দেশের বাম নেতাদের ঐক্যবদ্ধ হয়ে সামাজিক বিপ্লব তৈরির আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার পতনের পরই বামপন্থীদের কর্তব্য ছিল, সঙ্গে সঙ্গে যুক্ত ফ্রন্ট গঠন করা। কিন্তু এক বছর চলে গেছে, সেটি হয়নি। এই সুযোগে বুর্জোয়া শক্তিশালী হয়ে উঠছে, ধর্মনিরপেক্ষ বুর্জোয়া, সেক্যুলার বুর্জোয়া এবং নন–সেক্যুলার বুর্জোয়া, ধর্ম ব্যবসায়ী বুর্জোয়া। একটি অবিশ্বাস্য ঘটনা, টিএসসিতে আলবদর–রাজাকারদের ছবি টানানো হচ্ছে।’

এই শিক্ষাবিদ বলেন, বাম নেতারা ঐক্যবদ্ধ হয়ে যুক্ত ফ্রন্ট গঠনের মধ্য দিয়ে এই বিপ্লব করতে না পারলে মুক্তি আসবে না। উনসত্তরের পর একবার যুক্ত ফ্রন্ট গঠনের সুযোগ এসেছিল, চব্বিশে চরম ফ্যাসিস্ট সরকার পতনের পরে এই সুযোগ আবার এসেছে।

আজ শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবীর মিলনায়তনে ‘জুলাই গণ–অভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা এ মতবিনিময় সভার আয়োজন করে।

সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘চব্বিশের এই অভ্যুত্থানকে বিপ্লব বলা হচ্ছে। তবে এটা শুধুই একটা সরকারের পতনমাত্র। আসল বিপ্লব হচ্ছে সামাজিক বিপ্লব। সামাজিক বিপ্লবের মধ্য দিয়েই সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত হবে। মানুষের মুক্তি আসবে। কিন্তু বাংলাদেশ এখন ধনীদের উপনিবেশে পরিণত হয়েছে। ঔপনিবেশিক শাসকেরা লুণ্ঠন করে, সম্পদ পাচার করে। যেটা এখন বাংলাদেশে চলছে।’

সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘সরকার পতনের মাধ্যমে মনে হয়েছিল, ফ্যাসিবাদ শেষ হয়ে গেছে। কিন্তু পুঁজিবাদী ফ্যাসিবাদ চরম মাত্রায় রূপ নিয়েছে, যার কারণে দক্ষিণপন্থীরা শক্তিশালী হয়ে উঠছে। মার্কিন সাম্রাজ্যবাদী পুঁজিবাদীদের আধিপত্য ঘটছে।’

করণীয় সম্পর্কে এই শিক্ষাবিদ বলেন, ‘আমাদের করণীয় হচ্ছে, সামাজিক বিপ্লব গড়ে তোলা, যারা সমাজতন্ত্রে বিশ্বাস করে, যারা সামাজিক মালিকানায় বিশ্বাস করে, তাদের নিয়ে যুক্ত ফ্রন্ট গঠন করতে হবে। এই যুক্ত ফ্রন্ট ৫৪–এর যুক্ত ফ্রন্টের মতো হযবরল যুক্ত ফ্রন্ট হবে না। এই যুক্ত ফ্রন্ট হবে বামপন্থীদের। এই যুক্ত ফ্রন্ট শক্তিশালী হবে। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে এই যুক্ত ফ্রন্টের ওপর। একা বিচ্ছিন্নভাবে সম্ভব নয়, ঐক্য গড়ে তুলতে হবে। নিজেদের মতাদর্শের পার্থক্য থাকলেও সামাজিক বিপ্লবে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘ফ্যাসিস্ট সরকার পতনের পরই বামপন্থীদের কর্তব্য ছিল সঙ্গে সঙ্গে যুক্ত ফ্রন্ট গঠন করা। কিন্তু এক বছর চলে গেছে, সেটি হয়নি। এই সুযোগে বুর্জোয়া শক্তিশালী হয়ে উঠছে, ধর্মনিরপেক্ষ বুর্জুয়া, সেক্যুলার বুর্জোয়া এবং নন–সেক্যুলার বুর্জোয়া, ধর্ম ব্যবসায়ী বুর্জোয়া। একটি অবিশ্বাস্য ঘটনা, টিএসসিতে আলবদর–রাজাকারদের ছবি টানানো হচ্ছে। এই চেষ্টা আরও শক্তিশালী হবে, যদি না বামপন্থীরা ঐক্যবদ্ধ থাকে। ধর্ম নিয়ে যারা রাজনীতি করে, তারাও বুর্জোয়া, ব্যক্তিমালিকানায় বিশ্বাস করে। সে জন্য আমরা যারা সমাজ পরিবর্তন করতে চাই, তাদের একত্র হয়ে যুক্ত ফ্রন্ট গঠন করতে হবে।’

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, কর্তৃত্ববাদী ও স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে বুলেটকে উপেক্ষা করে ছাত্র–শ্রমিক–জনতা বিজয় এনেছে। কিন্তু রক্তের দাগ না শুকাতেই হতাশা গ্রাস করেছে তাদের। কারণ, বর্তমান সরকার বুর্জোয়া ব্যবস্থা টিকিয়ে রেখে সংকটের সমাধান খোঁজার চেষ্টা করছে। মুক্তবাজার অর্থনীতিকে প্রধান করে তারা সমাধান খুঁজছে। অথচ দুঃশাসনের ব্যবস্থা বহাল তবিয়তে আছে। ব্যবস্থা বদল ছাড়া মুক্তির পথ নেই। সমাধান হলো বাম গণতান্ত্রিক জোটকে বিকল্প শক্তি হিসেবে গড়ে তুলে আরেকটা অভ্যুত্থান সংঘটিত করা। তবেই প্রকৃত মুক্তি অর্জন সম্ভব।

বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেন, ‘সরকার একটা সংস্কার করতে চাচ্ছে, সেটা হলো বুর্জোয়া সংস্কার। সংস্কারের নামে তারা চুনকাম করতে চায়। গতকালও দেখলাম, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ফেসবুকে বলেছেন ’২৪–এর গণ–আন্দোলন নাকি একাত্তরকে অতিক্রম করেছে, আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। ৭১ কে ২৪ দিয়ে প্রতিস্থাপন করা যাবে না। একাত্তরকে ভুলিয়ে দিতে চাইবে, এটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না।’

বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্ক্সবাদী) প্রধান সমন্বয়ক মাসুদ রানা বলেন, শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন শেষ হয়ে গেছে বলে মনে করলে চলবে না, এই বাংলাদেশে যারাই ক্ষমতায় আসছে, তারা ফ্যাসিবাদ হয়ে উঠছে, তাই আমাদের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন চলতে থাকবে। আর এই আন্দোলনকে বেগবান করতে হলে বাম ঐক্য গড়ে তুলতে হবে।’

সভায় ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার সমন্বয়ক নাসির উদ্দিন আহমেদের সভাপতিত্বে ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার নেতা হারুন অর রশিদ ভূঁইয়া, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশ সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আবদুল আলী, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সংগঠক সুনয়ন চাকমাসহ বাম নেতারা উপস্থিত ছিলেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স র জ ল ইসল ম চ ধ র সরক র পতন র ব মপন থ ন করত ব যবস

এছাড়াও পড়ুন:

শাহীন আনাম এমবিই খেতাবে ভূষিত হওয়ায় প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

যুক্তরাজ্যের সম্মানসূচক এমবিই (মেম্বার অব দ্য মোস্ট এক্সিলেন্ট অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার) খেতাবে ভূষিত হওয়ায় মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

গতকাল শুক্রবার শাহীন আনামকে শুভেচ্ছাপত্র পাঠান প্রধান উপদেষ্টা। শুভেচ্ছাপত্রে তিনি বলেন, ‘এটি মানবাধিকার রক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার কাজে তোমার দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি। তোমার এই অর্জন আমাদের সবার জন্য গর্বের বিষয়। তোমার এই অর্জন দেশের সবার জন্য অনুপ্রেরণা জোগাবে। তোমার আরও সাফল্য কামনা করি।’

গত বুধবার ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক আনুষ্ঠানিকভাবে শাহীন আনামের হাতে এমবিই খেতাবের স্মারক তুলে দেন। বাংলাদেশে সামাজিক ন্যায়বিচার, অন্তর্ভুক্তি ও লিঙ্গ সমতার ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজা তৃতীয় চার্লস শাহীন আনামকে এমবিই খেতাবের জন্য মনোনীত করেছিলেন।

সম্পর্কিত নিবন্ধ