শিল্পপতিরা ঝড়ের দিনে আম কুড়াতে চায় : সাখাওয়াত
Published: 6th, October 2025 GMT
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি'র আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, বাংলাদেশ পুনর্গঠনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন তা বাস্তবায়ন করলে বাংলাদেশ একটি আধুনিক রাষ্ট্রে পরিণত হবে। তাই আমাদের সকলকে এই ৩১ দফা বাস্তবায়নের কাজ করতে হবে।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর থানা বিএনপির অন্তর্গত ২০ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লিফলেট বিতরণ ও কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। সোমবার (৫ অক্টোবর) বিকেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাখাওয়াত বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে খুনি হাসিনা সরকারের পতন হয়েছে এবং একটি নির্দলীয় অন্তর্র্বতীকালীন সরকার গঠিত হয়েছে। এই অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে একটি নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করা। সেই নির্বাচন আয়োজনের লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে এবং আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করি।
তিনি বলেন, বর্তমানে বিএনপির সুসময়। এই সুসময়ে অনেকে বিএনপিতে ভিড় করছে। ঝড়ের দিনে যেমন মানুষ আম কুড়ায় তেমনি দুঃসময়ে দেখা না গেলেও অনেক শিল্পপতিকে সুসময়ে বিএনপিতে আসতে দেখা যাচ্ছে।
আমরা তাদেরকে স্বাগত জানাই তবে যারা বিএনপির ত্যাগী নেতাকর্মী রয়েছে, যারা ১৭ বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে, জেল খেটেছে, বাড়িঘর ছেড়ে পালিয়ে থেকেছে তাদেরকে সামনের সারিতে জায়গা দিতে হবে। তাদেরকে পেছনে ঠেলে দিয়ে সুসময়ের শিল্পপতিরা সামনে চলে এলে তৃণমূল তা মেনে নেবে না।
তিনি আরো বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে বলে আমরা বিশ্বাস করি। যারা রাজপথে ছিল যারা আন্দোলন সংগ্রাম করেছে দলের হাই কমান্ড তাদেরকে মনোনয়ন দেবে এবং আমরা সবাই তার পক্ষে কাজ করবো। আমরা ধানের শীষের পক্ষে থাকবো, কোনো ব্যক্তি বিশেষের পক্ষে নয়।
২০নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির হোসেন পাঠানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড.
আরো উপস্থিত ছিলেন বন্দর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ, ২০নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক ইসারুল হক রাহাত, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিনহাজ মিঠু, বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ উপস থ ত ছ ল ন ন র য়ণগঞ জ ব এনপ র স র ব এনপ র ত দ রক স সময় সরক র
এছাড়াও পড়ুন:
পুরুষ ও মহিলা কাবাডি দলকে জেলা প্রশাসকের আর্থিক অনুদান প্রদান
‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার পুরুষ ও মহিলা কাবাডি দলকে আর্থিক অনুদান প্রদান করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
শনিবার রাতে (৪ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক দুই দলের জন্য আর্থিক অনুদান প্রদান করেন। আগামী ৫, ৬ ও ৭ অক্টোবর গোপালগঞ্জে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের জাতীয় খেলা কাবাডির প্রচার ও প্রসারে ক্রীড়ামুখী ও তারুণ্যবান্ধব এই উদ্যোগ নারায়ণগঞ্জ জেলার ক্রীড়াঙ্গনে জেলা প্রশাসনের সক্রিয় ভূমিকারই প্রতিফলন বলে মনে করছেন স্থানীয় ক্রীড়া সংগঠকরা।
দেশীয় ও ঐতিহ্যবাহী ক্রীড়ার উন্নয়ন ও প্রতিভা বিকাশে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বরাবরই অগ্রণী ভূমিকা রেখে চলেছেন।
নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা অ্যাডহক কমিটির সদস্য ও সাবেক জাতীয় ক্রিকেটার মো. জাকারিয়া ইমতিয়াজ রবিবার বলেন, খেলাধুলা থেকে শুরু করে নারায়ণগঞ্জ জেলায় সবকিছুই এখন সুশৃঙ্খলভাবে চলছে। এই বিষয়ে জেলা প্রশাসকের অনেক অবদান আছে।
তিনি নারায়ণগঞ্জ ওসমানী পৌর স্টেডিয়ামের সংস্কারের জন্য মন্ত্রণালয় থেকে ইতিমধ্যেই বরাদ্দের ব্যবস্থা করেছেন। দ্রুতই ফুটবল মাঠ সংস্কার হবে।