বাংলাদেশ পুলিশের ৫৯ জন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত এসপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার।

সোমবার (৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

আরো পড়ুন:

মৌলভীবাজারে গণপিটুনিতে যুবক নিহত

মানিকগঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ৩৪তম, ৩৫তম ও ৩৬তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তারা ছাড়াও কয়েকজন বিভাগীয় কোটা থেকে পদোন্নতি পেয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। পাশাপাশি নতুন পদে যোগদানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র জমা দিতে বলা হয়েছে।

যারা অতিরিক্ত পুলিশ সুপার হলেন ক্লিক করুন

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কর মকর ত

এছাড়াও পড়ুন:

রূপগঞ্জে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

রূপগঞ্জে ৪র্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে  সিরাজুল ইসলাম নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার মাঝিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।বৃহস্পতিবারে দুপুরে গ্রেপ্তারকৃত শিক্ষককে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃত সিরাজুল ইসলাম উপজেলার আউখাবো এলাকার আব্বাস আলীর ছেলে। তিনি মাঝিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

 রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, বুধবার বিকালে মাঝিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষার্থীকে অত্র স্কুলের শিক্ষক সিরাজুল ইসলাম কৌশলে একটি কক্ষে নিয়ে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এসময় শিশুটি চিৎকার শুরু করলে অভিযুক্ত শিক্ষক পালিয়ে যায়। 

পরে বাড়ীতে গিয়ে শিশুটি তার পরিবার ঘটনাটি জানালে পরিবারের পক্ষ থেকে রাতে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাযের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ রাতেই অভিযুক্ত শিক্ষক সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করে।
 

সম্পর্কিত নিবন্ধ