জাতিসংঘে তিনটি ষড়যন্ত্রমূলক ঘটনার শিকার হওয়ার দাবি ট্রাম্পের
Published: 25th, September 2025 GMT
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে তিনটি ষড়যন্ত্রমূলক ঘটনার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। ট্রাম্পের দাবি, তাকে হেনস্তা করতেই এই ষড়যন্ত্র করা হয়েছে। খবর এবিসি নিউজের।
ঘটনার বিস্তারিত জানিয়ে বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেছেন।
আরো পড়ুন:
সন্দেহভাজন মাদকবাহী নৌকায় মার্কিন হামলা ‘স্বৈরাচারী কাজ’: কলম্বিয়ার প্রেসিডেন্ট
ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধান উপদেষ্টার
পোস্টে তিনি লিখেন, “মঙ্গলবার জাতিসংঘে যা ঘটেছে, তা খুবই লজ্জার। একটি বা দুটি ঘটনা নয়, তিন তিনটি খারাপ ঘটনা ঘটেছে। প্রথমত, যে এসকেলেটর (চলন্ত সিঁড়ি) ব্যবহার করে মূল তলায় যাচ্ছিলাম, তা একটা বিকট শব্দ করে হঠাৎ থেমে যায়। ভাগ্য ভালো যে, আমি আর মেলানিয়া ওই স্টিলের সিঁড়ির ধারালো কোণায় পড়ে যাইনি। আমরা দুজনেই হ্যান্ডরেলটা শক্ত করে ধরেছিলাম, অন্যথায় ভয়ঙ্কর কিছু ঘটতে পারত। এটা পরিষ্কার অন্তর্ঘাত ছিল, কারণ এর আগের দিনই দ্য লন্ডন টাইমস-এর একটি পোস্টে উল্লেখ করা হয়েছিল যে, জাতিসংঘের কর্মীরা এসকেলেটর বন্ধ করে দেওয়ার ব্যাপারে মজা করছিল। যারা এটা করেছে, তাদের গ্রেপ্তার করা উচিত।”
ট্রাম্প আরো যোগ করেন, “এরপরে জাতিসংঘের মঞ্চে বক্তব্যের জন্য আমি যখন দাঁড়িয়ে, আমার টেলিপ্রম্পটার কাজ করা বন্ধ করে দিল। বাহ, কী দারুন জায়গায় গেলাম। প্রথমে এসকেলেটর বন্ধ, তারপরেই টেলিপ্রম্পটার বন্ধ। তৃতীয়ত, টেলিপ্রম্পটার ছাড়াই ১৫ মিনিট দারুণ ভাষণ দেওয়ার পরে জানতে পারলাম অডিটরিয়ামের সাউন্ড বন্ধ। মেলানিয়াকে যখন বললাম, কেমন হলো ভাষণ? ও বলল, তুমি কী বললে, সেটা আমি শুনতেই পাইনি। এটা কাকতালীয় হতেই পারে না।”
ট্রাম্প জানান, এটা স্পষ্ট ‘অন্তর্ঘাত’। জাতিসংঘের মহাসচিবকে চিঠিও দিয়েছেন তিনি। দ্রুত এর তদন্তের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
এদিকে, ট্রাম্পের এই অভিযোগের বিষয়ে জাতিসংঘের কর্মকর্তারা ভিন্ন কথা বলেছেন। তারা জানান যে, এসকেলেটর বন্ধ হয়ে যাওয়ার ঘটনার সঙ্গে সম্ভবত ট্রাম্পের নিজস্ব ফটোগ্রাফার জড়িত ছিলেন। তিনি হয়তো অনিচ্ছাকৃতভাবে এসকেলেটরের উপরের দিকে থাকা থামানোর বোতামটি প্রেস করেছিলেন।
টেলিপ্রম্পটারটি হোয়াইট হাউজ সরবরাহ এবং নিয়ন্ত্রণ করছিল, তাই এ ব্যাপারে তাদের কোনো হস্তক্ষেপ ছিল না। একজন নাম প্রকাশে অনিচ্ছুক জাতিসংঘের কর্মকর্তা জানান যে, সাউন্ড সিস্টেমটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে শ্রোতারা তাদের আসনে বসে ইয়ারপিসের মাধ্যমে ছয়টি ভিন্ন ভাষায় ভাষণ শুনতে পান। তিনি ট্রাম্পের দাবির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
গণঅভ্যুত্থানে হত্যায় বিএনপি নেতাকর্মীদের আসামি করার প্রতিবাদে বিক
রাজধানীর মিরপুর থানায় দায়ের করা জুলাই গণঅভ্যুত্থানে হত্যা মামলায় শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা বিএনপির নেতাকর্মীদের নাম অন্তর্ভুক্ত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে উপজেলা বিএনপি এবং সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার কোদালপুর বাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বাজার প্রদক্ষিণ করে কোদালপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আরো পড়ুন:
জলাবদ্ধতা নিরসনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ
খাগড়াছড়িতে ১৪৪ ধারা বহাল, ২ মহাসড়কে অবরোধ শিথিল
মানববন্ধনে বক্তারা বলেন, গত ২০ সেপ্টেম্বর ঢাকার মিরপুর থানায় ফ্যাসিস্ট হাসিনাকে প্রধান আসামি করে গণঅভ্যুত্থানে নিহতের ঘটনায় হত্যা মামলা করা হয়। মামলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি ষড়যন্ত্রমূলকভাবে গোসাইরহাট উপজেলা বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। অবিলম্বে মামলা থেকে নিরপরাধ বিএনপি নেতাকর্মীদের নাম প্রত্যাহারের দাবি জানান তারা।
গোসাইরহাট উপজেলা বিএনপির সদস্য তারেক আজিজ মোবারক ঢালী বলেন, ‘‘যেসব বিএনপি নেতাকর্মীর নাম মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে, তারা সকলে বিগত দিনে স্বৈরাচারি হাসিনাবিরোধী আন্দোলনে আমার সঙ্গে কাজ করেছেন। তাদের ষড়যন্ত্রমূলকভাবে মামলায় ফাঁসানো হয়েছে। আমরা চাই অবিলম্বে তাদের অব্যাহতি দেওয়া হোক।’’
কোদালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম সালু মৃধা বলেন, ‘‘বিগত দিনে বিএনপি করার কারণে আমরা মামলা খেয়েছি, জেল খেটেছি, হামলার শিকার হয়েছি। এখন আবার আমাদের নাম একই মামলায় জড়ানো হয়েছে। এটি ঘৃণিত ষড়যন্ত্র, এর সঙ্গে জড়িতদের বিচার চাই।’’
ভুক্তভোগী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন মৃধা বলেন, ‘‘আমি বিগত দিনে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলাম। এমনকি, জুলাই আন্দোলনেও অংশ নিয়েছি। কিন্তু দুঃখের বিষয়, গত ২০ সেপ্টেম্বর আমার নাম মিরপুর থানার মামলায় অন্তর্ভুক্ত করা হয়।’’
তিনি এর তীব্র নিন্দা এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে মামলা থেকে তার নাম প্রত্যাহারের দাবি জানান।
ঢাকা/আকাশ/বকুল