ফতুল্লায় নিহত যুবদল নেতা ইব্রাহিমের বাসায় মামুন মাহমুদ
Published: 3rd, October 2025 GMT
ফতুল্লা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হাজীগঞ্জ এলাকায় যুবদল নেতা নিহত ইব্রাহিমের বাসায় গিয়ে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
এসময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে তিনি পরিবারের কাছে আর্থিক অনুদান তুলে দেন। শুক্রবার আসরের নামাজ শেষে মসজিদে ইব্রাহিম এর জন্য মিলাদ ও দোয়া শেষে তাঁর বাসায় যান তিনিসহ নেতৃবৃন্দ।
২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকার মহা-সমাবেশে হিব্রাহিম পুলিশের ব্যাপক নির্যাতনের শিকার হন। এরপর দীর্ঘদিন চিকিৎসা গ্রহনের একপর্যায়ে গত ৩ সেপ্টম্বর মারা যান।
অধ্যাপক মামুন মাহমুদ বলেন বিল্লাল গনতন্ত্রের জন্য জীবন দিয়েছে। আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইব্রাহিমের পরিবারের পাশে রয়েছেন। আমরাও তার পরিবারের সুবিধা ও অসুবিধায় পাশে থাকবো।
এরআগে ইব্রাহিমের বাড়ির পাশ্ববর্তী মসজিদে মিলাদে অংশগ্রহণ করেন অধ্যাপক মামুন মাহমুদসহ ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী ভুঁইয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: য বদল ব এনপ ন র য়ণগঞ জ পর ব র র
এছাড়াও পড়ুন:
‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’য় হামলার নিন্দা ও গাজায় গণহত্যা বন্ধের দাবি
গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’য় ইসরায়েলের হামলা ও গাজায় ফিলিস্তিনিদের ওপর দেশটির চালানো গণহত্যার তীব্র প্রতিবাদ জানালেন মানবাধিকার, পরিবেশ, নারী, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা, ক্রীড়া ও স্বেচ্ছাসেবীসহ নানা অঙ্গনের ৭০টি সংগঠনের কর্মীরা ও সাধারণ মানুষ। আওয়াজ তুললেন, ফিলিস্তিনবাসীর মুক্তি ও স্বাধীনতার। নৌবহরের গ্রেপ্তার মানবাধিকারকর্মীদেরও অবিলম্বে মুক্তির দাবি করেছেন তাঁরা।
আজ শুক্রবার বেলা সাড়ে তিনটায় ‘বাংলাদেশ ইয়ুথ সিনার্জি অ্যালায়েন্স’–এর ব্যানারে জাতীয় সংসদের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত এক মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে ওই প্রতিবাদ ও দাবি জানানো হয়। এ আয়োজনে প্রথাগত কোনো সভাপতি বা নির্দিষ্ট কোনো বক্তা ছিলেন না।
‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’য় ইসরায়েলের হামলা ও গাজায় দেশটির চলমান গণহত্যার প্রতিবাদে জাতীয় সংসদ ভবনের সামনে ৭০টি সংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার বিকেলে