কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই পুঁজিবাজারে তথ্য ও প্রযুক্তি খাতের তালিকাভুক্ত কোম্পানি জেনেক্স ইনফোসিস পিএলসির শেয়ারের দাম অস্বাভাবিক হারে বাড়ছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) এমন তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

সোমবার (৬ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, গত ৩০ সেপ্টেম্বর কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে সিএসই চিঠি পাঠায়। ওই চিঠির জবাবে কোম্পানি কর্তৃপক্ষ সিএসইকে জানিয়েছে, কোনো প্রকার অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ারের দাম বাড়ছে।

গত ২১ সেপ্টেম্বর জেনেক্স ইনফোসিসের শেয়ার দর ছিল ২৩.

৯০ টাকায়। আর গত ৫ অক্টোবর লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ২৮.৯০ টাকায়। অর্থাৎ কয়েক কার্যদিবসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারটির দর বেড়েছে ৫ টাকা বা ২০.৯২ শতাংশ।

এভাবে কোম্পানিটির শেয়ারের দাম বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ। 

ঢাকা/এনটি/ইভা 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স এসই

এছাড়াও পড়ুন:

ক্রিকেট বোর্ডে কী মধু আছে

সংবাদমাধ্যম আর ফেসবুকে চোখ রেখে অনেকেরই নাকি মনে হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনও জাতীয় নির্বাচনের চেয়ে কোনো অংশে কম নয়। পরিচালকের ২৫টি চেয়ারের প্রতিটিই এখানে বেশ লাভজনক। নইলে এই এক নির্বাচন নিয়ে এত দলাদলি, এত সমঝোতার নাটক, মামলা-মোকদ্দমা এবং এত চক্ষু লজ্জা বিসর্জন দেওয়া কেন? নিশ্চয়ই বিসিবির সিন্দুকে অমূল্য ধন–রত্ন আছে। কিন্তু মানুষ বুঝতে পারছে না—কী সেই ধন রত্ন। কী মধু আছে ক্রিকেট বোর্ডে!

সম্পর্কিত নিবন্ধ