রেস্তোরাঁয় খেতে গিয়ে অসুস্থ হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার মৃত্যু
Published: 3rd, October 2025 GMT
পুরান ঢাকার একটি রেস্তোরাঁয় খাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমানের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়।
হাসিবুর অসুস্থ হয়ে পড়ার সময় তাঁর সঙ্গে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আয়াতুল্লাহ আল মাহমুদ। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্যসচিবের সাথে পুরান ঢাকার স্টার কাবাব রেস্টুরেন্টে খাওয়াদাওয়া করছিলাম। এ সময় হঠাৎ করে হাসিব ভাই অসুস্থ বোধ করেন। ভাই আমাকে বললেন, আমি নিশ্বাস নিতে পারছি না, আমার শ্বাসকষ্ট হচ্ছে। আমি তাঁকে দ্রুত পানি খাওয়ার জন্য দেই।
পানি নেওয়ার আগেই তিনি নিচে পড়ে যান, আমি তাঁকে পিছন থেকে ধরে ফেলি। সে মুহূর্তে জরুরিভাবে আমরা তাঁকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করাই। সেখানে ইসিজি করে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ রুহুল আমিন প্রথম আলোকে বলেন, হাসিবুর রহমানকে যখন হাসপাতালে আনা হয়, তখন তাঁর হৃৎস্পন্দন ছিল খুবই সামান্য। সঙ্গে সঙ্গে তাঁর ইসিজি করা হয়, তাতে তাঁর হৃৎস্পন্দন সম্পূর্ণ সমান্তরালে আসে।
‘আমরা ধারণা করছি, উনি হার্ট অ্যাটাকে মারা গেছেন,’ বলেন চিকিৎসক রুহুল আমিন।
হাসিবুর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ভোলা জেলায়।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ জয়ী না হয়েও জিতেছে: মিথিলা
থাইল্যান্ডে অনুষ্ঠিত ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা শেষ করে দেশে ফিরেছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
বিমানবন্দরে নেমেই উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মিথিলা। প্রথমেই কৃতজ্ঞতা জানান দেশ–বিদেশের সেই সমর্থকদের, যারা তাকে ভোট দিয়ে এগিয়ে নিতে সাহায্য করেছেন। অভিজ্ঞতার কথা বলতে গিয়ে মিথিলা বলেন, “মিস ইউনিভার্সে অংশ নিয়ে আমি খুব কাছ থেকে শিখে এসেছি কীভাবে কী করতে হয়। সবচেয়ে বড় ব্যাপার—বাংলাদেশ জয়ী না হয়েও জিতেছে। টপ ৩০-এ যারা উঠেছেন, তাদের প্রত্যেকেরই ফিনালে যাওয়ার মতো সক্ষমতা রয়েছে, মুকুট পরার মেধাও আছে। এই যাত্রায় আমি গর্বিত। এরপর যিনি এখানে অংশ নিতে আসবেন তাকে সর্বোচ্চ সহায়তা করব।”
আরো পড়ুন:
শ্যুটিংয়ে নিয়ে মডেলকে ধর্ষণ: পরিচালক নাসিরুদ্দিন গ্রেপ্তার
মিস ইউনিভার্স: যে রাউন্ডে মিথিলার স্বপ্নভঙ্গ
গত ২১ নভেম্বর অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেতে প্রতিদ্বন্দ্বিতা করেন মিথিলা। যদিও চূড়ান্ত মুকুট জিততে পারেননি, তবু প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে গড়েছেন নতুন অর্জন। পিপলস চয়েসে ১২১ দেশের প্রতিযোগীর মধ্যে তিনি হয়েছেন তৃতীয়, পাশাপাশি জায়গা করে নিয়েছেন সেরা ৩০-এ যা বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক ফল।
মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও নিজের অবস্থান তৈরি করেছেন তানজিয়া জামান মিথিলা। বলিউডের ‘রোহিঙ্গা’ সিনেমায় তিনি অভিনয় করেন প্রধান নারী চরিত্রে। সিনেমাটি পরিচালনা করেছেন বলিউড নির্মাতা ও ফটোগ্রাফার হায়দার খান। রোহিঙ্গা ও হিন্দি—দুটি ভাষায় নির্মিত এ চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেছেন ‘মিস্টার ভুটান’ স্যাঙ্গে।
ঢাকা/রাহাত/শান্ত