আরব ও মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে গাজা নিয়ে ট্রাম্পের বৈঠক ‘ফলপ্রসূ’ হয়েছে: এরদোয়ান
Published: 24th, September 2025 GMT
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, গাজায় ইসরায়েলের যুদ্ধ শেষ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আরব ও মুসলিম দেশগুলোর নেতাদের ‘ফলপ্রসূ’ বৈঠকের ফলাফলে তিনি ‘সন্তুষ্ট’।
বৈঠকের ফলাফল নিয়ে ট্রাম্পও ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। তিনি বলেছেন, গতকাল মঙ্গলবার নিউইয়র্কে ৮০তম জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে ‘ইসরায়েল ছাড়া সব শক্তিধর দেশের’ সঙ্গে অনুষ্ঠিত এ বৈঠক ‘সফল’ হয়েছে।
যদিও গাজা সিটিতে ইসরায়েল এখনো ক্রমাগত বোমাবর্ষণ করে চলেছে। সেখানে প্রতিদিন ডজন ডজন ফিলিস্তিনিকে হত্যা এবং হাজার হাজার মানুষকে জোরপূর্বক অজানা ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।
আরও পড়ুনগাজায় জাতিসংঘ কেন এত অক্ষম, এত অসহায়২১ সেপ্টেম্বর ২০২৫তবে এখন পর্যন্ত বৈঠকের কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। বৈঠকে মিসর, ইন্দোনেশিয়া, জর্ডান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) নেতারা অংশ নেন। ট্রাম্প এই বৈঠক সম্পর্কে বলেছেন, ‘এ–ই সেই দল, যারা সমস্যার সমাধান করতে পারে।’
এখন পর্যন্ত বৈঠকের কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। বৈঠকে মিসর, ইন্দোনেশিয়া, জর্ডান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের নেতারা অংশ নেন। ট্রাম্প এই বৈঠক সম্পর্কে বলেছেন, ‘এ-ই সেই দল, যারা সমস্যার সমাধান করতে পারে।’যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানায়, ধারণা করা হচ্ছিল, ট্রাম্প গাজা যুদ্ধ বন্ধ করা নিয়ে একটি পরিকল্পনা ঘোষণা করবেন। তিনি চান আরব ও মুসলিম দেশগুলো গাজায় সেনা পাঠাতে সম্মত হোক। এতে ইসরায়েল সেখান থেকে সরে যেতে পারবে এবং এ উপত্যকার পুনর্গঠন ও বাসিন্দাদের পুনর্বাসনের জন্য অর্থ জোগাড় করা সম্ভব হবে।
আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম আজ বুধবার জানিয়েছে, বৈঠকের আলোচনার মূল বিষয় ছিল গাজার যুদ্ধ বন্ধ করে স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা। এ ছাড়া গাজায় আটক জিম্মিদের মুক্তি ও তীব্র মানবিক সংকট মোকাবিলা করাও অগ্রাধিকারে ছিল।
আরও পড়ুনফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্রের কোথায় বাধা২২ সেপ্টেম্বর ২০২৫এ আলোচনার পরিকল্পনার সঙ্গে ইসরায়েলের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানা গেছে। তবে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বিস্তারিত জানানো হয়েছে। বৈঠকে ভবিষ্যতে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে সম্পৃক্ত রাখার কথা ভাবা হয়েছে। যদিও ইসরায়েল আগেই জানিয়ে দিয়েছে, তারা এটি মানবে না।
পরিকল্পনায় হামাসেরও কোনো ভূমিকা নেই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দাবি করছে, হামাসকে অবশ্যই নিরস্ত্র ও নির্মূল করতে হবে।
ফিলিস্তিনিদের রাষ্ট্র পাওয়া ‘পুরস্কার নয়, অধিকার’।আন্তোনিও গুতেরেস, জাতিসংঘ মহাসচিব‘যে এক ব্যক্তি সবকিছু বদলাতে পারেন’
ট্রাম্প সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আরব ও মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে এমন সময় বৈঠক করলেন, যখন গাজায় ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদের ঢেউ উঠেছে। সম্মেলনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঢেউ উঠেছে এবং গাজার দুই বছরের যুদ্ধ দ্রুত শেষ করার দাবি জোরালো হয়েছে। গাজায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত অন্তত ৬৫ হাজার ৩৮২ জন নিহত হয়েছেন।
এই সম্মেলনে দেখা গেছে, ইসরায়েলের প্রধান অস্ত্র সরবরাহকারী ও জাতিসংঘসহ আন্তর্জাতিক অঙ্গনে তার কূটনৈতিক ঢাল হিসেবে কাজ করা যুক্তরাষ্ট্র ক্রমেই একা হয়ে পড়ছে। অন্য দেশগুলো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও যুক্তরাষ্ট্র তাদের সমালোচনা করেছে। তেল আবিবকে যুদ্ধ বন্ধে চাপ দেওয়ার কোনো ইঙ্গিতও দেয়নি যুক্তরাষ্ট্র।
আরও পড়ুনফিলিস্তিনকে আরও ছয় দেশের স্বীকৃতি, সংঘাত বন্ধ চান ট্রাম্প ১৫ ঘণ্টা আগেট্রাম্প সাধারণ পরিষদের অধিবেশনে দীর্ঘ বক্তৃতায় বলেন, ফ্রান্স, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগালসহ অন্য দেশগুলোর ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হামাসকে ‘ভয়াবহ হত্যাকাণ্ডের পুরস্কার’ দেওয়ার মতো এবং এতে যুদ্ধ আরও দীর্ঘায়িত হবে। তিনি যুদ্ধের ‘তাত্ক্ষণিক’ সমাপ্তির আহ্বান জানান। তবে গাজার ভয়ানক মানবিক সংকটের কথা উল্লেখ করেননি।
ট্রাম্পের এ বক্তব্য জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া বক্তব্যের বিপরীত। গুতেরেস রোববার বলেন, ফিলিস্তিনিদের রাষ্ট্র পাওয়া ‘পুরস্কার নয়, অধিকার’।
ট্রাম্প সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আরব ও মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে এমন সময় বৈঠক করলেন, যখন গাজায় ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদের ঢেউ উঠেছে। সম্মেলনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঢেউ উঠেছে এবং গাজার দুই বছরের যুদ্ধ দ্রুত শেষ করার দাবি জোরালো হয়েছে।আল–জাজিরার কূটনৈতিক সম্পাদক জেমস বেস নিউইয়র্ক থেকে জানান, জাতিসংঘের কূটনীতিকদের ধারণা, হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প প্রায়ই শুধু একপক্ষের কথা শুনছেন। তিনি বলেন, ‘নিরাপত্তা পরিষদে ইসরায়েলের একজন সমর্থক আছে, একজনই অর্থ দিচ্ছে, একজনই অস্ত্র দিচ্ছে এবং সেই সমর্থক হচ্ছে যুক্তরাষ্ট্র। তাই মূল মানুষ, যিনি সবকিছু বদলাতে পারেন, তিনি ডোনাল্ড ট্রাম্প।’
ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে গত সোমবার ফ্রান্স ও সৌদি আরব আয়োজিত ‘দ্বি–রাষ্ট্রীয় সমাধান’ সংক্রান্ত জাতিসংঘ সম্মেলনে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো বলেন, তাঁর দেশ গাজায় শান্তিরক্ষী বাহিনী পাঠাতে প্রস্তুত।
আরও পড়ুনজাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রাধান্য পাবে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্র প্রসঙ্গ১৯ সেপ্টেম্বর ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: য ক তর ষ ট র বল ছ ন রস ক র ইসর য
এছাড়াও পড়ুন:
কোচ গার্দিওলার ১০০০তম ম্যাচের আগে যা জানতে পারেন
রোববার লিভারপুলের বিপক্ষে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি। আর এই ম্যাচেই কোচ হিসেবে এক অনন্য মাইলফলক ছুঁয়ে ফেলবেন পেপ গার্দিওলা—এটাই হবে তাঁর কোচিং ক্যারিয়ারের হাজারতম ম্যাচ।
২০০৭ সালে বার্সেলোনা ‘বি’ দলের দায়িত্ব নিয়ে কোচিং শুরু করেছিলেন গার্দিওলা। এর পর থেকে এখন পর্যন্ত তিনি পরিচালনা করেছেন ৯৯৯টি ম্যাচ। এর মধ্যে জয় এসেছে ৭১৫টিতে, হার মাত্র ১২৮টিতে।
বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার সিটির হয়ে কোচ হিসেবে গার্দিওলা জিতেছেন ১২টি লিগ শিরোপা ও ৩টি চ্যাম্পিয়নস লিগ ট্রফি। এ ছাড়া তাঁর গৌরবময় ক্যারিয়ারে আছে আরও ১৪টি ঘরোয়া কাপ শিরোপা।
আরও পড়ুনরেকর্ড গড়ার পর গার্দিওলা বললেন, ‘ফার্গুসন–ওয়েঙ্গারকে ডিনারের আমন্ত্রণ জানাব’০৬ অক্টোবর ২০২৫বিবিসি স্পোর্ট তাঁকে জিজ্ঞাসা করেছিল, কত ম্যাচ জিতেছেন, জানেন কি না। গার্দিওলা হেসে বলেছিলেন, ‘অবশ্যই জানি, অনেক। সংখ্যাগুলো সত্যিই অবিশ্বাস্য। আমি সংখ্যাগুলো নিয়ে ভাবি না। কিন্তু যখন এমন মাইলফলক আসে এবং আমি করেছি তা লেখা হয়, শুধু প্রিমিয়ার লিগ নয়, চ্যাম্পিয়নস লিগেও—তখন বোঝা যায় বার্সেলোনা, বায়ার্ন আর এখানেও অসাধারণ কিছু অর্জন করেছি।’
গার্দিওলা আরও বলেন, ‘এমন স্তরে পৌঁছানো খুব কঠিন। যদি আবার শুরু করতাম, হয়তো কখনোই এত দূর যেতে পারতাম না। এটা অনেক বড় পথ। প্রায় ১০০০ ম্যাচের মধ্যে অল্প কিছু ম্যাচে হেরেছি। আশা করি, রোববারও আমরা জয়ের ধারাটা ধরে রাখতে পারব।’
গার্দিওলার এই মাইলফলককে শুভেচ্ছা জানিয়েছেন কিংবদন্তি স্যার অ্যালেক্স ফার্গুসন। ক্যারিয়ারে দুই হাজারের বেশি ম্যাচ পরিচালনা করা ফার্গুসন বলেছেন, ‘পেপ! আমি অত্যন্ত আনন্দিত যে আপনাকে লিগ ম্যানেজারস অ্যাসোসিয়েশনের (এলএমএ) হল অব ফেমের ১০০০ ক্লাবে স্বাগত জানানোর সুযোগ পাচ্ছি।
খেলার প্রতি আপনার ভালোবাসা ও আবেগ সব সময় স্পষ্টভাবে দেখা যায়। আপনি যেভাবে বিশ্বের ফুটবলে অবিস্মরণীয় প্রভাব রেখে যাচ্ছেন, তা নিয়ে আপনার গর্বিত হওয়া উচিত। ১০০০টি ম্যাচে পৌঁছানো এবং ফুটবলে এমন দীর্ঘস্থায়িত্ব অর্জন করা এক গুরুত্বপূর্ণ মাইলফলক।’