রাজ্যের মর্যাদার দাবিতে লাদাখে ব্যাপক বিক্ষোভ, নিহত ৪
Published: 24th, September 2025 GMT
রাজ্যের মর্যাদা এবং স্থানীয় বাসিন্দাদের জন্য চাকরির কোটার দাবিতে ভারতের লাদাখে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বুধবার বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষে কমপক্ষে চারজন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে। দুটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিল করে নয়াদিল্লির সরাসরি প্রশাসনের অধীনে নিয়ে আসে। এর পর থেকে বৌদ্ধ-মুসলিম ছিটমহলটি তার স্বায়ত্তশাসন হারায়।
অধিকার কর্মী সোনম ওয়াংচুকের নেতৃত্বে বিক্ষোভকারীরা লাদাখকে বিশেষ মর্যাদা দেওয়ারও দাবি জানিয়েছেন, যাতে উপজাতীয় এলাকাগুলিকে রক্ষা করার জন্য নির্বাচিত স্থানীয় সংস্থা তৈরি করা যায়।
বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, লেহ শহরের প্রধান এলাকায় মোদির ভারতীয় জনতা পার্টির অফিস ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনা ঘটেছে।
এএনআই-এর ভিডিওতে অফিস কমপ্লেক্সের সীমানা প্রাচীরের পেছন থেকে কালো ধোঁয়া বের হতে দেখা গেছে এবং অন্যত্র শত শত মানুষ স্লোগান দিচ্ছে।
ভারতীয় টিভি চ্যানেলগুলোতে একটি পরিত্যক্ত পুলিশের গাড়ি দেখানো হয়েছে যার সামনে থেকে আগুন জ্বলছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কিছু তরুণ বিক্ষোভকারী পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়েছে এবং তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়েছে।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, ২০ জন পুলিশ কর্মীসহ ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।
ওয়াংচুক বলেছেন, “যুবকদের হতাশাই তাদের রাস্তায় নামিয়ে এনেছে.
লাদাখের লেফটেন্যান্ট-গভর্নর এবং পুলিশের কার্যালয় রয়টার্সের মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।
ঢাকা/শাহেদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ইসির সামনে অনশনরত তারেকের পাশে রিজভী
নতুন রাজনৈতিক দল আমজনতা দল নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন না পাওয়ায় দলটির সদস্য সচিব তারেক রহমান আমরণ অনশন শুরু করেছেন। গত মঙ্গলবার (৪ নভেম্বর) থেকে তিনি ইসি ভবনের সামনে এই অনশন চালিয়ে যাচ্ছেন এবং নিবন্ধন না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
এই অনশন কর্মসূচিতে এবার সংহতি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বৃহস্পতিবার (৬ নভেম্বর) আমজনতা দলের দাবির প্রতি সমর্থন জানিয়ে অনশনস্থলে উপস্থিত হন।
আরো পড়ুন:
পাশের দেশে পালান ব্যক্তিকে ফেরাতে সুড়ঙ্গ তৈরির চেষ্টা চলছে: রিজভী
আহত বিএনপি নেতা রফিকের শয্যাপাশে রিজভী
রুহুল কবির রিজভী বলেন, ‘‘তারেকের আমজনতার দল নিবন্ধিত হয়নি। আমি দেখেছি, কিছু গুরুত্বহীন দলও নিবন্ধিত হয়েছে। কিন্তু তারেকের দলকে নিবন্ধন দেওয়া হলো না কেন আমি বুঝতে পারলাম না। তারেক এই দেশের স্বার্থে, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন; দেশের সার্বভৌমত্বের পক্ষে কথা বলেছেন।’’
রিজভী আরো বলেন, ‘‘তারেক একটি রাজনৈতিক দল গঠন করেছেন এবং সেটির নিবন্ধনের জন্য আবেদন করেছেন। তিনি তো কোনো গোপন রাজনৈতিক দল করতে চাননি। আইনসম্মতভাবে রাজনীতি করতে চেয়েছেন। তিনি স্বাধীনতার পক্ষে কাজ করেছেন। আজকে তার দলের নিবন্ধন দেবেন না, তাহলে আপনারা কাদের নিবন্ধন দেবেন?’’
তারেকের প্রতি সংহতি জানিয়ে রিজভী বলেন, ‘‘তারেক যে রাজনৈতিক দল গঠন করেছেন, তার নিবন্ধন অবশ্যই প্রাপ্য। এই ন্যায়সঙ্গত কারণে তিনি যে অনশন কর্মসূচি পালন করছেন, তার প্রতি আমি বাংলাদেশ জাতীয়তাবদী দল-বিএনপির পক্ষ থেকে পূর্ণ সংহতি জ্ঞাপন করছি।’’
ঢাকা/আসাদ/বকুল