন। বাকি চারজনও গুরুতর আহত হয়েছেন। 

শুক্রবার (৮ আগস্ট) রাত ১২টা ২০ মিনিটে ফটকি ব্রিজের পাশে প্রয়াস স্কুলের সামনে হাইওয়ে রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম- মো. আরিফ (২১)। আহতরা হলেন- বগুড়া শেরপুর উপজেলার বনমরিচা গ্রামের পলাশ (৩৫), আব্দুল আজিজ (৩৮) ও তার ভাই হায়দার (৫০)। আহত অপর একজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা শেরপুর যাচ্ছিলো। পথে শাজাহানপুর উপজেলার ফটকি ব্রিজের পাশে প্রয়াস স্কুলের সামনে পৌঁছলে প্রথমে একটি বাস সেটিকে ধাক্কা দেয়। এতে অটো রিকশাটি সড়কের উপরে উল্টে যায়। পরপরই পেছনে থাকা একটি ট্রাক সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আরিফ নামে এক ব্যক্তি নিহত হন। 

এসময় সিএনজিতে থাকা আরো চারজন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শাজাহাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালানো হয়। নিহতের মরদেহ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

ঢাকা/এনাম/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স এনজ

এছাড়াও পড়ুন:

বগুড়ায় সিএনজিতে বাস-ট্রাকের ধাক্কা, নিহত ১

বগুড়ার শাজাহানপুরে বাস ও ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশায় থাকা পাঁচ জনের এক নিহত হয়েছেন। বাকি চারজনও গুরুতর আহত হয়েছেন। 

শুক্রবার (৮ আগস্ট) রাত ১২টা ২০ মিনিটে ফটকি ব্রিজের পাশে প্রয়াস স্কুলের সামনে হাইওয়ে রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম- মো. আরিফ (২১)। আহতরা হলেন- বগুড়া শেরপুর উপজেলার বনমরিচা গ্রামের পলাশ (৩৫), আব্দুল আজিজ (৩৮) ও তার ভাই হায়দার (৫০)। আহত অপর একজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা শেরপুর যাচ্ছিলো। পথে শাজাহানপুর উপজেলার ফটকি ব্রিজের পাশে প্রয়াস স্কুলের সামনে পৌঁছলে প্রথমে একটি বাস সেটিকে ধাক্কা দেয়। এতে অটো রিকশাটি সড়কের উপরে উল্টে যায়। পরপরই পেছনে থাকা একটি ট্রাক সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আরিফ নামে এক ব্যক্তি নিহত হন। 

এসময় সিএনজিতে থাকা আরো চারজন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শাজাহাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালানো হয়। নিহতের মরদেহ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

ঢাকা/এনাম/এস

সম্পর্কিত নিবন্ধ