পঞ্চগড়ে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ১৭
Published: 24th, September 2025 GMT
পঞ্চগড়ের দেবীগঞ্জে আন্তঃবিদ্যালয় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষে শিক্ষকসহ অন্তত ১৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিন শিক্ষার্থীকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিরা দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
ঘটনার পরপরই দেবীগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের উত্তেজিত শিক্ষার্থীরা দেবীগঞ্জ-ডোমার মহাসড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এসময় সড়কের দুই পাশে অনেক যানবাহন আটকে পড়ে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেন। শিক্ষার্থীরা সড়ক থেকে চলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
আরো পড়ুন:
খুলনায় উচ্ছেদ অভিযানে সংঘর্ষ: ২ মামলা দায়ের, আসামি ৫০০
পাবনায় ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ-গোলাগুলি
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে দেবীগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে দেবীগঞ্জ-সোনাহার আঞ্চলিক সড়কে শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ান।
প্রত্যক্ষদর্শীরা জানান, দেবীগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে দেবীগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ও দেবীগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় মধ্যকার আন্তঃবিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের খেলা শুরু হয় বিকেল ৪টায়। খেলা গোল শূন্যভাবে শেষ হয়। পরে ট্রাইবেকারে ৪-২ গোলে জয় পায় নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল দল। খেলা শেষে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ান।
এসময় দেবীগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা দেবীগঞ্জ-ডোমার মহাসড়ক অবরোধ করে রাখেন। দেবীগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের উত্তেজিত কয়েকজন শিক্ষার্থী দেবীগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নাম ফলক ও বিদ্যালয়ের ভেতরে ভবনের জানালার কাঁচ ভাঙচুর করেন।
দেবীগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিএম রুহুল আমিন বলেন, “আমাদের শিক্ষার্থীরা খেলা শেষে বিজয় মিছিল করে বিদ্যালয়ে যাচ্ছিল। এসময় তাদের ওপর দেবীগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা হামলা করে। আমাদের ৭ জনের মতো আহত হয়েছেন।”
তিনি আরো বলেন, “আমাদের শিক্ষার্থী বিদ্যালয়ের চলে এসে মূল গেট লাগিয়ে ভেতরে ছিল। এ সময় তারা ইটপাটকেল নিক্ষেপ করে। আমাদের কয়েকজন শিক্ষার্থী গিয়ে তাদের বিদ্যালয়ের কিছু কাঁচ ভেঙ্গেছে।”
দেবীগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দীন বলেন, “ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। আমাদের দুইজন শিক্ষকসহ ১০-১২ জন শিক্ষার্থী আহত হয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বসে সমাধানের আশ্বাস দিয়েছেন।”
দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক স্বপূর্ণ কুমার সাহা বলেন, “আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে। ১২ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। বেশিরভাগই হাতসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছেন।”
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, “আন্তঃবিদ্যালয় ফুটবল খেলাকে কেন্দ্র করে ঘটনাটি ঘটে। দুইটি বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীসহ সবাইকে শান্ত করা হয়েছে। বিষয়টি সমাধান করা হয়েছে।”
ঢাকা/নাঈম/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ঘর ষ আহত জন শ ক ষ আম দ র স ঘর ষ উপজ ল
এছাড়াও পড়ুন:
বন্দরে তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
নারায়ণগঞ্জের বন্দরে উপজেলার ইস্পাহানি বাজার চাঁন মার্কেট এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ধামঘড় ইউনিয়নের ইস্পাহানি বাজার চাঁন মার্কেট এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিমন সরকারের নেতৃত্বে ও তিতাসের বন্দর জোনের ম্যানেজার জাহিন আমির খাঁনের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় এলাকার গ্যাসের পাইপ লাইন তুলে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে। এসব অবৈধ গ্যাস সংযোগ প্রদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান জ্বালানি ও খনিজ বিভাগের কর্তৃপক্ষ।
এসময় আরো উপস্থিত ছিলেন- পেট্টোবাংলার ডিজিএম ফয়জুন নাহার বেগম, সহকারি প্রকৌশলী রনি, মোরসালিন ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ, বন্দর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।