খাগড়াছড়িতে অস্থিরতার ইন্ধনের অভিযোগ অস্বীকার ভারতের
Published: 3rd, October 2025 GMT
খাগড়াছড়ি জেলায় সাম্প্রতিক অস্থিরতায় নয়াদিল্লি ইন্ধন দিচ্ছে বলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রশাসনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে ভারত। শুক্রবার সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে ভারতীয় পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই বিষয়ে কথা বলেছেন।
বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর মন্তব্য সম্পর্কে এএনআই-এর এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, “আমরা এই মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগগুলোকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে আইনশৃঙ্খলা বজায় রাখতে অক্ষম, নিয়মিতভাবে দোষ অন্যত্র চাপানোর চেষ্টা করার অভ্যাস তাদের রয়েছে।”
সোমবার বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.
রণধীর জয়সওয়াল দাবি করেছেন, “পার্বত্য চট্টগ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে স্থানীয় চরমপন্থীদের সহিংসতা, অগ্নিসংযোগ ও জমি দখলের কর্মকাণ্ডের আত্মসমালোচনা এবং গুরুতর তদন্ত পরিচালনা করা ভালো হবে।”
ঢাকা/শাহেদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মিরপুরে পুলিশের পিওএমে হাসপাতালের বহির্বিভাগ সেবা চালু
মিরপুরে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) একটি ভবনে পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য হাসপাতালের বহির্বিভাগ সেবা চালু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের (সিপিএইচ) পরিচালকের নিয়ন্ত্রণে থাকবে এই বহির্বিভাগ। এখন থেকে পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা এখানে চিকিৎসা পাবেন। আজ শুক্রবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পিওএমের একটি ভবনে হাসপাতালের এই বহির্বিভাগ উদ্বোধন করেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি। বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণে এটি ইতিবাচক ভূমিকা পালন করবে। এর ফলে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে রোগীর চাপ কমবে। পুলিশ সদস্যরা এখন থেকে মিরপুরে পিওএমে চালু হওয়া বহির্বিভাগে চিকিৎসা নিতে পারবেন। এখানে রোগনির্ণয়ে প্রয়োজনীয় নমুনাও সংগ্রহ করা হবে। এ ছাড়া অন্যান্য সেবার মধ্যে সরকারি বিধি মোতাবেক প্রয়োজনীয় ওষুধ সরবরাহ, ফিজিওথেরাপি এবং অবজারভেশন (পর্যবেক্ষণ) সুবিধা থাকবে এই বহির্বিভাগে।
মিরপুরে পিওএমের ভবনে হাসপাতালের বহির্বিভাগ সেবা উদ্বোধনের পর সেখানে চিকিৎসার বন্দোবস্ত ঘুরে দেখেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ৩ অক্টোবর, ২০২৫