ডেঙ্গু প্রতিরোধে ফগার মেশিন সরবরাহ, প্রশংসায় ভাসছেন শিল্পপতি বাবুল
Published: 6th, October 2025 GMT
সারাদেশে ডেঙ্গু ছড়িয়ে পড়ার ঝুঁকি দেখা দিয়েছে। দেশের অন্যান্য জেলাগুলোর মতো নারায়ণগঞ্জেও বর্তমানে ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণ ব্যপক হারে বেড়েছে।
ঠিক যে সময়ে অন্যান্য রাজনীতিবিদরা নিজেদের প্রচারণায় ব্যস্ত সে সময়ে নারায়ণগঞ্জ শহরের লক্ষ লক্ষ মানুষের জন্য ব্যতিক্রমী সেবার ব্যবস্থা করে তুমুল প্রশংসায় ভাসছেন বিশিষ্ট শিল্পপতি ও নারায়ণগঞ্জ- ৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল। তার পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিধনের জন্য ফগার মেশিন সরবরাহ করা হয়েছে, যা রাজনৈতিক অঙ্গন ছাড়িয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
জানা যায়, ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল এই কর্মসূচির উদ্যোগ গ্রহণ করছেন। জনপ্রতিনিধি না হয়েও সাধারণ মানুষের দুর্ভোগ স্বচক্ষে দেখে তিনি সেবামূলক কার্যক্রমের মাধ্যমে বহু জনপ্রিয়তা লাভ করেছেন।
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে অন্যতম যোগ্য প্রার্থী হিসেবে তিনি প্রতিটি পাড়া-মহল্লায় ধাপে ধাপে এই মশা নিধন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করছেন। সাধারণ জনগণ তাঁর এই ব্যতিক্রমী উদ্যোগকে নগরবাসীর জন্য সামান্য হলেও আশীর্বাদ স্বরূপ মনে করছেন।
প্রাইম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান “প্রাইম ওয়াশিং প্লান্ট”-এর ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ সোহেল গণমাধ্যমকে জানান, আবু জাফর আহমেদ বাবুল ভাইয়ের উদ্যোগে বিএনপির নেতাকর্মী-সমর্থকরা নারায়ণগঞ্জ-৫ আসনের প্রায় প্রতিটি এলাকায় মশা নিধন কর্মসূচির উদ্যোগ হাতে নিয়েছেন।
মশা নিধন কার্যক্রম পরিচালনাকারী তাহসিন মাহমুদ রকি জানান, গত সপ্তাহ থেকে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া, ডন চেম্বার, মিশনপাড়া, ব্যাংক কলোনি, খানপুর, তল্লা, হাজীগঞ্জ, আমলাপাড়া, ইসদাইর ইত্যাদি এলাকায় এই কর্মসূচি চলমান। তিনি নিশ্চিত করেন, যতদিন পর্যন্ত এই সমস্যা শেষ না হবে, ততদিন অবধি মশা নিধন কার্যক্রম চলবে।
জহির আহমেদ সোহেল আরও জানান, আবু জাফর আহমেদ বাবুল সর্বদা শত শত মানুষের সেবামূলক কার্যক্রমে নিজেকে নিয়োজিত রেখেছেন। সম্প্রতি শেষ হওয়া শারদীয় দুর্গাপূজায় নারায়ণগঞ্জ শহরের চাষাড়াস্থ ঐতিহ্যবাহী রামকৃষ্ণ মিশন আশ্রম মন্দির প্রাঙ্গণে কুমারী পূজায় আগত দর্শনার্থীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়। এছাড়াও কুমারী পূজা উদযাপন উপলক্ষে চাষাড়া থেকে মিশনপাড়া সড়কের যানজট নিরসনে বিএনপির একদল নেতাকর্মী সমর্থকরা তাঁর পক্ষে ভলান্টিয়ারের দায়িত্ব সুশৃঙ্খলভাবে পালন করেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ র উদ য গ ব এনপ র
এছাড়াও পড়ুন:
সদর থানার মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
নারায়ণগঞ্জ সদর থানার দায়েরকৃত মাদক মামলায় আ. জলিল (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আ. জলিল (৩৫) শরীয়তপুরের গোসাইরহাট এলাকার মো. মহিউদ্দিন সরদারের ছেলে। তবে রায় ঘোষণার সময়ে সে পলাতক ছিলো।
নারায়ণগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক মো. কাইউম খান এর সত্যতা নিশ্চিত করে বলেন, ২০২৪ সালের ৪ মার্চ নারায়ণগঞ্জের বঙ্গববন্ধু সড়কের রেইনবো এক্সপ্রেস পার্সেল সার্ভিসের সামনে অবস্থানকালে আ. জলিলকে ব্যাব-১১ গ্রেপ্তার করে।
এসময় তাকে তল্লালী চালিয়ে ৩৩৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। সেই সাথে আ. জলিলকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় তিনি ফেন্সিডিল কেনাবেচা করতো। পরে এই ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়। সেই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।