বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী তুমুল আলোচনায় আসেন প্রেমিক সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর। ২০২০ সালে মাদক কাণ্ডে জড়িত থাকার অভিযোগে সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিয়া চক্রবর্তীকে নিয়ে নেতিবাচক কথা-বার্তা ছড়াতে থাকে ঝড়ের গতিতে। একদিকে প্রেমিকের মৃত্যু অন্যদিকে জেলজীবন-দুই মিলিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন রিয়া চক্রবর্তী।

এবার এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলজীবনের স্মৃতিচারণা করলেন অভিনেত্রী। তিনি বলেন, ‘‘আমি ২৮ দিন জেলে ছিলাম। ওখানে দেখেছি অধিকাংশ নারীই বিচারাধীন, অথচ অসহায়। অনেকেই নির্দোষ।’

আরো পড়ুন:

এবার ধারাবাহিক নাটকে যুক্ত হলেন সুনেরাহ

জুবিন গার্গের শেষকৃত্য সম্পন্ন

জেলের অভিজ্ঞতা তাকে শিখিয়েছে জীবনের প্রকৃত মূল্য। তার দাবি, ‘‘যখন চারিদিকে অন্ধকার, জীবনে কিছুই থাকে না, তখন তুমি বুঝতে পারবে, আসলে তোমার জীবন কী ছিল। আমি জানি জেলের ডাল-ভাতও পিজ্জার মতো মনে হয়। সেখানে গেলে বোঝা যায়, জীবনে মাত্র ৩-৪ জন বন্ধু আছে, বাকিরা কেউই প্রকৃত নয়।’’

রিয়া জেলে বসে ডায়েরি লিখতেন বলেও জানিয়েছেন। ‘‘তিনি ডায়েরিতে লিখেছেন জেলের ভেতরের মানুষ বাইরের মানুষদের থেকে অনেক ভালো। ওখানে কোনো সমাজ নেই, কোনো নিয়ম নেই। সবাই পরিবার থেকে বিচ্ছিন্ন।’’

পুলিশের অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন অভিনেত্রী। রিয়া চক্রবর্তীর দাবি, জেলে কাটানো মুহূর্তগুলো তার জীবন পাল্টে দিয়েছে।

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

রূপগঞ্জে সিমেন্ট কারখানায় অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে টাইগার সিমেন্ট কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার মঙ্গলখালী এলাকায় অবস্থিত কারখানার কন্ট্রোল রুমে আগুন লাগে।

আরো পড়ুন:

চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ফায়ার ফাইটার শামীম

দগ্ধ ফায়ার কর্মীদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কাঞ্চন ফায়ার সার্ভিস ওয়্যারহাউস ইন্সপেক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, কাঞ্চন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট, ডেমরা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এবং সোনারগাঁ ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে ডাম্পিংয়ের কাজ চলছে।

তিনি আরো জানান, কন্ট্রোল রুমে ডিজেল মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

ঢাকা/অনিক/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ