ঢাকার মহাখালী আমতলী ফ্লাইওভারের ডিভাইডারের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় অজ্ঞাত (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। 

শনিবার (৯ আগস্ট) রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে পথচারীরা আহত ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

পথচারী বিলাল হোসেন জানান, মধ্যরাতে বেপরোয়া গতিতে একটি প্রাইভেটকার মহাখালী আমতলী ফ্লাইওভার ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারের একটি অংশ দুমড়ে মুচড়ে যায়। আহত একজনকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরজন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরো জানান, দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারটির নম্বর ঢাকা মেট্রো-ঘ ১২-৪০৪২। 

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, মহাখালী থেকে প্রাইভেটকার দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে ঢামেকে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

ঢাকা/বুলবুল/ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

হজে যাওয়ার সময় বিমানবন্দর থেকে আ.লীগ নেতা গ্রেপ্তার 

ওমরাহ হজে যাওয়ার সময় বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল আকনকে গ্রেপ্তার করেছে বিমান বন্দর থানা পুলিশ। 

বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান। 

গ্রেপ্তার কামাল আকনের নামে বরগুনা ও আমতলী থানায় দুটি মামলা রয়েছে। 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান রাইজিংবিডিকে বলেন, “ওমরাহ হজে যাবার সময় বিমানবন্দরে চেক ইনের সময় কামাল আকনকে গ্রেপ্তার করেছে বিমান বন্দর থানা পুলিশ। তার বিরুদ্ধে বরগুনা জেলা বিএনপির কার্যালয়ে ভাংচুর, অগ্নিসংযোগ ও বিএনপি নেতা কর্মীদের উপর হামলার অভিযোগে একটি মামলা এবং আমতলী উপজেলা বিএনপির কার্যালয়ে ভাংচুর, অগ্নিসংযোগ ও বিএনপি নেতাদের উপর হামলার অভিযোগে আরেকটি মামলা রয়েছে।” 

কামাল আকনকে বরগুনা জেলা কারাগারে আনার জন্য আমতলী থানা পুলিশ ঢাকার উদ্দেশে রওনা করেছে। আগামীকাল তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান ওসি।

ঢাকা/ইমরান/এস

সম্পর্কিত নিবন্ধ

  • হজে যাওয়ার সময় বিমানবন্দর থেকে আ.লীগ নেতা গ্রেপ্তার