রিকশাচালককে পিটিয়ে হত্যা, অভিযোগ ছাত্রদল নেতা ও তাঁর পরিবারের বিরুদ্ধে
Published: 4th, October 2025 GMT
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একজন রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর চাচাতো ভাই ও স্বজনদের বিরুদ্ধে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে তাঁকে মারধরের ঘটনা ঘটে।
নিহত মো. খোকন মিয়ার (৪০) বাড়ি উপজেলার মগটুলা ইউনিয়নের করমা গ্রামে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, করমা গ্রামের কছিম উদ্দিন ও গিয়াস উদ্দিন নামের দুই ভাই ছিলেন। ৬-৭ বছর আগে গিয়াস উদ্দিনের মৃত্যুর পর জমি নিয়ে কছিম উদ্দিনের সঙ্গে গিয়াস উদ্দিনের ছেলেদের বিরোধ শুরু হয়। বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় থানায় ইতিমধ্যে তিনটি মামলাও হয়। স্থানীয়ভাবে দুই পরিবারের বিরোধ মেটাতে কয়েক দফা উদ্যোগ নেওয়া হলে তা মানেননি কেউ।
স্থানীয় সূত্রের ভাষ্য, গতকাল রাত সাড়ে ১০টার দিকে রিকশা রেখে ঘর থেকে বের হন খোকন মিয়া। এ সময় গিয়াস উদ্দিনের ছেলে স্থানীয় মগটুলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম ও তাঁর ভাই এবং পরিবারের সদস্যরা তাঁকে ধরে নিয়ে পিটিয়ে দুই হাত ও দুই পা ভেঙে দেন। এ সময় তাঁর শরীরের বিভিন্ন স্থানে ও মাথায় আঘাত করা হয়। পরে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে রাত একটার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশ উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক খোকনকে মৃত ঘোষণা করেন।
রিকশাচালককে পিটিয়ে হত্যায় অভিযুক্ত ছাত্রদল নেতা নজরুল ইসলাম.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ য় স উদ দ ন উদ দ ন র
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ জয়ী না হয়েও জিতেছে: মিথিলা
থাইল্যান্ডে অনুষ্ঠিত ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা শেষ করে দেশে ফিরেছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
বিমানবন্দরে নেমেই উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মিথিলা। প্রথমেই কৃতজ্ঞতা জানান দেশ–বিদেশের সেই সমর্থকদের, যারা তাকে ভোট দিয়ে এগিয়ে নিতে সাহায্য করেছেন। অভিজ্ঞতার কথা বলতে গিয়ে মিথিলা বলেন, “মিস ইউনিভার্সে অংশ নিয়ে আমি খুব কাছ থেকে শিখে এসেছি কীভাবে কী করতে হয়। সবচেয়ে বড় ব্যাপার—বাংলাদেশ জয়ী না হয়েও জিতেছে। টপ ৩০-এ যারা উঠেছেন, তাদের প্রত্যেকেরই ফিনালে যাওয়ার মতো সক্ষমতা রয়েছে, মুকুট পরার মেধাও আছে। এই যাত্রায় আমি গর্বিত। এরপর যিনি এখানে অংশ নিতে আসবেন তাকে সর্বোচ্চ সহায়তা করব।”
আরো পড়ুন:
শ্যুটিংয়ে নিয়ে মডেলকে ধর্ষণ: পরিচালক নাসিরুদ্দিন গ্রেপ্তার
মিস ইউনিভার্স: যে রাউন্ডে মিথিলার স্বপ্নভঙ্গ
গত ২১ নভেম্বর অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেতে প্রতিদ্বন্দ্বিতা করেন মিথিলা। যদিও চূড়ান্ত মুকুট জিততে পারেননি, তবু প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে গড়েছেন নতুন অর্জন। পিপলস চয়েসে ১২১ দেশের প্রতিযোগীর মধ্যে তিনি হয়েছেন তৃতীয়, পাশাপাশি জায়গা করে নিয়েছেন সেরা ৩০-এ যা বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক ফল।
মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও নিজের অবস্থান তৈরি করেছেন তানজিয়া জামান মিথিলা। বলিউডের ‘রোহিঙ্গা’ সিনেমায় তিনি অভিনয় করেন প্রধান নারী চরিত্রে। সিনেমাটি পরিচালনা করেছেন বলিউড নির্মাতা ও ফটোগ্রাফার হায়দার খান। রোহিঙ্গা ও হিন্দি—দুটি ভাষায় নির্মিত এ চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেছেন ‘মিস্টার ভুটান’ স্যাঙ্গে।
ঢাকা/রাহাত/শান্ত