মানবতাবিরোধী অপরাধের কোনো মামলায় কারও বিরুদ্ধে ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলে সেই ব্যক্তি জাতীয় সংসদ এবং স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না। এ জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধনী আনা হয়েছে। এ বিষয়ে রাষ্ট্রপতির অধ্যাদেশের পর গেজেট প্রকাশ করেছে সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইতিমধ্যে সাতটি মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এই সাত মামলার আসামিদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম। অর্থাৎ এই আসামিরা আগামী দিনে জাতীয় সংসদ বা স্থানীয় সরকারের কোনো নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গত সোমবার প্রকাশিত গেজেটে বলা হয়েছে, কোনো ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার অযোগ্য হবেন। এ ছাড়া কোনো স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসেবে নির্বাচিত হতে পারবেন না বা এসব পদে নিয়োগ পাবেন না। এমনকি প্রজাতন্ত্রের (সরকারের) কোনো সেবায় নিয়োগ পাওয়ারও অযোগ্য হবেন। সরকারের কোনো অফিসে (পাবলিক অফিস) থাকতে পারবেন না। তবে ট্রাইব্যুনাল কাউকে অব্যাহতি বা খালাস দিলে তার ক্ষেত্রে এসব বিষয় প্রযোজ্য হবে না বলেও আইনটির সংশোধনীতে উল্লেখ করা হয়েছে।

আইনের সংশোধনী নিয়ে মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, মূল বিষয় হলো কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়, তাহলে তিনি বাংলাদেশের কোনো নির্বাচনে অংশ নেওয়ার যোগ্য হবেন না। অর্থাৎ তিনি জাতীয় নির্বাচনে দাঁড়াতে পারবেন না। স্থানীয় সরকার নির্বাচনেও অংশ নিতে পারবেন না। একইভাবে সেই ব্যক্তি কোনো সরকারি চাকরি করতে পারবেন না।

* ট্রাইব্যুনালে ইতিমধ্যে সাতটি মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান, হাসানুল হক ইনু ও মাহবুব উল আলম হানিফ আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।
* মানবতাবিরোধী অপরাধে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের (এখন কার্যক্রম নিষিদ্ধ) বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু। তদন্ত কর্মকর্তা নিয়োগ।

ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন, বিচার চলাকালীন আইন সংশোধনের বিষয়টি বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবে কি না।

জবাবে চিফ প্রসিকিউটর বলেন, এর কোনো প্রভাব পড়বে না। ন্যায়বিচারের পরিপন্থীও হবে না। কারণ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংবিধানের মাধ্যমে সুরক্ষিত। এই আইনের রেট্রোসপেক্টিভ ইফেক্ট (ভূতাপেক্ষ কার্যকারিতা) আছে। সুতরাং এর সবকিছুই বৈধ বলেই গণ্য হবে। এটাকে আদালতে চ্যালেঞ্জও করা যাবে না।

ভূতাপেক্ষ কার্যকারিতা

সংশোধনীর গেজেট সোমবার হলেও শেখ হাসিনাসহ যাঁদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে ইতিমধ্যে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে, তাঁরা নির্বাচন করতে পারবেন না বলে প্রথম আলোকে জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, ভূতাপেক্ষ কার্যকারিতার মানে হলো আইন যখনই হোক না কেন, তার আগে থেকেই এটা কার্যকর হবে। ঘটনা আইন হওয়ার আগে ঘটলেও হবে, পরে ঘটলেও হবে। সাধারণ আইনের বিধান হচ্ছে, যেদিন ঘটবে তার পরে বিচার হবে; আগের ঘটনার বিচার হবে না। এই আইনের (ট্রাইব্যুনাল) বিধান হচ্ছে আগে ঘটলেও বিচার হবে।

আওয়ামী লীগের বিষয়ে তদন্ত শুরু

মানবতাবিরোধী অপরাধে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের (এখন কার্যক্রম নিষিদ্ধ) বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এ জন্য তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

এ বিষয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, দ্রুতই তদন্তকাজ সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করবেন তদন্ত কর্মকর্তা। তদন্ত প্রতিবেদন পাওয়া সাপেক্ষে দল হিসেবে আওয়ামী লীগের ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্তে আরও কোনো দলের সম্পৃক্ততা পাওয়া গেলে তদন্ত সংস্থা সে অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

মানবতাবিরোধী অপরাধে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ট্রাইব্যুনালে অভিযোগ করেছিল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)।

‘তদন্ত কর্মকর্তাকে জেরা’

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার তদন্ত কর্মকর্তা মো.

আলমগীরকে মঙ্গলবার তৃতীয় দিনের মতো জেরা করা হয়েছে। তিনি এ মামলার সর্বশেষ সাক্ষী। রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী মো. আমির হোসেন তাঁকে জেরা করেন।

বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মামলাটির বিচার হচ্ছে। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

মানবতাবিরোধী অপরাধের এ মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনও আসামি। এর মধ্যে মামুন রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার তাঁকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

জেরায় তদন্ত কর্মকর্তা মো. আলমগীরকে আসামিপক্ষের আইনজীবী আমির হোসেন বলেন, অন্তর্বর্তী সরকারের সদস্যরা নেপথ্যে থেকে অন্যায়ভাবে শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করেছেন।

এর জবাবে তদন্ত কর্মকর্তা বলেন, এটি সত্য নয়।

জেরার এক পর্যায়ে আসামিপক্ষের আইনজীবী প্রশ্ন করেন, আন্দোলনকারীরা সারা দেশে জ্বালাও-পোড়াও ও ধ্বংসাত্মক কার্যকলাপ করেছে।

জবাবে তদন্ত কর্মকর্তা বলেন, এটি সত্য নয়।

এ সময় আসামিপক্ষের আইনজীবী বলেন, গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনকারীরা পুলিশ হত্যা করেছে। তা তদন্তে উঠে এসেছে কি না?

তবে এই প্রশ্ন ট্রাইব্যুনাল আমলে নেননি।

এ সময় আসামিপক্ষের আইনজীবীকে ট্রাইব্যুনাল বলেন, পুলিশ যে বিভিন্ন জায়গায় মারা গেছে, মামলা হয়েছে? মামলা করেন। মামলা হোক। আপনি আর্গুমেন্টে (যখন এই মামলা যুক্তিতর্ক শুরু হবে) বলবেন, শুধু ছাত্রদের মারা হয় নাই, ছাত্ররাও মেরেছে।

এরপর আইনজীবী প্রশ্ন করেন, জুলাই আন্দোলনের বিষয়টি দীর্ঘদিনের অবৈধ পরিকল্পনা ও ষড়যন্ত্রের অংশ।

এর জবাবে তদন্ত কর্মকর্তা বলেন, এটি সত্য নয়।

জেরার শুরুর দিকে আইনজীবী প্রশ্ন করেন, পুলিশ সদর দপ্তর থেকে জুলাই আন্দোলন দমনে ছাত্র-জনতার ওপর ব্যবহৃত অস্ত্র ও গুলিসংক্রান্ত ২১৫ পৃষ্ঠার প্রতিবেদনটি অন্তর্বর্তী সরকারের ইঙ্গিতে তৈরি করা হয়েছে।

জবাবে তদন্ত কর্মকর্তা বলেন, এটি সত্য নয়।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স থ ন য় সরক র ম নবত ব র ধ প রব ন ন য গ য হব দল হ স ব অপর ধ র সরক র র ল ইসল ম আইন র সদস য আওয় ম

এছাড়াও পড়ুন:

সুনামগঞ্জে আদালত প্রাঙ্গণে সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু

সুনামগঞ্জের ধর্মপাশায় আদালত প্রাঙ্গণে সাবেক স্বামীর ছুরিকাঘাতে এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম শরীফা আক্তার (২৮)। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ধর্মপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এদিকে ছুরিকাঘাতের পর পালানোর চেষ্টাকালে লোকজন শরীফার সাবেক স্বামী আক্তার হোসেনকে (৪০) আটক করে পুলিশের হাতে তুলে দেন।

ধর্মপাশা থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার দেওথান গ্রামের রমজান আলীর মেয়ে শরীফার সঙ্গে সুনামগঞ্জের ধর্মপাশার কান্দাপাড়া গ্রামের হেকিম মীর্জার ছেলে আক্তার হোসেনের বিয়ে হয় ১০ বছর আগে। তাঁদের সাড়ে তিন বছর বয়সী একটি মেয়ে আছে। এক বছর ধরে পারিবারিক নানা বিষয়ে দাম্পত্য কলহ চলছিল। ছয় মাস আগে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। পরে আক্তার হোসেন তাঁর মেয়েকে নিজের হেফাজতে পাওয়ার দাবিতে আদালতে মামলা করেন। আজ মামলার হাজিরার দিন ছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ সকাল সাড়ে ১০টার দিকে সাড়ে তিন বছরের মেয়েকে নিয়ে আইনজীবীর পরামর্শের জন্য আদালত প্রাঙ্গণে অপেক্ষা করছিলেন শরীফা আক্তার। এ সময় আকস্মিকভাবে পেছন থেকে এসে আক্তার হোসেন তাঁর পিঠে ছুরিকাঘাত করেন। পালানোর চেষ্টা করলে আদালত চত্বরে উপস্থিত লোকজন তাঁকে ধরে ফেলেন এবং পুলিশের কাছে ছুরিসহ হস্তান্তর করেন।

আহত শরীফাকে দ্রুত ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।শরীফার ছোট ভাই লিমন মিয়া বলেন, হাসপাতালে বেলা দুইটার দিকে চিকিৎসকেরা বোনকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ নেওয়া হয়েছে। তিনি বোনের হত্যাকারীর ফাঁসি চান।

প্রত্যক্ষদর্শী ও শরীফার চাচা মো. রিপন মিয়া বলেন, তাঁর ভাতিজি স্বামীর নির্যাতন সইতে না পেরে ছয় মাস আগে বিবাহবিচ্ছেদ করেছেন। আজ সকালে ভাতিজি ও নাতনিকে নিয়ে হাজিরা দেওয়ার জন্য আদালত প্রাঙ্গণে ছিলেন। একজন আইনজীবীর সঙ্গে পরামর্শের জন্য অপেক্ষা করছিলেন তাঁরা। সকাল সাড়ে ১০টার দিকে আকস্মিকভাবে আক্তার হোসেন এসে শরীফার পিঠে ছুরিকাঘাত করেন।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, সাবেক স্ত্রীকে ছুরিকাঘাত করার ঘটনায় জড়িত স্বামী আক্তার হোসেন থানা-পুলিশের হেফাজতে রয়েছে। ধারালো ছুরিটি জব্দ করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • আলবেনিয়ায় আদালতের মধ্যেই বিচারককে গুলি করে হত্যা
  • কুষ্টিয়ায় লটারিতে হারা প্রার্থী জিতলেন আদালতের গণনায়
  • সোনমকে গ্রেপ্তার নিয়ে মোদি সরকারকে নোটিশ দিলেন সুপ্রিম কোর্ট
  • সুনামগঞ্জে আদালত প্রাঙ্গণে সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু
  • ভারতের প্রধান বিচারপতি গাভাইয়ের দিকে জুতা ছুড়ে মারলেন আইনজীবী
  • বিসিবি নির্বাচন: হাইকোর্টের আদেশ স্থগিত, ১৫ ক্লাবের প্রতিনিধির ভোট দেওয়ার পথ খুলল
  • আগামীকাল বিসিবি নির্বাচনে বাধা নেই
  • নাটোরে নিজ বাড়ি থেকে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • নাটোরে আইনজীবীর ঝুলন্ত লাশ উদ্ধার