ফিলিস্তিনকে যারা স্বীকৃতি দিয়েছে তাদের সমালোচনা করলেন ট্রাম্প
Published: 23rd, September 2025 GMT
জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে বিশ্বনেতাদের হতাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে ইউরোপীয় নেতাদের উদ্যোগের সমালোচনা করেছেন।
মঙ্গলবার ট্রাম্প তার ভাষণে, দ্বি-রাষ্ট্র সমাধানের ক্রমবর্ধমান উদ্যোগকে হামাসের জন্য ‘পুরস্কার’ হিসেবে আখ্যা দিয়েছেন। তার ভাষ্য, সংঘাতকে উস্কে দেওয়ার জন্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চাইছে অনেক দেশ।
মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, “যেন অব্যাহত সংঘাতকে উৎসাহিত করার জন্য, এই সংস্থার কিছু সদস্য একতরফাভাবে একটি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে চাইছে। হামাসের সন্ত্রাসীদের তাদের নৃশংসতার জন্য পুরষ্কারটা অনেক বেশি হলো।”
ট্রাম্পের মন্তব্য সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদে এক শীর্ষ সম্মেলনে একাধিক ইউরোপীয় দেশের ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণার সরাসরি প্রতিক্রিয়া। মূলত প্রতীকী এই পদক্ষেপ ইসরায়েলের আন্তর্জাতিক বিচ্ছিন্নতাকে আরো গভীর করেছে এবং এতে মার্কিন সমর্থন নেই।
ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সমালোচনা করে ট্রাম্প বলেন, “৭ অক্টোবরের এই ভয়াবহ নৃশংসতার জন্য একটি পুরষ্কার হবে, যদিও তারা জিম্মিদের মুক্তি দিতে বা যুদ্ধবিরতি মেনে নিতে অস্বীকার করেছে।”
ট্রাম্প একটি বিকল্প কূটনৈতিক কৌশলের প্রস্তাব দিয়ে বলেছেন, “হামাসের মুক্তিপণের দাবিতে নতি স্বীকার করার পরিবর্তে, যারা শান্তি চায় তাদের একটি বার্তা দিয়ে ঐক্যবদ্ধ হওয়া উচিত: এখনই জিম্মিদের মুক্তি দিন, কেবল জিম্মিদের মুক্তি দিন।”
তিনি আরো বলেন, “আমাদের গাজায় যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে হবে। আমাদের তা বন্ধ করতে হবে। … আমাদের অবিলম্বে আলোচনা করতে হবে। শান্তি আলোচনা করতে হবে। আমাদের জিম্মিদের ফিরিয়ে আনতে হবে।”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আম দ র র জন য
এছাড়াও পড়ুন:
কোচ গার্দিওলার ১০০০তম ম্যাচের আগে যা জানতে পারেন
রোববার লিভারপুলের বিপক্ষে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি। আর এই ম্যাচেই কোচ হিসেবে এক অনন্য মাইলফলক ছুঁয়ে ফেলবেন পেপ গার্দিওলা—এটাই হবে তাঁর কোচিং ক্যারিয়ারের হাজারতম ম্যাচ।
২০০৭ সালে বার্সেলোনা ‘বি’ দলের দায়িত্ব নিয়ে কোচিং শুরু করেছিলেন গার্দিওলা। এর পর থেকে এখন পর্যন্ত তিনি পরিচালনা করেছেন ৯৯৯টি ম্যাচ। এর মধ্যে জয় এসেছে ৭১৫টিতে, হার মাত্র ১২৮টিতে।
বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার সিটির হয়ে কোচ হিসেবে গার্দিওলা জিতেছেন ১২টি লিগ শিরোপা ও ৩টি চ্যাম্পিয়নস লিগ ট্রফি। এ ছাড়া তাঁর গৌরবময় ক্যারিয়ারে আছে আরও ১৪টি ঘরোয়া কাপ শিরোপা।
আরও পড়ুনরেকর্ড গড়ার পর গার্দিওলা বললেন, ‘ফার্গুসন–ওয়েঙ্গারকে ডিনারের আমন্ত্রণ জানাব’০৬ অক্টোবর ২০২৫বিবিসি স্পোর্ট তাঁকে জিজ্ঞাসা করেছিল, কত ম্যাচ জিতেছেন, জানেন কি না। গার্দিওলা হেসে বলেছিলেন, ‘অবশ্যই জানি, অনেক। সংখ্যাগুলো সত্যিই অবিশ্বাস্য। আমি সংখ্যাগুলো নিয়ে ভাবি না। কিন্তু যখন এমন মাইলফলক আসে এবং আমি করেছি তা লেখা হয়, শুধু প্রিমিয়ার লিগ নয়, চ্যাম্পিয়নস লিগেও—তখন বোঝা যায় বার্সেলোনা, বায়ার্ন আর এখানেও অসাধারণ কিছু অর্জন করেছি।’
গার্দিওলা আরও বলেন, ‘এমন স্তরে পৌঁছানো খুব কঠিন। যদি আবার শুরু করতাম, হয়তো কখনোই এত দূর যেতে পারতাম না। এটা অনেক বড় পথ। প্রায় ১০০০ ম্যাচের মধ্যে অল্প কিছু ম্যাচে হেরেছি। আশা করি, রোববারও আমরা জয়ের ধারাটা ধরে রাখতে পারব।’
গার্দিওলার এই মাইলফলককে শুভেচ্ছা জানিয়েছেন কিংবদন্তি স্যার অ্যালেক্স ফার্গুসন। ক্যারিয়ারে দুই হাজারের বেশি ম্যাচ পরিচালনা করা ফার্গুসন বলেছেন, ‘পেপ! আমি অত্যন্ত আনন্দিত যে আপনাকে লিগ ম্যানেজারস অ্যাসোসিয়েশনের (এলএমএ) হল অব ফেমের ১০০০ ক্লাবে স্বাগত জানানোর সুযোগ পাচ্ছি।
খেলার প্রতি আপনার ভালোবাসা ও আবেগ সব সময় স্পষ্টভাবে দেখা যায়। আপনি যেভাবে বিশ্বের ফুটবলে অবিস্মরণীয় প্রভাব রেখে যাচ্ছেন, তা নিয়ে আপনার গর্বিত হওয়া উচিত। ১০০০টি ম্যাচে পৌঁছানো এবং ফুটবলে এমন দীর্ঘস্থায়িত্ব অর্জন করা এক গুরুত্বপূর্ণ মাইলফলক।’