জলবায়ু পরিবর্তনের কারণে অনেক প্রজাতির পাখি বর্তমানে ঝুঁকির মধ্যে রয়েছে। আমরা প্রতিদিন যেসব প্রাণী দেখি, তার মধ্যে অনেক পাখিও রয়েছে ঝুঁকিতে। বিশ্বের ৫৪ শতাংশ প্রজাতির পাখি পোকাখেকো। এসব পাখি বেশি সংকটে আছে। এ ছাড়া যেসব সামুদ্রিক পাখি মাছ খায়, তারাও বিলুপ্তির উচ্চঝুঁকিতে রয়েছে। আর তাই পাখিদের রক্ষায় দীর্ঘ ২৬ বছর ধরে বিশাল ডেটাবেজ তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের ইউটা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানী ক্যাগান সেকারিসওগলু। ‘বার্ডবেস’ নামের এই ডেটাবেজে প্রায় ১১ হাজার ৬০০ প্রজাতির পাখির তথ্য রয়েছে। সম্প্রতি বিশ্বের সব বিজ্ঞানীদের জন্য উন্মুক্ত করা হয়েছে ডেটাবেজটি।

ক্যাগান সেকারিসওগলু ১৯৯৯ সালে ছাত্রাবস্থায় বনে বাস করা ও পোকামাকড় খাওয়া গ্রীষ্মমণ্ডলীয় পাখির কিছু প্রজাতির তথ্য জানতে আগ্রহী হন। বিলুপ্তির ঝুঁকিতে থাকা পাখির প্রজাতি সম্পর্কেও জানার আগ্রহ ছিল তাঁর। কিন্তু সে সময় পাখির বিভিন্ন প্রজাতি সম্পর্কে অনেক চেষ্টা করেও বিস্তারিত তথ্য জানতে পারেননি তিনি। তখন থেকেই ক্যাগান বিভিন্ন প্রজাদির পাখি বিশ্লেষণ করা শুরু করেন। এরপর নিজেই একটি ডেটাবেজ তৈরির সিদ্ধান্ত নেন। তাঁর ২৬ বছরের কাজের ফসলই হচ্ছে বার্ডবেস। এই ডেটাবেজে ২৫৪টি পাখি পরিবারের অধীন থাকা ১১ হাজার ৫৮৯টি প্রজাতির পাখির বিভিন্ন বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত রয়েছে। এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে শরীরের ভর, বাসস্থান, খাদ্য, বাসার ধরন, ডিমের সংখ্যা, চলাচলের কৌশল ও উড্ডয়ন উচ্চতার তথ্য।

অনেক তথ্য থাকলেও কিছু বিরল প্রজাতির পাখির তথ্য এখনো অনুপস্থিত বার্ডবেসে। ডেটাবেজটি বর্তমানে বিনা মূল্যে ব্যবহারের সুযোগ থাকায় সহজেই বিভিন্ন প্রজাতির পাখি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়। ফলে যে কেউ চাইলে এখন নিজের আশপাশের এলাকার কেন কোন পাখি অন্যদের চেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে, তা জানতে পারবেন। পাখির ভিন্ন আচরণ তাদের বেঁচে থাকাকে কীভাবে প্রভাবিত করে বা পাখিগুলোর আবাসস্থল হারানোর কতটা ঝুঁকি রয়েছে, তা-ও জানা সম্ভব।

বার্ডবেসের তথ্যমতে, ফল খাওয়া অনেক পাখি গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্রীষ্মমণ্ডলীয় বনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বীজ বিতরণকারী হলো ফল খাওয়া পাখি। কিছু গ্রীষ্মমণ্ডলীয় বনে ৯০ শতাংশের বেশি কাষ্ঠল উদ্ভিদের বীজ এসব পাখির মাধ্যমে ছড়িয়ে পড়ে। তারা ফল খেয়ে বীজ অন্য কোথাও মলত্যাগের মাধ্যমে ফেলে দেয়। সেই বীজ থেকে তখন গাছ জন্মায়।

সূত্র: আর্থ ডটকম

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘তারেক রহমান যত দিন আছেন, দেশ পথ হারাবে না’

কুমিল্লা-৬ আসনে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী বলেছেন, ‘‘তারেক রহমান যত দিন আছেন, দেশ পথ হারাবে না।’’

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকালে কুমিল্লা নগরীর পূবালী চত্বরে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ সব বলেন।

আরো পড়ুন:

টাঙ্গাইলে বিএনপি নেতাকে বহিষ্কারের দাবিতে মিছিল

নারীদের নিরাপত্তায় ৫ অগ্রাধিকারমূলক পদক্ষেপ নেবে বিএনপি: তারেক

মনিরুল হক বলেন, ‘‘আমাকে কুমিল্লা গড়ার জন্য একটিবার সুযোগ দিন, আমি আপনাদের হতাশ করব না। আপনাদের কাছ থেকে একটা ভোট ছাড়া আর কিছু চাই না।’’

তিনি বলেন, ‘‘এই কুমিল্লায় ১৫ বছরে ফ্যাসিস্ট আমলে কোনো উন্নয়ন হয়নি। সিটি করপোরেশন, জেলা পরিষদ কোথাও স্থানীয় নিয়োগ হয়নি, তাহলে উন্নতি হবে কীভাবে?’’

সভায় মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কেন্দ্রীয় বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, কৃষক দলের সভাপতি মোস্তফা জামান, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুজ্জামান আমির, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী প্রমুখ।
 

ঢাকা/রুবেল/বকুল 

সম্পর্কিত নিবন্ধ