পুরান ঢাকার একটি রেস্তোরাঁয় খাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমানের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়।

হাসিবুর অসুস্থ হয়ে পড়ার সময় তাঁর সঙ্গে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আয়াতুল্লাহ আল মাহমুদ। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্যসচিবের সাথে পুরান ঢাকার স্টার কাবাব রেস্টুরেন্টে খাওয়াদাওয়া করছিলাম। এ সময় হঠাৎ করে হাসিব ভাই অসুস্থ বোধ করেন। ভাই আমাকে বললেন, আমি নিশ্বাস নিতে পারছি না, আমার শ্বাসকষ্ট হচ্ছে। আমি তাঁকে দ্রুত পানি খাওয়ার জন্য দেই।

পানি নেওয়ার আগেই তিনি নিচে পড়ে যান, আমি তাঁকে পিছন থেকে ধরে ফেলি। সে মুহূর্তে জরুরিভাবে আমরা তাঁকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করাই। সেখানে ইসিজি করে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ রুহুল আমিন প্রথম আলোকে বলেন, হাসিবুর রহমানকে যখন হাসপাতালে আনা হয়, তখন তাঁর হৃৎস্পন্দন ছিল খুবই সামান্য। সঙ্গে সঙ্গে তাঁর ইসিজি করা হয়, তাতে তাঁর হৃৎস্পন্দন সম্পূর্ণ সমান্তরালে আসে। 

‘আমরা ধারণা করছি, উনি হার্ট অ্যাটাকে মারা গেছেন,’ বলেন চিকিৎসক রুহুল আমিন।

হাসিবুর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ভোলা জেলায়।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

গ্যালারি কায়ায় শুরু হয়েছে প্রদর্শনী ‘অন দ্য হরাইজন’

রাজধানীর উত্তরার গ্যালারি কায়ায় শুরু হয়েছে শিল্পী ত্রিবেদী গুপুর একক চিত্র প্রদর্শনী ‘অন দ্য হরাইজন’। বিভিন্ন মাধ্যমে আঁকা শিল্পীর ৯৪টি চিত্রকর্ম নিয়ে শুরু হয়েছে এ প্রদর্শনী। শুক্রবার সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন করেন স্থপতি ও শিল্প সমালোচক শামসুল ওয়ারেস ও শিল্পী অধ্যাপক আবদুর শাকুর শাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে শামসুল ওয়ারেস কলকাতায় প্রাচ্যকলার সূত্রপাত নিয়ে আলোচনা করেন। এরপর তিনি শিল্পের বৈশ্বিক মান ও স্থানিক সংযোগের গুরুত্ব তুল ধরেন। তিনি বলেন, আজকের দিনে শিল্পকে বৈশ্বিক হতে হবে। তবে তার একটি স্থানিক গুরুত্ব থাকতে হবে। যেটা শিল্পী ত্রিবেদী গুপুর কাজে রয়েছে।

শামসুল ওয়ারেস বলেন, জাপান, ভারত বা বাংলাদেশ—শিল্পী যে দেশের হবেন, তাঁর কাজে যেন সেই জায়গার বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায়। একই সঙ্গে সেই শিল্পটির মধ্যে এমন ভাবনা থাকতে হবে, যা বৈশ্বিক অর্থাৎ যেকোনো দেশের, ভাষার মানুষ—সে শিল্পের সঙ্গে নিজের সংযোগ খুঁজে পায়।

প্রদর্শনীর উদ্বোধনীতে অধ্যাপক আবদুর শাকুর শাহ বলেন, শিল্পীরা এখন আগের চেয়ে অনেক স্বাধীনভাবে ভাবার অবকাশ পায়। একসময শিল্পাচার্য জয়নুল আবেদিনরা যখন শিল্পচর্চা শুরু করেছিলেন, তখন শিল্পীদের জীবিকা নির্বাহ করতেই অনেক কাজে সীমাবদ্ধতা টানতে হতো। এখন অনেক মাধ্যম তৈরি হয়েছে।

শিল্পী ত্রিবেদী গুপুর একক চিত্র প্রদর্শনী ‘অন দ্য হরাইজন’–এর উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা। শুক্রবার রাজধানীর উত্তরার গ্যালারি কায়ায় শুরু হয়েছে এই প্রদর্শনী

সম্পর্কিত নিবন্ধ