আহমদ রফিকের প্রয়াণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
Published: 3rd, October 2025 GMT
ভাষাসংগ্রামী, লেখক ও রবীন্দ্র গবেষক আহমদ রফিকের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।
শুক্রবার (৩ অক্টোবর) পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এক শোকবার্তায় বলেন, “তার মৃত্যুতে দেশ এক কৃতি সূর্যসন্তানকে হারাল।”
বিবৃতিতে সাইফুল হক বলেন, “সাম্যভিত্তিক অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সংস্কৃতি নির্মাণে আহমদ রফিক গত সাত দশক ধরে অগ্রণী ভূমিকা পালন করেছেন। লেখক ও রবীন্দ্র গবেষক হিসেবে তিনি খ্যাতি অর্জন করলেও, কোনো পুরস্কার বা স্বীকৃতি তাকে আদর্শচ্যুত করতে পারেনি। মানবিকতা ও নীতির প্রশ্নে তিনি ছিলেন অবিচল ও আপসহীন।”
তিনি বলেন, “স্বল্পভাষী ও অহংকারবর্জিত এই মানুষটি আগামী অনেক প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন।”
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে বিবৃতিতে আহমদ রফিকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তার শোকসন্তপ্ত পরিবার ও গুণমুগ্ধদের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়।
ঢাকা/এএএম/এসবি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
গাজীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত
গাজীপুরের কালীগঞ্জে ড্রাম ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের তিনজন। তাদের গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) সকালে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিাক সড়কের কালীগঞ্জ পৌর এলাকার দেওপাড়া চত্বরে দুর্ঘটনার শিকার হন তারা।
আরো পড়ুন:
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত
পাবনায় দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৩
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- নরসিংদীর মনোহরদীর দশদোনা এলাকার নুরুল হকের ছেলে অলিউল্লাহ (৪০) এবং ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পাগলীপুর এলাকার মৃত শুক্কুর মাহমুদের ছেলে আবু তালেব (২৭)।
আহতরা হলেন- সিরাজগঞ্জের হাফিজুর রহমান (৪০), তার স্ত্রী ছালমা বেগম (৩৫) এবং এই দম্পতির চার বছরের শিশু তামিম। তারা সফিপুর থেকে অটোরিকশায় করে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিাক সড়ক হয়ে নরসিংদী যাচ্ছিলেন।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাকসুদুল কবির নকিব জানান, ঘটনাস্থলেই দুইজন মারা গেছেন। আহত তিনজনকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাদের গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল মিয়া জানান, ঘোড়াশালের দিক থেকে আসা ইটের শুরকি ভর্তি একটি ড্রাম ট্রাক নরসিংদীগামী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দিলে হতাহতের ঘটনাটি ঘটে।
কালীগঞ্জ থানার ওসি জানান, দুর্ঘটনা কবলিত ড্রাম ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা/রফিক/মাসুদ