মানিকগঞ্জে ডেরা রিসোর্ট বন্ধের দাবিতে স্মারকলিপি
Published: 24th, September 2025 GMT
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পুরান গ্রামে অবস্থিত ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টার স্থায়ীভাবে বন্ধ এবং রিসোর্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন স্থানীয় উলামায়ে কেরাম ও এলাকাবাসী।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে মানিকগঞ্জ জেলা প্রশাসক ড.
আরো পড়ুন:
গাজীপুরে নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ, নদীতে মিলল লাশ
চট্টগ্রামে পর্যটকদের সঙ্গে অটোরিকশার চালকদের সংঘর্ষ, আহত ১২
স্মারকলিপিতে বলা হয়, বিগত সরকারের আমলে অদৃশ্য ক্ষমতাবলে নিয়মনীতি উপেক্ষা করে ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টার কার্যক্রম শুরু করে এবং ভেতরে মাদকসহ নানা অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল। এলাকাবাসীর জোরালো প্রতিবাদের প্রেক্ষিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশনায় জেলা প্রশাসনের তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলেও দাবি করেন তারা।
স্মারকলিপিতে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। এগুলো হলো, রিসোর্টের কার্যক্রম বন্ধ করে সেখানে কল-কারখানা স্থাপন, রিসোর্টের ভেতরে অবৈধভাবে দখল করা কবরস্থান উদ্ধার করে গ্রামবাসীর জন্য উন্মুক্ত করা, ভরাটকৃত সরকারি খাল উদ্ধার করে পুনঃখননের মাধ্যমে ফসলি জমির জলাবদ্ধতা নিরসন, জমিজমা হারানো ক্ষতিগ্রস্তদের জমি ফেরত দেওয়া ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া।
জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে স্মারকলিপিতে বলা হয়, অনতিবিলম্বে উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
স্মারকলিপি প্রদান কালে জেলা ইমাম পরিষদের সভাপতি সাঈদ নূর, জেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুজিবুর রহমান, ঘিওর উপজেলা পরিষদের ইমাম আলমগীর হোসেন, মুফতি হাসান মুহাম্মদ শরীফ, নবগ্রাম জামে মসজিদের ইমাম মুহামুদুল্লাহ আল মাহমুদ, ভুক্তভোগী আব্দুর রাজ্জাক, মোহাম্মদ লিটন মিয়াসহ গ্রামবাসী উপস্থিত ছিলেন।
গত ১৩ সেপ্টেম্বর অনলাইন নিউজপোর্টাল রাইজিংবিডিডটকম-এ ‘কবরস্থানে হরিণের খামারসহ নানা অনিয়মের আখড়া ডেরা রিসোর্ট’ শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হয়। ওই প্রতিবেদন প্রকাশের পর বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় ডেরা রিসোর্টের লাইসেন্স বাতিল করে মানিকগঞ্জের জেলা প্রশাসককে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়।
ঢাকা/চন্দন/বকুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর পর যটন পর যটক ম ন কগঞ জ স ম রকল প
এছাড়াও পড়ুন:
২ দিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি
দুই দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে পাবনা স্টেডিয়ামে পৌঁছান রাষ্ট্রপতি।
এসময় পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোরতোজা আলী খান তাকে স্বাগত জানান। পরে ৯টা ৪৫ মিনিটে সার্কিট হাউজে উপস্থিত হয়ে গার্ড অব অনার গ্রহণ করেন। সকাল ১১টায় পাবনা সদরের আরিফপুর কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত করবেন রাষ্ট্র্রপতি।
এরপর ১১টা ৩০ মিনিটে পাবনা শহরের কালাচাঁদপাড়ার জুবলীট্যাঙ্ক এলাকার নিজ বাড়িতে যাবেন। সেখানে দুপুর ১টায় আত্মীয়-স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও নীরব সময় কাটাবেন। এছাড়া সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন।
সফরের শেষদিন রবিবার (৯ নভেম্বর) সকাল ১০টা ৪৫মিনিটে সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন। ১১টায় পাবনা স্টেডিয়ামে হেলিপ্যাডে উপস্থিত হবেন এবং বঙ্গভবনের উদ্দেশ্যে যাত্রা করবেন।
এদিকে রাষ্ট্রপতির সফরকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্টেডিয়াম, সার্কিট হাউজ, আরিফপুর কবরস্থান ও তার নিজ বাসভবন এলাকায় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রসঙ্গত, ৫ আগস্ট পরবর্তী সময়ে প্রায় ১৫ মাস পর নিজ জেলায় গেলেন রাষ্ট্র্রপতি সাহাবুদ্দিন। এর আগে পতিত সরকারের সময় রাষ্ট্র্রপতির পাবনা সফর ঘিরে সাজ সাজ রব পড়ে যেত। ব্যানার, শুভেচ্ছা ফেস্টুন আর তোরণে ছেয়ে যেত পুরো এলাকা। কিন্তু এবার তার সফর ঘিরে জেলায় নেই কোনো ধরনের উচ্ছ্বাস।
২০২৩ সালের ২৪ এপ্রিল ২২ তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর ওই বছরে ১৫মে পাবনায় প্রথম সফরে যান তিনি। সবমিলিয়ে তিনি চারবার পাবনা সফর করেছেন। এটি তার পঞ্চম সফর।
ঢাকা/শাহীন/এস