১৯৭৪ সাল। আগস্ট মাসের ৯ তারিখ। ঘড়ির কাঁটায় বেলা ১১টা বেজে ৩৫ মিনিট। একটি কাগজে সই করলেন রিচার্ড নিক্সন—যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট। তাতে শুধু একটি বাক্যই লেখা, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় থেকে আমি পদত্যাগ করছি।’

সে–ই প্রথম, সে–ই শেষ। এর আগে বা পরে আর কখনো যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট হোয়াইট হাউস থেকে পদত্যাগ করেননি। কিন্তু কেন এই নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছিলেন নিক্সন? কী এমন ঘটেছিল যে ইতিহাস বদলে দেওয়া এ পদক্ষেপ নিতে হয়েছিল তাঁকে?

জানতে হলে ফিরতে হবে আরও বছর দুয়েক আগে। খাতা খুলতে হবে মার্কিন রাজনীতির ইতিহাসে সাড়া ফেলা এক কেলেঙ্কারির—‘ওয়াটারগেট কেলেঙ্কারি’। নিক্সনের এই কেলেঙ্কারি ফাঁস করেছিল যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের সাহসী সাংবাদিকতা। এর জেরেই পদত্যাগ করতে হয় রিপাবলিকান এই প্রেসিডেন্টকে।

আজ শনিবার রিচার্ড নিক্সনের পদত্যাগের সেই দিন। এই দিনে চলুন জেনে নেওয়া যাক, তাঁর পদত্যাগের পেছনে থাকা ওয়াটারগেট কেলেঙ্কারির আদ্যোপান্ত। কীভাবে প্রথম সামনে এল এই কেলেঙ্কারির খবর, দুই সাংবাদিকের অদম্য অনুসন্ধানে কীভাবে জয় হয়েছিল সাংবাদিকতার, আর কীভাবেই–বা মুখোশ খুলে গিয়েছিল প্রেসিডেন্ট নিক্সনের।

রিচার্ড নিক্সনের পদত্যাগপত্র.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: য ক তর ষ ট র র পদত য গ

এছাড়াও পড়ুন:

অল্পের জন্য প্রাণে বাঁচলেন অটোরিকশার ৬ যাত্রী

বগুড়ার শাজাহানপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস দুটি সিএনজিচালিত ও একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিন অটোরিকশার ৬ যাত্রী।

শনিবার (৯ আগস্ট) উপজেলার বেতগাড়ী দ্বিতীয় বাইপাস এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে বগুড়াগামী এম আর পরিবহনের একটি বাসের সামনের চাকা পাংচার হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা দুটি সিএনজিচালিত ও একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাগুলো দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন।

আরো পড়ুন:

মহাখালী ফ্লাইওভারে ডিভাইডারে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২

সাতজনের মৃত্যু, মাইক্রোবাস চালকের বিরুদ্ধে মামলা

আহতরা হলেন- উপজেলার জুসখোলা গ্রামের শাকিল (২৮), নিমগাছি ফকিরপাড়ার রেশমী (৩২), দোলেনা (৫০), সালমা (৪৮),  খোট্টাপাড়ার মোকছেদুল (৫০) এবং অজ্ঞাত এক ব্যক্তি।

পুলিশ জানায়, দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ছুটে আসেন এবং আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে নিউরো সার্জারি, সার্জারি ও অর্থো সার্জারি ওয়ার্ডে ভর্তি করার পরামর্শ দেন।

ঢাকা/এনাম/রাজীব

সম্পর্কিত নিবন্ধ