জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সামিয়া ইসলাম আনিকা বিশ্বের অন্যতম সেরা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপে পিএইচডি করার সুযোগ পেয়েছেন।

মর্যাদাপূর্ণ ক্ল্যারেনডন ফান্ড স্কলারশিপের আওতায় আগামী ৫ বছর তাকে টিউশন ফি ও জীবনযাপনের খরচ বাবদ প্রতি বছর প্রায় ৫১ হাজার ৮০০ পাউন্ড অর্থ প্রদান করা হবে।

আরো পড়ুন:

উপ-উপাচার্যের গাড়ি লক্ষ্য করে ‘ভিক্ষা’ দিলেন শিক্ষার্থীরা

রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল: জোহায় অনশন, জুবেরীতে অবস্থান শিক্ষার্থীদের

সামিয়া ইসলাম আনিকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৪৮তম আবর্তনের শিক্ষার্থী। সামিয়া অনার্সে ৩.

৯২ সিজিপিএ নিয়ে বিভাগ ও সমাজবিজ্ঞান অনুষদে প্রথম স্থান অর্জন করেন। মাস্টার্সে তার সিজিপিএ ছিল ৩.৯১। পাশাপাশি জিআরই পরীক্ষায় তিনি ৩৩১ (কোয়ান্ট ১৭০/১৭০) এবং আইইএলটিএস-এ ৮.৫ স্কোর করেন।

শুধু ক্লাসরুমেই নয়, গবেষণাতেও সমান মনোযোগী ছিলেন সামিয়া। ইউজিসির একটি প্রকল্পে কৃষকদের জৈব সার ব্যবহারের আচরণ নিয়ে কাজ করেছেন তিনি। এছাড়া আইসিটি বিভাগের ‘হার পাওয়ার প্রোজেক্ট’ এবং সমবায় অধিদপ্তরের নারীর জীবনমান উন্নয়ন প্রকল্পেও ছিলেন গবেষণা সহকারী। সানেমে (SANEM) কাজ করেছেন তরুণদের ঝুঁকিপূর্ণ অবস্থা, এসএমই খাত, উৎপাদনশিল্প ও জেন্ডার বাজেটিং নিয়ে।

কেবল পড়াশোনা বা গবেষণা নয়, সহশিক্ষা কার্যক্রমেও সক্রিয় ছিলেন সামিয়া। অর্থনীতি শিক্ষার্থী সংসদের শিক্ষা ও গবেষণা সম্পাদক এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং অর্গানাইজেশনের (জুডো) সহ-সাধারণ সম্পাদক ছিলেন তিনি।

অক্সফোর্ডে সুযোগ পাওয়া প্রসঙ্গে সামিয়া নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, “এই সুযোগ আমার কাছে একেবারেই অপ্রত্যাশিত ছিল। ভেবেছিলাম আগে বিদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করে পরে হয়তো টপ-টেন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার চেষ্টা করব। কিন্তু অক্সফোর্ডের অফার প্রত্যাশার আগেই এল। এজন্য আমি আমার বিভাগ, শিক্ষক ও সহপাঠীদের কাছে কৃতজ্ঞ।”

তিনি বলেন, “ভিসা প্রক্রিয়ার জন্য দ্রুত মাস্টার্সের ফলাফল প্রকাশ দরকার ছিল। এ সময়ে শিক্ষকদের অতিরিক্ত পরিশ্রম ও সহপাঠীদের সহযোগিতায় সময়মতো ফল পাওয়া সম্ভব হয়। শিক্ষকরা শুধু পড়াশোনা নয়, ব্যর্থতাকে সামলাতে শিখিয়েছেন। তারা সবসময় পাশে থেকেছেন। তাদের ঋণ শোধ করার মতো নয়।”

ঢাকা/আহসান/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইটি প্রোগ্রামে ডিপ্লোমা, অনলাইন ও অফলাইনে আবেদন ফি ১০০০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে (আইআইটি–জেইউ) ফল–২০২৫ সেশনে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি (পিজিডিআইটি) প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া চলছে।

দরকারি তথ্য

আবেদনের পদ্ধতি: অনলাইন ও অফলাইন

আবেদন ফি: এক হাজার টাকা

মোট ক্রেডিট ঘণ্টা: ৩৬ (৩০ ক্রেডিট তত্ত্ব + ৬ ক্রেডিট প্রকল্প)

//////মোট সময় ভর্তি পরীক্ষা তিন ত্রৈমাসিক, ১২ মাস।///////////

আরও পড়ুনমেডিকেল ও ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ, নম্বর কাটাসহ যে যে পরিবর্তন৩০ অক্টোবর ২০২৫আবেদনের যোগ্যতা

যেকোনো স্নাতক ডিগ্রিতে ৪ স্কেলে কমপক্ষে ২.৫ সিজিপিএ অথবা দ্বিতীয় শ্রেণির সমমানের ডিগ্রিধারী আবেদনকারীরা ভর্তির প্রক্রিয়ার জন্য যোগ্য।

কোর্সের বিস্তারিত

শুক্রবার: পিজিডিআইটি (নিয়মিত) ও পিজিডিআইটি (সাইবার সিকিউরিটি)–এর প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের সব ক্লাস অনুষ্ঠিত হবে।

শনিবার: পিজিডিআইটি (সাইবার সিকিউরিটি)–এর তৃতীয় সেমিস্টার।

আরও পড়ুনহার্ভার্ডের গবেষণা বলছে, মূল্য হারাতে বসেছে ১০ ডিগ্রি২৮ অক্টোবর ২০২৫কোর্সের বিস্তারিত

১. ক্যাম্পাসের বাইরের শিক্ষার্থীদের জন্য পরিবহনের সুবিধা রয়েছে।

২. আধুনিক কম্পিউটার ল্যাবে ল্যাবভিত্তিক ক্লাস করানো হবে।

৩. সর্বনিম্ন খরচে কম সময়ে ডিপ্লোমা সম্পন্ন করা যাবে।

৪. জাবির পিএমআইটি প্রোগ্রামে ভর্তির জন্য পিজিডিআইটি স্নাতকদের জন্য কোটা আছে।

পরীক্ষার বিষয়

১. আইসিটির মৌলিক বিষয় ২৫ নম্বরের

২. মৌলিক গণিত ২৫ নম্বরের

৩. ইংরেজি ১০ নম্বরের

৪. এমসিকিউ ১ ঘণ্টার, মোট ৬০ নম্বরের পরীক্ষা হবে।

আরও পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষা ফি কমছে৩০ অক্টোবর ২০২৫ভর্তির দরকারি তারিখ

১. আবেদনের শেষ তারিখ: ১৯ নভেম্বর ২০২৫

২. ভর্তি পরীক্ষার তারিখ: ২১ নভেম্বর ২০২৫ বেলা তিনটায়, আইআইটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

৩. ফলাফল প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫

৪. ভর্তির সময়: ২৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর ২০২৫

৫. ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু: ৫ ডিসেম্বর ২০২৫

# বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট

আরও পড়ুনজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু ১৩ ডিসেম্বর২৯ অক্টোবর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • চাকরির প্রস্তুতি: নোবেল পুরস্কার ২০২৫ সংক্রান্ত যত তথ্য
  • জাবির সহকারী অধ্যাপক ড. নাহরিনের বিরুদ্ধে জামায়াত নেতার মামলা
  • আরব আমিরাতের সেরা ১০ স্কলারশিপ: এভিয়েশন–মেডিকেলে পড়াশোনা
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি, এমফিলে মাসে ১৫ হাজার–পিএইচডিতে ২০ হাজার টাকা
  • পিএইচডি গবেষকদের জন্য বৃত্তি চালু করা হবে: জবি উপাচার্য
  • নির্মাণ শ্রমিকের মৃত্যু: ৩ দাবিতে জাহাঙ্গীরনগর বাঁচাও আন্দোলনের ব
  • বিশ্ব শিক্ষক দিবস: রাবিতে ৩ অধ্যাপককে সম্মাননা
  • খুলনায় ২২ বোতল মাদকসহ যুবক আটক
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইটি প্রোগ্রামে ডিপ্লোমা, অনলাইন ও অফলাইনে আবেদন ফি ১০০০
  • অ্যাপে পরিচয়-প্রেম, বিয়ে করতে ব্রাহ্মণবাড়িয়ায় এলেন চীনের যুবক